টুকরো খবর
চুক্তি হলেও বাড়তি বেতন পাননি পূর্বাঞ্চলে এনটিসি-র দোকানকর্মীরা
বেতন বৃদ্ধির চুক্তি স্বাক্ষর হল। কিন্তু তা কার্যকর করার টাকা নেই। ফলে বেতন বৃদ্ধির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এনটিসির পূর্বাঞ্চলের দোকানকর্মীরা। এই কারণে জুলাই মাসের বেতন বয়কট করলেন পূর্বাঞ্চলের প্রায় ৩৭০ জন কর্মী। অগস্টেও বর্ধিত বেতন তাঁরা পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর গত ৬ জুলাই এনটিসির পূর্বাঞ্চল কর্তৃপক্ষ ও সংস্থার ৯টি ইউনিয়নের মধ্যে দোকান-কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে চুক্তি হয়। শর্ত ছিল, জুলাই থেকেই তা কার্যকর হবে। কিন্তু কর্মীরা দেখেন তাঁদের পুরনো বেতনই দেওয়া হচ্ছে। প্রতিবাদে তাঁরা জুলাইয়ের বেতন নেননি। কেন চুক্তি হওয়া সত্ত্বেও তা কার্যকর করা হল না? এনটিসির পূর্বাঞ্চলের এমডি আর সি তিওয়ারি বলেন, “পূর্বাঞ্চলে দোকানগুলি থেকে যা আয় হয়, তা দিয়ে বর্ধিত বেতন দেওয়া সম্ভব নয়। সংস্থার সদর দফতরের কাছে এ জন্য টাকা চেয়েছি। এক দু’মাসে সমস্যার সমাধান হবে বলে আশা।” কিন্তু টাকা না থাকা সত্ত্বেও কেন চুুক্তি হল, তা নিয়ে মুখ খোলেননি তিনি। এনটিসির তৃণমূল ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক সন্তোষ মজুমদার বলেন, “অগস্ট মাসেও বর্ধিত বেতন না পাওয়া গেলে আমরা বড় মাপের আন্দোলনে নামব।”

তাজপুরে ইকো-ট্যুরিজম, বৈঠক দিঘায়
সমুদ্র সৈকত তাজপুরে ইকো ট্যুরিজম কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্যের মৎস্য দফতর। বুধবার দিঘায় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাকক্ষে জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকির সভাপতিত্বে এ বিষয়ে প্রাথমিক পরিকল্পনা করতে এক বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল, পূর্ব মেদিনীপুরের সহ-মৎস্য অধিকর্তা রবীন দত্ত, রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের প্রকল্প রূপায়ণ আধিকারিক অলক রায়, আইএলএফএস সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুদীপ দত্ত ও রামনগর ১ ব্লকের ভূমি আধিকারিক হাজির ছিলেন। তাজপুরে উপকূল তট নিয়ন্ত্রণ সীমার বাইরে মৎস্য দফতরের জমি পরিদর্শন করে জমি নির্ধারণ করার জন্য ব্লক ভূমি উন্নয়ন দফতরকে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও জেলাশাসক-সহ সকলে তাজপুরে মৎস্য দফতরের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। এ ছাড়া দিঘার যে সমস্ত হোটেল ও লজগুলির লাইসেন্স নেই তারা যাতে পরিবেশ দফতর ও দমকলের অনুমতি চেয়ে আবেদন করেন তার জন্য বুধবার থেকে দুই দফতরের ক্যাম্প চালু করা হয়েছে। পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল বলেন, ‘‘আগামী পাঁচ দিন ধরে দিঘায় এই ক্যাম্প চলবে। এর মধ্যে যারা লাইসেন্সের জন্য আবেদন করবেন না তাঁদের হোটেল বা লজ বন্ধ করে দেওয়া হবে।”

ভোডাফোন কর্তাকে তলব ইডি-র
ভোডাফোনের বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন ভাঙার অভিযোগে নন-এগ্জিকিউটিভ ডিরেক্টর অনলজিৎ সিংহকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০০৭ থেকেই সংস্থার বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা)-র আওতায় একটি মামলার তদন্ত করছে তারা। সরকারি সূত্রে খবর, এরই অঙ্গ হিসেবে ৩১ অগস্ট. সিংহকে ডিরেক্টরেট কর্তাদের কাছে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি বা তাঁর প্রতিনিধিকে সিংহের ব্যক্তিগত এবং ভোডাফোনে তাঁর সব লেনদেনের কাগজ নিয়ে যেতে হবে ওই দিন। গত ছ’বছরে বিদেশে সিংহের লগ্নি এবং তা থেকে পাওয়া অর্থের হিসাবও দিতে হবে বলে জানিয়েছে ওই সূত্র। মুখ খুলতে রাজি হয়নি ভোডাফোন।

