ডেঙ্গি আক্রান্ত দু’জনের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ডেঙ্গি আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যুর খবর মিলেছে দুর্গাপুরে। মৃতদের নাম শেফালি রুইদাস (১২) ও শ্রুতি ঘোষ (৪)। শেফালি মারা যায় মঙ্গলবার রাতে এবং শ্রুতির মৃত্যু হয় সোমবার রাতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেফালির বাড়ি অঙ্গদপুর এলাকায়। দিন দশেক আগে তার জ্বর হয়। পরিবারের পক্ষ থেকে প্রথমে হোমিওপ্যাথি চিকিৎসা করানো হয়। পরে অবস্থা বেগতিক দেখে প্রথমে তাকে ডিপিএল হাসপাতাল ও পরে ডিএসপি হাসপাতালে পাঠানো হয়। তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়। অন্য দিকে, ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রুতিকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতাল হয়ে তাকে পাঠানো হয় কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ-এ। সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ডিএসপি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’জনেই ডেঙ্গি আক্রান্ত ছিল। পুরসভার স্বাস্থ্য আধিকারিক দেবব্রত সাহানার দাবি, “ডেঙ্গিতে আক্রান্ত হয়েই ওই দু’জনের মৃত্যু হয়েছে।”
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই অল্প হলেও বাড়ছে। এখন পর্যন্ত অন্তত ১০ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে দু’জনের মৃত্যু হল। গত কয়েক দিনে পুরসভার তরফ থেকে বিভিন্ন ওয়ার্ডে মাইক নিয়ে সচেতনতা বিষয়ক প্রচার, আগাছা পরিষ্কার, মশার লার্ভা মারার তেল ছড়ানো, মশক নাশক রাসায়নিক-স্প্রে করার কাজ চলছে।
শেফালির বাড়ি ৩৯ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কাউন্সিলর লাভলি রায় পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য)। ফলে ডেঙ্গি রোধে পুরসভার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। লাভলিদেবী অবশ্য বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। পুরসভার পক্ষ থেকে সাধ্য মতো প্রচেষ্টা চালানো হচ্ছে। তার পরেও এমন দুর্ঘটনা ঘটে গেল।”
শহরবাসীর অভিযোগ, গত কয়েক বছরে দুর্গাপুরে মশার উপদ্রব বেড়েছে। কিন্তু তা ঠেকাতে পুরসভার তৎপরতা তেমন দেখা যায় না। তাছাড়া রক্ত পরীক্ষার প্রয়োজনীয় পরিকাঠামোও পুরসভার নেই।
পুরসভার স্বাস্থ্য আধিকারিক দেবব্রত সাহানা স্বীকার করেছেন এই দুর্বলতার কথা। তাঁর দাবি, “বর্তমান পরিকাঠামোয় এক সঙ্গে অনেক জন আক্রান্ত হলে সকলের রক্ত পরীক্ষা করানো সম্ভব নয়।” তবে পরিকাঠামো উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দফতরে অর্থ বরাদ্দের আর্জি জানানো হয়েছে বলে জানান তিনি।
|