টুকরো খবর
ধারালো অস্ত্রের কোপে যুবকের মৃত্যু পূর্বস্থলীতে
ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সকালে পূর্বস্থলী ২ ব্লকের ঝাউডাঙা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, ওই যুবকের নাম আনন্দ তফাদার (৩৫)। বাড়ি স্থানীয় হালতাচরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি এ দিন নিজের গরুর প্রজনন করাতে এসেছিলেন ওই গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে নিজের একটি গরু নিয়ে বেরিয়েছিলেন আনন্দ। ঝাউডাঙা গ্রামের বাসিন্দা সিপিএমের জেলা পরিষদ সদস্য নির্মল দে জানান, সকাল সাড়ে ৭টা নাগাদ দলের একটি কর্মসূচি পালনের উদ্দেশে পতাকা তোলা হচ্ছিল। আচমকা এক জন এসে খবর দেন মাঠে জখম অবস্থায় এক যুবক পড়ে রয়েছেন। তার হাতে কোপ দেওয়া হয়েছে। তারা মাঠের দিকে রওনা দিলে তাঁরা দেখতে পান জখম ওই যুবক গ্রামের দিকে আসার চেষ্টা করছেন। কিন্তু কিছুটা আসার পরেই পড়ে যান তিনি। তড়িঘড়ি একটি গাড়ির ব্যবস্থা করে তাঁকে নদিয়ার নাকাশিপাড়া ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। সকাল ৯টা নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর। নির্মলবাবুর দাবি, “কে বা কারা ওই যুবককে নির্জন মাঠে কী উদ্দেশ্যে জখম করল তা বুঝে ওঠা যায়নি।” পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

গ্রন্থাগারে জয়ী বামেরা
—নিজস্ব চিত্র।
জেলা উদয়চাঁদ গ্রন্থাগারের পরিচালন সমিতির কর্মচারী প্রতিনিধি নির্বাচনে জিতলেন বাম সমর্থিত প্রার্থীরা। এই নির্বাচনে যে দু’টি আসনে ভোট গৃহীত হয় তাতে বামফ্রন্ট সমর্থিত পশ্চিমবঙ্গ সাধারণ কর্মী সমিতির প্রাথী অমিতাভ চক্রবর্তী ও সুখেন্দু দে জয়ী হন। এই নির্বাচনে প্রতি ভোটার অন্তত দু’টি ভোট দিতে পারেন। মোট ৩২৮টি ভোটের মধ্যে জয়ী দু’জন পেয়েছেন যথাক্রমে ১৯৯ ও ২০২টি ভোট। অন্য দিকে, তৃণমূল সমর্থিত কর্মী কল্যাণ সমিতির তিন প্রার্থী এই ভোটে লড়েন। তাঁদের মধ্যে দীনবন্ধু দাস ৮২, সামিম হোসেন সরকার ৯২ ও ইন্দ্রাশিস চৌধুরী পান ৫৩টি ভোট।

বৃদ্ধার অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধার। পূর্বস্থলী ১ ব্লকের নসরৎপুর পঞ্চায়েতের হাটসিমলা গ্রামে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম ফণিবালা বসাক (৮০)। স্থানীয় সূত্রে খবর, বছর কয়েক আগে ওই বৃদ্ধার ছেলের মৃত্যু হয়। এ দিন তাঁর বৌমা একটি কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের মেঝেতে বৃদ্ধার মৃতদেহ পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ দিন থেকে এলাকায় বৃদ্ধার নাতি বিশ্বজিৎ বসাককে দেখতে পাওয়া যায়নি। কয়েক জন প্রতিবেশির দাবি, কয়েক মাস ধরেই সম্পত্তি নিয়ে ফণিবালাদেবীর সঙ্গে বিশ্বজিতের বিবাদ চলছিল। পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.