খেলার টুকরো খবর

সাইকেল দৌড়
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে স্বাধীনতা দিবসের সকালে বারিকুলের ফুলকুসমা থেকে ছেঁদাপাথর, ঝিলিমিলি থেকে ছেঁদাপাথর এবং মাজগেড়িয়া থেকে ছেঁদাপাথর পর্যন্ত তিনটি সাইকেল দৌড় প্রতিযোগিতা হয়েছে। ফুলকুসমা ও ঝিলিমিলি থেকে ছেঁদাপাথর পর্যন্ত ছিল পুরুষদের দৌড়। এই দু’টি দৌড়ে এলাকার ৪০০ জন পুরুষ যোগ দিয়েছিলেন। ফুলকুসমা থেকে ছেঁদাপাথর পর্যন্ত সাইকেল দৌড়ের পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মণ্ডলডিহার বালিরাম মুর্মু, ভেলাবাঁধির মানিক মাঝি দ্বিতীয় ও ফুলকুসমার রামধন টুডু তৃতীয় হন। ঝিলিমিলি থেকে ছেঁদাপাথর পর্যন্ত সাইকেল দৌড়ে হারামগোড়ার লক্ষ্মীকান্ত টুডু প্রথম, বিবেক মুর্মু দ্বিতীয় ও সুনির্মল সোরেন তৃতীয় হয়েছেন। অন্য দিকে, মাজগেড়িয়া থেকে ছেঁদাপাথর পর্যন্ত ছিল মহিলাদের সাইকেল দৌড়। মহিলা বিভাগে প্রথম হন তুষিয়াকানার কাঞ্চনী বাস্কে। দ্বিতীয় ও তৃতীয় হন দুধিয়ানালার নমিতা সিং সর্দার ও হারামগোড়ার রানি সোরেন। পরে ছেঁদাপাথর পুলিশ ক্যাম্পে অনুষ্ঠানে প্রথম স্থানাধিকারীদের সাইকেল, দ্বিতীয় স্থানাধিকারীদের সিলিং ফ্যান ও তৃতীয় স্থানাধিকারীদের ইলেকট্রিক ইস্ত্রি এবং আরও ১১০ জনকে ছাতা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুকেশ কুমার, এসডিপিও (খাতড়া) কল্যাণ সিংহরায়, মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস, বিডিও (রানিবাঁধ) তন্ময় বন্দ্যোপাধ্যায়, বিডিও (রাইপুর) কিংশুক মাইতি।

বিদ্যাপীঠে খেলা
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ আয়োজিত স্কুল-ফুটবল প্রতিযোগিতায় গত ২২ অগস্ট পুরুলিয়া জিলা স্কুল ও চিত্তরঞ্জন বয়েজ হাইস্কুল জয়ী হয়েছে। প্রথম ম্যাচে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। ‘সাডেন ডেথে’ চিত্তরঞ্জন বয়েজ হাইস্কুল ছড়রা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অন্য ম্যাচে পুরুলিয়া জিলা স্কুল ২-০ গোলে মালথোড় উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ২৬ অগস্টের দু’টি ম্যাচে আড়শা উচ্চ বিদ্যালয় পুরুলিয়া সৈনিক স্কুলকে ৫-০ গোলে পরাজিত করে। অন্য ম্যাচে বলরামপুরের ফুলচাঁদ উচ্চ বিদ্যালয় হুটমুড়া উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য।

আনাড়ায় ফুটবল
রঘুনাথপুর মহকুমা পুলিশের উদ্যোগে ও আনাড়া ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় ফুটবল প্রতিযোগিতা হল পাড়া ব্লকের আনাড়ায়। শনিবার আনাড়ার রেলওয়ে ময়দানে ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল মহকুমার ৬টি থানার ফুটবল দল-সহ আরপিএফ এবং আনাড়া ফুটবল অ্যাকাডেমি। নকআউট পদ্ধতিতে খেলাগুলি হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় নিতুড়িয়া ও সাঁওতালডিহি থানা। এক গোলে নিতুড়িয়াকে হারিয়েছে সাঁওতালডিহি। ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন সাঁওতালডিহির দীনবন্ধু মুদি.এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিতুড়িয়া থানার লক্ষ্মণ সোরেন। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, জনতার সঙ্গে পুলিশের সম্পর্ক আরও বৃদ্ধির লক্ষ্যেই প্রতিযোগিতা করা হয়েছে। পাশাপাশি ক্রীড়া প্রতিভাদের বেছে নিয়ে তাঁদের জেলা ও রাজ্যস্তরে খেলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অবধেশ পাঠক।

