কেঁপে উঠল ফিলিপিন্স। রাত প্রায় ন’টা। হঠাৎই তীব্র কম্পন। ভূতত্ত্ববিদ্রা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬। সৈকত-শহর গুইয়ান থেকে প্রায় ১০৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রপৃষ্ঠের ৩২ কিলোমিটার গভীরে ভূকম্পের উৎস। বেশ কিছু রাস্তার ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে কয়েকটি সেতুও। এখনও বিশেষ ক্ষয়ক্ষতির খবর না মিললেও এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সমুদ্রের কাছাকাছি অঞ্চল দ্রুত খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ফিলিপিন্সের ভূকম্প ও অগ্ন্যুৎপাত বিষয়ক কার্যালয়। সাবধান করা হয় মৎস্যজীবীদেরও। যাঁরা জলে আছেন, তাদের মাঝ সমুদ্রে (যেখানে সমুদ্র শান্ত) চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রান্তে সুনামির সতর্কতা জারি করা হলেও ঘণ্টা দুয়েক বাদে তা তুলে নেওয়া হয়। ভূতত্ত্ববিদেরা বলছেন, “ভূকম্পের তীব্রতা ভালই ছিল। তাই সমুদ্রতীরে আছড়ে পড়তে পারে সুনামি।”
|
লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আরও এক বছর থাকতে চান উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তাঁর ধারণা, তত দিনে তাঁর বিরুদ্ধে মামলা তুলে নেবে সুইডেন।
|
সত্তর দশকের ঝড় তোলা নারীবাদী লেখক শুলামিথ ফায়ারস্টোন (৬৭) মারা গেলেন। ‘দ্য ডায়লেকটিক্স অফ সেক্স’ বইটি লিখেছিলেন মাত্র ২৫ বছর বয়সে।
|
‘বন্দি’ ১২ জন পাক সেনার মুণ্ডু কেটে তার ভিডিও প্রকাশ করল তেহরিক-ই-তালিবান জঙ্গিরা। মুণ্ডু কাটার আগে ওই সেনাদের গুলিতে ঝাঁঝরাও করে দেওয়া হয়।
|
নিলামে উঠতে চলেছে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ৭টি পোশাক। এগুলি তাঁর পেশা জীবনের শুরুর দিকের।
|
নিজের বাড়িতেই হোঁচট খেলেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি। কব্জি ও কাঁধে আঘাত পেয়েছেন।
|
মহাকাশে আট ঘণ্টা হেঁটেও বিদ্যুতের এক নতুন ইউনিট চালু করতে পারলেন না সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা।
|
চিনের কয়লা খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৪১। ৩ খনি মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। |