দমকল-বিধিতে পরিবর্তন আনবে নতুন কমিটি, জানালেন জাভেদ
মুড়ি-মিছরির এক দর চলবে না। রাজ্যে ছোট-বড় হাসপাতাল, হোটেল-রেস্তোরাঁ বা অফিসের জন্য পৃথক সুরক্ষা-বিধি তৈরির পক্ষপাতী দমকল কর্তৃপক্ষ। এই লক্ষ্য সামনে রেখে নয় সদস্যের একটি আইন-বিষয়ক কমিটি তৈরি করা হয়েছে। বুধবার মার্চেন্ট চেম্বার অফ কমার্স (এমসিসি)-এর একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন দমকলমন্ত্রী জাভেদ খান।
দমকলের ছাড়পত্র জোগাড় করতে আইন-সংক্রান্ত ধোঁয়াশার জেরে এখন ব্যবসায়ীদের হিমশিম খেতে হয় বলে এ দিন অভিযোগ তোলেন চেম্বার-এর কর্তারা। সুরক্ষা-বিধির বিষয়ে প্রাঞ্জল তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট নেই দমকলের। ছাড়পত্র আদায়ের পদ্ধতিও স্বচ্ছ নয়। এমসিসি-কর্তাদের অভিযোগের মুখে দমকলমন্ত্রী এই কমিটি গড়ার কথা বলেছেন। দমকলের এডিজি দেবপ্রিয় বিশ্বাস ও আইন-বিশেষজ্ঞদের ওই কমিটিতে রাখা হয়েছে। দু’-তিন মাসেই মন্ত্রীর কাছে রিপোর্ট দেবে কমিটি।
দমকলমন্ত্রী বলেন, “আমরির মতো বড় হাসপাতাল আর অল্প কিছু শয্যার ছোট হাসপাতাল, সকলের জন্য এক নিয়ম চলতে পারে না। বাস্তবসম্মত আইন তৈরির চেষ্টা চলছে।” তবে কোনও ভাবেই নিরাপত্তার বিষয়টিতে আপস করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন মন্ত্রী। আমরি-র বিপর্যয়ের দৃষ্টান্ত তুলে ধরে দমকলমন্ত্রী বলেন, “কোনও হাসপাতালে আগুনে মৃত্যুর নিরিখে আমরি-র ঘটনা দুনিয়ায় বিরল। একটি কালো দাগ। দোষীদের সাজা দিতে যথা সম্ভব চেষ্টা করা হবে।”
আমরি-র ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এ দিন ব্যবসায়ীদের তরফে প্রশ্ন ওঠে। আমরি-র অ্যানেক্স বিল্ডিংয়ে দুর্ঘটনা ঘটলেও কেন হাসপাতালের বাকি দু’টি ভবন বন্ধ? দমকলের তরফে বলা হয়, বাকি ভবন দু’টির মধ্যে একটির বেসমেন্ট আছে। ওই বাড়িগুলির সুরক্ষা নিয়েও প্রশ্ন আছে। বিষয়টি বিচারাধীন। পুলিশি তদন্ত চলছে। এখন আমরি-র বিষয়ে রাজ্য অবস্থান শিথিল করবে না। তবে নির্দিষ্ট কোনও শিল্পপতির বিরুদ্ধে দমকলের আক্রোশ নেই। ঢাকুরিয়ায় ছাড়া আমরি-র মালিকপক্ষের অন্য হাসপাতাল চলছে।
রাজ্যের ২০ শতাংশ হাসপাতাল আমরি-কাণ্ডের পরেও সুরক্ষা-বিধি মানছে না বলে দমকলমন্ত্রী এখনও উদ্বিগ্ন। তিনি বলেন, “ওদের আরও সময় দেওয়া হয়েছে। কোনও ভাবেই ছাড় দেওয়া হবে না।” কলকাতায় আরও ছ’টি দমকলকেন্দ্র গড়ে উঠছে বলেও এ দিন আশ্বাস দিয়েছেন দমকলমন্ত্রী। বড়বাজার-পোস্তা, রাজাবাজার, খিদিরপুর, যাদবপুর, সোনারপুর-গড়িয়ায় এই কেন্দ্রগুলি তৈরি হবে। এ ছাড়া জেলাগুলিতেও অগ্রাধিকারের ভিত্তিতে নতুন দমকলকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

নম্বর বদল
পুনর্মূল্যায়নে ৩১% আবেদনকারীর নম্বর বাড়ল মাধ্যমিকে। এর ফলে মেধা-তালিকাতেও কিছু হেরফের হয়েছে বলে জানায় মধ্যশিক্ষা পর্ষদ।

জোটের জয়
অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমে সমবায় ইউনিয়ন ছিনিয়ে নিল কংগ্রেস-তৃণমূল জোট। হার হল কো-অর্ডিনেশন কমিটির। ১২ আসনের মধ্যে ৮টি পেয়েছে জোট।

ফ্ল্যাট লটারি
সরকারি আবাসন প্রকল্পে ফ্ল্যাটের জন্য আর্জি বাতিল হলে তার কারণ চিঠি দিয়ে জানিয়ে দেবে সরকার। ২৮৫টি ফ্ল্যাট বণ্টনে ২১ সেপ্টেম্বর লটারি হবে নজরুল মঞ্চে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.