বিদ্যুৎ ও ইস্পাত শিল্পের জন্য কয়লা ব্লক নেওয়ার পরেও কাজ শুরু না-করায় ৯টি সংস্থাকে নোটিস দিল ওয়েস্টবেঙ্গল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন। একই সঙ্গে, ওই নয় সংস্থার নথিপত্র সিবিআইয়ের কাছে পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার মহাকরণে এ কথা জানিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, সরকারে আসার পর থেকেই কয়লা ব্লক নিয়ে তদন্তের প্রয়োজনের কথা বলে আসছি। সিবিআই সেই তদন্ত করছে। তাই তাদের কাছে নথি পাঠিয়ে দিচ্ছি। যে ৯টি সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে সেগুলি হল, শোভা ইস্পাত, ভূষণ স্টিল, রোশনী সিমেন্ট, আধুনিক কর্পোরেশন, বাঁকুড়া ডিআরআই মাইনিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি, জয়বালাজি স্পঞ্জ আয়রন (অন্ডাল), হিমাচল এমটা কোল লিমিটেড, জয়বালাজি স্পঞ্জ (ঝাড়খণ্ড) ও রামস্বরূপ লোহা উদ্যোগ। পার্থবাবু বলেন, কর্পোরেশন জানিয়ে দিয়েছে, কয়লা সংস্থাগুলিকে এখানে উৎপাদিত কয়লার ১২.৫% বরাদ্দ রাখতে হবে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য। সেই সঙ্গে তাঁর দাবি, কর্পোরেশন ইতিমধ্যেই ই-টেন্ডার চালু করেছে। ফলে কোনও বেসরকারি কয়লা সংস্থা আর ইচ্ছেমতো টেন্ডার ছাড়া কয়লা বিক্রি করতে পারবে না।
|
উত্তরবঙ্গ আনারস উৎসব উপলক্ষে শিলিগুড়ি হিলকার্ট রোডে শুক্রবার একটি পদযাত্রা হয়। আজ, শনিবার থেকে শিলিগুড়ি লাগোয়া বিধাননগরে শুরু হচ্ছে উৎসব। উদ্যোক্তা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। তিনদিন আনারসের নানা ব্যঞ্জন, প্রতিযোগিতা, খানাপিনা, সংস্কৃতি অনুষ্ঠান হবে। আনারস উৎপাদনে শিলিগুড়ির বিধানগর একটি অন্যতম নাম। এলাকায় তৈরিও হয়েছে আনারস উন্নয়ন কেন্দ্র। বিশ্বের বাজারে বিধাননগরের পরিচিতিকে আর দৃঢ় করতেই উৎসবের আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এ দিনের পদযাত্রায় যোগ দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, এসজেডিএ-র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য-সহ আধিকারিকেরা। শহরের নানা স্কুলের ছাত্রছাত্রীরা পদযাত্রায় মন্ত্রী, আমলাদের সঙ্গে পা মেলায়।
|
এই নিয়ে পর পর দু’মাস নগদ আয়ের মুখ দেখল হলদিয়া পেট্রোকেমিক্যালস। অগস্টে ৫২ কোটি টাকা নগদ আয় করেছে তারা। জুলাইয়ে তা ছিল ৩৮ কোটি। শুক্রবার এ কথা জানিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, জুনে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরই নগদ আয়ের মুখ দেখেছে সংস্থা। আগে কোনও দিন তা হয়নি। তবে মন্ত্রী অবশ্য মেনে নিয়েছেন যে, নগদ আয় বাড়লেও কারখানা চালাতে আরও টাকা প্রয়োজন। সংস্থাকে বছর শেষে সুদ দিতে হবে ৫০০ কোটি। আছে কারখানা চালানোর খরচ। ফলে সংস্থার ভবিষ্যৎ নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া একান্ত জরুরি।
|
রেকর্ড উচ্চতায় বিমান জ্বালানির দাম। রাজধানীতে প্রতি কিলোলিটারে ৫,১৪৬.১৬ টাকা বেড়ে তা হল ৭২,২৮১.৯২ টাকা। আগে এক লাফে এত দাম বাড়েনি কখনও। |