টুকরো খবর |
গাঁধী পরিবারের সঙ্গে বন্ধুত্ব অটুট: অমিতাভ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কয়েক যুগের সম্পর্ক। কিন্তু মাঝে বহু বছর ধরে সেই সম্পর্কে তিক্ততা ছাড়া আর কিছুই নেই। কী কারণে বচ্চন আর গাঁধী পরিবারের সম্পর্কের মধ্যে এই ছন্দপতন, তা নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই। আজ এক সাক্ষাৎকারে সেই তিক্ত সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে অমিতাভ বচ্চন জানান, তাঁর মনে গাঁধী পরিবারের কারও প্রতি কোনও ক্ষোভ নেই। উল্টে দুই পরিবারের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভাল বলেই দাবি করেছেন অমিতাভ। শুধু তা-ই নয়, বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের মধ্যে দেখা হলে কথাও হয় বলে জানান তিনি। তবে তাঁদের পরিবারের মধ্যে যে সম্পর্ক স্বাভাবিক তা দেখানোর জন্য রোজ দেখা করার প্রয়োজন নেই বলেও তাঁর মন্তব্য।
|
বিস্ফোরণ পাথর খাদানে, মৃত দুই |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
দুমকার জামুয়া পাহাড়ে বিস্ফোরণে কাল রাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জনিয়েছে, মৃত দুই যুবক সহোদর ভাই। তাদের নাম মহেন্দ্র সিংহ (২৫) এবং সুরেন্দ্র সিংহ (২২)। তারা দুমকারই পাহারিডিহি এলাকার বাসিন্দা। তাঁরা পাহাড়ে পাথর ভাঙার কাজ করতেন। পুলিশ জানায়, জারমুন্ডি থানার জামুয়া পাহাড়ের একাংশে অবৈধ ভাবে পাথর কুচির কারবার চালাচ্ছিল একটি চক্র। সেখানে পাথর ভাঙার কাজ করত ওই দুই ভাই। কাল গভীর রাতে পাথর ভাঙতে পাহাড়ে ডিনামাইট বিস্ফোরণ ঘটাতে গিয়ে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। বিস্ফোরণে ছিন্ন-ভিন্ন হয়ে যায় দু’জনের দেহ। দুই কর্মীর মৃত্যুর পরই ওই কারবারের সঙ্গে যুক্ত সকলে গা-ঢাকা দিয়েছে বলে পুলিশ জানায়।
|
পি টি আইজমি বিল নিয়ে রাহুলের কাছে রমেশ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
জমি বিল আরও এক বার আটকে যাওয়ার পরে আজ রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। ভাট্টা পারসলে গোলমালের সময় রাহুল আশ্বাস দিয়েছিলেন, দ্রুত এই বিলটি পাশ করবে কেন্দ্র। সেই লক্ষ্যেই জয়রামকে এই মন্ত্রকে আনা হয়। কিন্তু কাল কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী কমল নাথ-সহ একাধিক মন্ত্রীর বিরোধিতায় বিলটি মন্ত্রিসভায় আসেনি। আজ রাহুলের সঙ্গে দেখা করে জয়রাম তাঁকে জানান, সব দিক বিবেচনা করেই বিলটিকে চূড়ান্ত রূপ দিয়েছিলেন তিনি। এ বার এটি পাশ করাতে রাহুলের হস্তক্ষেপ করা উচিত।
|
বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের দিফু ক্যাম্পাসের সহকারী উপাচার্যের (প্রো-ভিসি) দায়িত্ব দেওয়া হল রামেন্দু ভট্টাচার্যকে। গত মাসে শিলচর ক্যাম্পাসের সহকারী উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক কে ভি নাগরাজ। নতুন উপাচার্য হিসেবে সোমনাথ দাশগুপ্ত দায়িত্ব নেওয়ার পর এই দুই নতুন প্রো-ভিসি নিয়োগ করা হল। গত কাল বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে রামেন্দুবাবুর নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি সেপ্টেম্বরে দায়িত্ব বুঝে নেবেন বলে আজ জানিয়েছেন।
|
জখম ভুবনেশ্বর |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিমানবন্দরে পড়ে গিয়ে জখম হলেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ ভুবনেশ্বর কলিতা। আজ সকালে দিল্লি থেকে গুয়াহাটি আসার সময় দিল্লি বিমানবন্দরে তিনি পড়ে যান তিনি। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে গুয়াহাটি আনা হয়। গুয়াহাটিতে কলিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর হাত ভেঙেছে। মাথায় ও চোখেও চোট লেগেছে বলে চিকিৎসকরা জানান।
|
দুর্ঘটনায় মৃত ২ বাইক-আরোহী |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
সাহেবগঞ্জের রাজমহল এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, কাল রাত সাড়ে ১০টা নাগাদ রাজমহল থানার ফুলরিয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত দু’জনই মোটরসাইকেল আরোহী। তাদের নাম সাহিদ শেখ এবং ইউসুফ শেখ।
|
বিয়ে অক্টোবরে |
সংবাদসংস্থা • ভোপাল |
সইফ আর করিনার বিয়ে হতে চলেছে অক্টোবরে, সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন শর্মিলা। বিয়ের তারিখ অবশ্য ঘোষণা করবেন সইফ নিজেই।
|
সার্নের সঙ্গী |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সার্নের সহযোগী সদস্য হতে চলেছে ভারত। বছরে ৫৮ কোটি ২ লক্ষ ৭৩ হাজার টাকা দিতে হবে। সব বৈঠকে যোগ দিতে পারলেও সার্ন কাউন্সিলে ভোটাধিকার থাকবে না।
|
রাডিয়া-মামলা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়ার বিরুদ্ধে সরকার আদৌ তদন্ত চালাচ্ছে কি না তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। সই ছাড়া নথি জমা দেওয়ায় কেন্দ্রকে ভর্ৎসনাও করা হয়।
|
গোপনীয়তা ফাঁস |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অস্ত্রব্যবসায়ী অভিষেক বর্মার বিরুদ্ধে সরকারি গোপনীয়তা ফাঁসের মামলা রুজু করল সিবিআই। প্রতিরক্ষা মন্ত্রকের আরও কয়েক জন এ বিষয়ে সন্দেহের তালিকায় রয়েছে।
|
অপর্যাপ্ত বিদ্যুৎ |
সংবাদসংস্থা • লখনউ |
রায়বরেলী ও অমেঠি শহর পেল অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি। সনিয়া গাঁধীর উদ্যোগেই এই বর পেল শহর দু’টি। |
|