চ্যালেঞ্জ কাপ
ছবি: সুজিত মাহাতো।
পুরুলিয়া টাউন ক্লাব আয়োজিত পুরুলিয়া চ্যালেঞ্জ কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ঝাড়খণ্ডের বোকারো মাহাতো স্পোর্টিং ক্লাব ১-০ গোলে পরাজিত করল বাঁকুড়া প্লেয়ার্স কর্ণারকে। মঙ্গলবার মানভূম ক্রীড়া সংস্থার মাঠে খেলাটি হয়। বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হয় দুর্গাপুর আমরা কজন ও সিরকাবাদের ব্রহ্ম ইউনাইটেড ক্লাবের মধ্যে। দুর্গাপুর ৬-০ গোলে জয়ী হয়। মোট ১৩টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। চূড়ান্ত ম্যাচের খেলা হবে আগামী রবিবার।

রামপুরহাটে ফুটবল লিগ
রামপুরহাট মহকুমা ফুটবল লিগ। ছবি: সব্যসাচী ইসলাম।
রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় গত ২২ অগস্ট থেকে ওই ক্রীড়া সংস্থার মাঠে শুরু হয়েছে মহকুমা আন্তঃক্লাব ‘এ’ ডিভিশন ও ‘বি’ ডিভিশনের ফুটবল লিগ প্রতিযোগিতা। প্রথম দিন ‘এ’ ডিভিশনের খেলায় রামপুরহাট শুভেচ্ছা স্পোটিং ক্লাব ঝাউপাড়া পল্লীমঙ্গল সমিতিকে ৫-০ গোলে পরাজিত করে। ২৩ অগস্ট ‘বি’ ডিভিশনের খেলায় কাষ্ঠগড়া স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন রামপুরহাট নেতাজি বয়েজ ক্লাবকে ২-০ গোলে হারায়। ২৪ অগস্ট ‘এ’ ডিভিশনের অন্য একটি খেলায় মুখোমুখি হয়েছিল রামপুরহাট জুনিয়র স্পোটিং ক্লাব ও মাড়গ্রাম সোনালি স্পোটিং ক্লাব। ১-০ গোলে জয়ী হয় মাড়গ্রামের দলটি। পরের দিন ‘বি’ ডিভিশনের খেলায় খরুন উদ্বোধনী মিলনী সঙ্ঘ মাড়গ্রাম নবদূত ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। ২৬ অগস্ট ‘এ’ ডিভিশনের রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার রামপুরহাট সবুজ সঙ্ঘকে ৫-১ গোলে হারায় এবং ২৭ অগস্ট ‘বি’ ডিভিশনের সন্তোষপুর জগৎদয়া মাতা স্পোটিং ক্লাব ও গুসকিরা বান্ধব সমিতির খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। মঙ্গলবার ‘এ’ ডিভশনের আয়াস নেতাজি বয়েজ ক্লাবের মুখোমুখি হয় রামপুরহাট ইয়ুথ শুভেচ্ছা স্পোটিং ক্লাব। শুভেচ্ছা স্পোটিং ক্লাব ১-০ গোলে জয়ী হয়।

কাশীপুরের পাড়াশোলে ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়েছে ৯০টি দল। সোমবার থেকে শুরু হওয়া
এই খেলা দেখতে ছাতা মাথায় চড়া রোদে বহু দর্শক ভিড় করেছিলেন। বুধবার ছবিটি তুলেছেন প্রদীপ মাহাতো।

সাঁইথিয়ায় স্মৃতি লিগ
বুধবার থেকে শুরু হল সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত ৮ দলীয় শৈলেনচন্দ্র দাস এবং প্রফুল্ল সাহা স্মৃতি লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় কামদাকিঙ্কর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হয়। যোগদানকারী দলগুলি হলরামপুরহাট কোচিং সেন্টার, বোলপুর ইয়ং টাউন ক্লাব, আমোদপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন, মাড়গ্রাম সোনালি স্পোটিং ক্লাব, পুরন্দরপুর কেশরী সঙ্ঘ, সিউড়ি কোচিং সেন্টার, ঢোলকাটা আদিবাসী সঙ্ঘ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রামপুরহাট ও বোলপুরের দলটি।

