ভারতীয় টেনিসের বৃহত্তম সঙ্কটের ঢেউ নিউ ইয়র্কে আছড়ে পড়ল। অলিম্পিকে জুটি বেঁধে মিক্সড ডাবলসে খেলতে না পারার জেরে মহেশ ভূপতি-সানিয়া মির্জা জুটি গ্র্যান্ড স্ল্যামে ভেঙে গেল। জোড়া গ্র্যান্ড স্ল্যাম জয়ী (শেষেরটা এ বছরই ফরাসি ওপেনে) ভারতীয় জুটি যুক্তরাষ্ট্র ওপেনে নিজের নিজের বিদেশি পার্টনার নিয়ে মিক্সড ডাবলস খেলছেন। স্কট ডাবলস বিশেষজ্ঞ (র্যাঙ্কিং ৩০) কলিন ফ্লেমিংকে নিয়ে সানিয়া বুধবারই ভারতীয় সময় মাঝরাতে ফ্লাশিং মেডোয় নামছেন। মহেশের সঙ্গী চেক প্রজাতন্ত্রের আন্দ্রিয়া হাভাককোভা। |
কিন্তু গ্র্যান্ড স্ল্যামে ভারতের সেরা জুটিটাই ভেঙে গেল অলিম্পিকের দল নির্বাচন ঘিরে তীব্র ঝগড়ায়। অলিম্পিকে ভূপতি-বোপান্নার জুটি বেঁধে ডাবলস খেলার আব্দার মেনে নিয়ে এআইটিএ পাল্টা দিয়েছিল, ভূপতির পছন্দের মিক্সড ডাবলস পার্টনার সানিয়াকে লন্ডনে লিয়েন্ডারের পার্টনার করে দিয়ে। ‘দেশের স্বার্থে’ সানিয়া সেটা মেনে নিতে বাধ্য হলেও মহেশের সঙ্গে তখন থেকেই তাঁর বোঝাপড়ায় অভাব ঘটা শুরু। আমেরিকা যাওয়ার আগে সানিয়া মন্তব্য করেন, “মহেশের সঙ্গে অলিম্পিকের পরে কথা হয়নি। আমাদের জুটি বেঁধে যুক্তরাষ্ট্র ওপেনে খেলা সম্ভব কি না জানি না।”
শেষ পর্যন্ত সানিয়ার আশঙ্কাই সত্যি হল। জানা গেল, মহেশ আগেভাগেই নতুন চেক সঙ্গীর সঙ্গে ফ্লাশিং মেডোয় মিক্সড ডাবলস খেলার ব্যাপারে চুক্তি করে নেন। ফলে সানিয়াকেও নতুন সঙ্গীর সন্ধান করতে হয়। যদিও বিতর্কে না ঢুকে সানিয়া নিউ ইয়র্ক থেকে সংবাদ সংস্থাকে এ দিন বলেছেন, “মিক্সড ডাবলসে আমাদের জুটি বেঁধে খেলার দায়বদ্ধতা ছিল অলিম্পিক পর্যন্ত। কিন্তু দেশের ফেডারেশন আমার আর লিয়েন্ডারের জুটি নির্বাচিত করেছিল লন্ডনে খেলার জন্য। দেশের স্বার্থের ওপর অন্য কিছু থাকতে পারে না।” তার পরে অবশ্য ঘুরিয়ে সানিয়া স্বীকার করেছেন যে, অলিম্পিক-বিতর্কে জেরেই যুক্তরাষ্ট্র ওপেনে মহেশের সঙ্গে তাঁর জুটি ভেঙে গেছে। “আমরা দু’জনেই তার পরে ভেবেছি যে, আমাদের একটা ‘ব্রেক’ দরকার। বিশেষ করে সাম্প্রতিক অতীতে ভারতীয় টেনিস ঘিরে যে সব ঘটনা ঘটেছে তার পরে,” বলেছেন সানিয়া। সানিয়ার এনডোর্সমেন্টের মূল দায়িত্বে আছে মহেশের কোম্পানি। এখন দেখার সানিয়া-মহেশ বাণিজ্যিক গাঁটছড়াও ভাঙে কি না।এই বিতর্কের মাঝেই আবার যুক্তরাষ্ট্র ওপেনে ডাবলসের প্রথম ম্যাচে জিতেছেন লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি। পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে সহজেই উঠেছেন অ্যান্ডি রডিক, জকোভিচ, উইলিয়ামস বোনেরা। হেরে যান মেয়েদের প্রাক্তন এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি। |