নতুন ইস্যুর সময় কমাতে উদ্যোগ
বাজারে নতুন শেয়ার ছাড়ার ক্ষেত্রে বুক বিল্ডিং পদ্ধতিতে দাম স্থির করার সময় কমাতে চায় সেবি। এ ব্যাপারে সংস্থাগুলিকে তারা সর্বোচ্চ ৫ দিন সময় দেবে বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত। এখন তা ৩-১০ দিন। পাশাপাশি, বাজারে নথিভুক্তিও সেরে ফেলতে হবে ৫ দিনে। এ ব্যাপারে সংস্থাগুলির কাছে শীঘ্রই নির্দেশ পাঠাতে চলেছে সেবি। সেবি সূত্রে খবর, নতুন ইস্যুর পুরো প্রক্রিয়াটির সময়ই তারা সাধারণ ভাবে কমিয়ে আনতে চায়। তাই লগ্নিকারীদের দ্রুত শেয়ার বণ্টনেও উদ্যোগী হবে এই নিয়ন্ত্রক সংস্থা। ইস্যু বন্ধ হওয়া ও চূড়ান্ত নথিভুক্তির মধ্যে সময়ের ফারাকও ১২ থেকে ৫ দিনে নামিয়ে আনবে সেবি।

থিম বাংলার পর্যটন
দেশ-বিদেশের মানুষের কাছে রাজ্যের পর্যটন শিল্পকে তুলে ধরতে চান গায়ক অভিজিৎ। তিনি প্রতি বছর মুম্বইয়ে নিজের বাড়িতে দুর্গাপুজো করেন। হাজার হাজার মানুষ সেই পুজো দেখতে আসেন। সেখানেই পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে থিম হিসেবে তুলে ধরতে চান তিনি। সম্প্রতি মহাকরণে গিয়ে অভিজিৎ তাঁর এই ইচ্ছের কথা জানান পর্যটনমন্ত্রী রচপাল সিংহকে।

নিলামে অ্যাপল-১
অ্যাপলের যাত্রা শুরু হয়েছিল যে কম্পিউটারের সাহায্যে, তারই একটা নিলামে উঠবে এ বার। এই অ্যাপল-১ টি প্রায় ৮০ হাজার পাউন্ড দরে বিক্রি হবে বলে আশা।

বাতিল বিমান
ফের ধর্মঘট বিমান চালকদের। গত দশ দিনে এই নিয়ে দ্বিতীয় বার। বাতিল হল কিংফিশার এয়ার লাইন্সের মুম্বই ও দিল্লিগামী পাঁচটি বিমান।

চুল-দাড়ি কাটতে
ঘরে বসেই বিউটি পার্লারের মতো চুল কাটার সরঞ্জাম নিয়ে এল বহুজাতিক ওয়াহ্ল। বিদ্যুতে চলা তার-সহ বা তার ছাড়া এই ‘ক্লিপার’-এর সঙ্গেই সম্পূর্ণ ‘কিট’ বা চিরুনি, কাঁচি-সহ বিভিন্ন যন্ত্রপাতি এনেছে সংস্থা। পাশাপাশি, একই ভাবে দাড়ি কাটার সরঞ্জামও এনেছে তারা।

নয়া প্রসাধনী
কমবয়সীদের জন্য এ বার বাজারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফরসা হওয়ার ক্রিম ও ফেসওয়াশ আনল জনসন অ্যান্ড জনসন। সংস্থার দাবি, আধুনিক জীবনযাত্রার কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। এর ব্যবহারে অনেকক্ষণ মুখের তৈলাক্ত ভাব কম থাকে এবং ঔজ্জ্বল্য বজায় থাকে বলেও দাবি।

ব্যবসা সম্প্রসারণে
ডোমজুড়, দিঘা এবং লাটাগুড়িতে নয়া হোটেল-রিসর্ট খুলতে উদ্যোগী অলমাইটি গোষ্ঠী। বিভিন্ন আবাসন প্রকল্পও হাতে নিয়েছে এই গোষ্ঠী। ইতিমধ্যেই মৎস্যচাষ, পশুপালন-সহ নানা ব্যবসার সঙ্গে যুক্ত তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.