ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে পুরুলিয়ার জয়পুর থানার নারায়ণপুর গ্রামের কাছে পুলিশ তাদের ধরে। বুধবার ধৃতদের পুরুলিয়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, ধৃতেরা হলেন পুরুলিয়ার জয়পুর থানার নারায়ণপুরের বাসিন্দা গোপী মুদি, অতীশ শবর, রমেশ মুদি, বটম মুদি ও আসানসোলের বার্নপুরের রামদেবা বেগ। রামদেবাই ওই দলের পাণ্ডা বলে পুলিশের দাবি। গোপন সূত্রে খবর পেয়ে, পুরুলিয়া টাউন থানদাবি, ধৃতেরা আন্তঃরাজ্য দুষ্কৃতী চক্রের সঙ্গে জড়িত। পুরুলিয়া শহরের তেলকল পাড়া, কাশীপুর থানার কল্লোলি গ্রামে ডাকাতির ঘটনায় তারা জড়িত। তাদের কাছ থেকে লুঠ হওয়া কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে।
|
বৃদ্ধা মাকে অবহেলা ও অত্যাচার করার অভিযোগে ধৃত ছেলে ও পুত্রবধূর জেলহাজত হল। তালড্যাংরা থানার রাধামোহনপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা প্রভাবতী চক্রবর্তীকে অত্যাচার করার অভিযোগ তাঁর ছেলে ও বৌমার বিরুদ্ধে করেছিলেন তালড্যাংরার বিডিও। পুলিশ বৃদ্ধার ছেলে শঙ্কর চক্রবর্তী ও বৌমা সোমা চক্রবর্তীকে মঙ্গলবার গ্রেফতার করে। বুধবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করা হলে বিচারক ১২ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। সোমবার বৃদ্ধা বিডিও-র কাছে নালিশ করেছিলেন, ছেলে-বৌমা অত্যাচার করে পেনশনের টাকা কেড়ে নেয়।
|
ট্রেনে কাটা পড়ে এক বধূর মৃত্যু হল। মৃতের নাম ময়না কুমারী প্রসাদ (৩৫)। বাড়ি আদ্রার মসজিদ পাড়া এলাকায়। বুধবার সকালে আদ্রার রেলগেটের অদূরে আসানসোল-টাটা প্যাসেঞ্জারে তিনি কাটা পড়েন। মঙ্গলবার রাতে রাঁচি ডিভিশনের কোটশিলা-মুরি শাখার তুলিন স্টেশনের কাছে ঝাড়ু মুড়া (৬৩) নামের এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি ঝালদার খামার গ্রামে। |