আদিবাসী ফুটবল
ময়ূরেশ্বরের আদিবাসী যুগ্ম ক্লাবের পরিচালনায় গত ২৬ অগস্ট স্থানীয় লোকপাড়া স্কুল ময়দানে হয়েছে আদিবাসীদের একদিনের ফুটবল প্রতিযোগিতা। ১৬টি দল ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। ফাইনালে দিনুরী আদিবাসী সঙ্ঘকে টাইব্রেকারে ২-০ গোলে হারায় জুঁই আদিবাসী মনসামঙ্গল ক্লাব। উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ২০০০ ও ১৩০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।

বাস্কেটবল প্রতিযোগিতা
জেলা স্কুল ক্রীড়া সংস্থার পরিচালনায় আগামী ১৪ সেপ্টেম্বর থেকে বোলপুরের সাঁই স্যাগ, বোলপুর টাউন ক্লাব ও নেতাজি স্পোটিং ক্লাবের মাঠে হবে অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা রাজ্য বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। বীরভূম জেলা স্কুল ক্রীড়া সংস্থার সম্পাদক প্রলয় নায়েক জানান, তিনদিনের এই প্রতিযোগিতায় ১৯টি জেলা থেকে প্রায় ৩০৪ জন প্রতিযোগী যোগ দিচ্ছে।

আন্তঃক্লাব ফুটবল
গত ২৬ অগস্ট থেকে শুরু হয়েছে সিউড়ি সদর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ৫-১ গোলে সিউড়ি দিশারি সঙ্ঘকে হারিয়ে জয়ী হয়। ২৭ অগস্ট সিউড়ি রবীন্দ্র সেবা সৎকার সমিতি ১-০ গোলে সিউড়ি ফুটবল কোচিং সেন্টারকে হারায়। মঙ্গলবার সিউড়ি ত্রাণ সমিতি বনাম সিউড়ি ফাল্গুনি ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়। বুধবার আমোদপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের মুখোমুখি হয় মাজিগ্রাম ফুটবল ক্লাব।

‘এ’ ডিভিশন ফাইনাল
বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা আন্তঃক্লাব ফুটবল লিগের ‘এ’ ডিভিশনের ফাইনালে মুখোমুখি হচ্ছে লায়েকবাজার যুব সঙ্ঘ ও বাহিরী ঐক্যসম্মিলনী। আগামী ২৪ সেপ্টেম্বর খেলাটি হবে। গত ৪ অগস্ট ‘এ’ ডিভিশন-সহ সুপারক ডিভিশন এবং ‘বি’ ডিভিশনের খেলা শুরু হয় বোলপুর স্টেডিয়ামে। ৬টি দল ‘এ’ ডিভিশনে ও ২১টি দল ‘বি’ ডিভিশন ও সুপার ডিভিশনে যোগ দিয়েছিল বলে ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস দে জানিয়েছেন।

দল বাছাই
অনূর্ধ্ব ১৪ ও ১৬ বালক-বালিকাদের স্কুল বাস্কেট বলের জেলা দল গঠনের জন্য আজ, বৃহস্পতিবার বোলপুরের সাই স্যাগ মাঠে বাছাই পর্ব হবে। জেলা স্কুল ক্রীড়া সংস্থার পরিচালনায় ওই প্রতিযোগিতা হবে। জেলা স্কুল ক্রীড়া সংস্থার সম্পাদক প্রলয় নায়েক জানান, প্রতিটি বিভাগে ১৬ জন করে প্রতিযোগী থাকবে। রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় দলগুলি প্রতিনিধিত্ব করবে।

জঙ্গলমহল কাপ
শুক্রবার থেকে পুরুলিয়ার বান্দোয়ানে মহিলাদের জঙ্গলমহল কাপ প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার কোয়ার্টার ফাইনাল শেষ হয়। বান্দোয়ানের পলিটেকনিক কলেজের মাঠে খেলা দেখতে এসেছিলেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি বলেন, “মোট ৬৭টি দল প্রতিযোগিতায় যোগ দেয়।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.