টুকরো খবর |
চাল পাচারের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগে একটি ট্রাক্টর আটক করলেন বাসিন্দারা। সোমবার রাতে বাঁকুড়ার জয়পুর থানার চ্যাংডোবা গ্রামের ঘটনা। বাসিন্দাদের দাবি, রাত সাড়ে ১০টার সময় তাঁরা কিছু লোককে চ্যাংডোবা হাইস্কুল থেকে মিড-ডে মিলের চালের বস্তা একটি ট্রাক্টরে তুলতে দেখে তাঁরা থানায় খবর দেন। পুলিশ আসার আগেই ট্রাক্টরটি নিয়ে যাওয়ার চেষ্টা হতে দেখে তাঁরা পিছু নেন। সনডিহা গ্রামে তাঁরা ট্রাক্টরটি আটক করেন। কিন্তু চাল পাচারকারীরা পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে ট্রাক্টকটি আটক করে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার জয়পুরের বিডিও-র কাছে দাবি জানান বাসিন্দারা। |
|
আটক ট্রাক্টর। ছবি: শুভ্র মিত্র। |
১৪ জনের বিরুদ্ধে থানায় তাঁরা অভিযোগও করেন। জয়পুরের বিডিও চিত্রদীপ সেন বলেন, “মারাত্মক অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছি।” প্রধান শিক্ষক সুনীল মহাপাত্র অবশ্য দাবি করেছেন, “স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের কোনও ঘটনাই ঘটেনি। মজুত চালের পরিমাণ ঠিক রয়েছে। বিডিওকে লিখিত ভাবে তা জানিয়ে দেব।” পুলিশ জানিয়েছে, কয়েক বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।
|
স্কুলে এগিয়ে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে রবিবার পুরুলিয়া জেলার বেশির ভাগ স্কুলেই জিতল তৃণমূলের প্রতিনিধিরা। তবে বামেরাও কিছু স্কুলে নিজেদের ক্ষমতা ধরে রাখল। কাশীপুর ব্লকের মনিহারা হাইস্কুলে ৪টি আসনে জিতেছে তৃণমূল। ২টি পেয়েছে বামেরা। ওই স্কুলের পরিচালন সমিতি ছিল বামেদের দখলে। দক্ষিণ পুরুলিয়ার জঙ্গলমহলের তিন থানা বাঘমুণ্ডি, বলরামপুর ও জয়পুরের তিনটি স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে বামেরা হেরেছে। বলরামপুরের মালতি জিলপা লায়া হাইস্কুলে ৬টি আসনের সবকটিতেই জিতেছে তৃণমূল। বাঘমুণ্ডির সস হাইস্কুলের ৬টি আসনের সবকটিতেই জিতেছে কংগ্রেস। জয়পুরের করমাট্যাঁড় উচ্চ বিদ্যালয়ে ৫টি আসন পেয়েছে কংগ্রেস, ১টি জিতেছে বামফ্রন্ট। তিনটি স্কুলের পরিচালন সমিতি ছিল বামেদের দখলে। পাড়ার দুবড়া হর্ষমহল জুনিয়ার হাইস্কুলে বাম বিরোধী জোট দু’টি ও সিপিএম একটি আসনে জয়ী হয়। এই পরিস্থিতির মধ্যে এ বারও পুরুলিয়া মফস্সল থানার বোঙ্গাবাড়ি গার্লস হাইস্কুলের নির্বাচনে জয়ী হল বামফ্রন্ট। সেখানে বামফ্রন্ট পেয়েছে ৫টি আসন, ১টি তৃণমূল। ওই থানারই বিলতোড়া হাইস্কুলে ৬টি আসনের সবকটিতেই জিতেছে বাম প্রার্থীরা। এই স্কুলের পরিচালন সমিতির দখল বামবিরোধী জোটের হাতে ছিল। কিন্তু এ বার জোট হয়নি। অন্য দিকে, বাঘমুণ্ডি গার্লস হাইস্কুলে এক প্রার্থীর নামের পদবি ভুল ছাপা হওয়ায় নির্বাচন শুরু হলেও পরে তা স্থগিত হয়ে যায়। নির্বাচনে ব্যালটে ভোটদাতাদের স্বাক্ষর করা নিয়ে বিতর্কের জেরে জয়পুরের একদুয়ার হাইস্কুলেও নির্বাচন স্থগিত করা হয়েছে।
|
গাছ ফেলে ছিনতাই, মারধর
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
রাস্তায় আড়াআড়ি ভাবে গাছ ফেলে লরি ও পিক-আপ ভ্যানে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। তাদের লাঠির আঘাতে লরির চালক-সহ ৫ জন জখম হন বলে অভিযোগ। সোমবার রাতে বরাবাজার থানার আগাঝোর গ্রামের কাছে, বরাবাজার-মানবাজার রাস্তার উপর এই ঘটনাটি ঘটে। খবর দেওয়ার পরেও পুলিশ সেখানে না পৌঁছনোর অভিযোগে মঙ্গলবার সিন্দরিতে পথ অবরোধ করেন বাসিন্দারা। পরে পুলিশ অবরোধ তুলে দেয়। পুলিশ সুপার সি সুধাকর বলেন, “পুলিশ কেন ঘটনাস্থলে যায়নি তা খোঁজ নিয়ে দেখছি।” স্থানীয় সূত্রের খবর, ধান বোঝাই একটি লরি বরাবাজার থেকে সিন্দরির দিকে যাচ্ছিল। সোমবার রাত প্রায় ৯টায় আগাঝোর গ্রামের কাছে জঙ্গলের রাস্তায় গাছ পড়ে থাকতে দেখে লরি থামিয়ে দেন চালক। শ্রমিক বিকাশ মাহাতো ও বীরেশ মাহাতোদের অভিযোগ, “লরি থামাতেই দুষ্কৃীতারা আমাদের দিকে পাথর ছুঁড়তে থাকে। গাড়ি থেকে নামতেই ওরা লাঠি পেটা করে টাকা, মোবাইলসব ছিনিয়ে নেয়।” তাঁরা জানান, উল্টোদিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানেও দুষ্কৃতীরা চড়াও হয়। বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর থেকে ওই রাস্তায় অপরাধমূলক কাজ বেড়ে গেলেও পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে।
|
গ্রেফতার ছেলে-বৌমা
নিজস্ব সংবাদদাতা • তালড্যাংরা |
এক বৃদ্ধাকে অবহেলা ও অত্যাচার করার অভিযোগে তাঁর ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করল পুলিশ। তালড্যাংরা থানার রাধামোহনপুরের বৃদ্ধা প্রভাবতী চক্রবর্তী ডান পায়ে শেকল বাঁধা অবস্থায় সোমবার তালড্যাংরা ব্লক অফিসে গিয়ে তাঁর ছেলে শঙ্কর ও বৌমা সোমা চক্রবর্তীর বিরুদ্ধে পেনশনের টাকা কেড়ে নিয়ে মারধর করার অভিযোগ করেছিলেন। তালড্যাংরার বিডিও সুমন দাশগুপ্ত বলেন, “মঙ্গলবার ওই গ্রামে একটি দল পাঠিয়ে ঘটনার তদন্ত করি। বৃদ্ধার ছেলে ও বৌমাকে ডেকে ঘটনা সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করি। বৃদ্ধার অভিযোগ সত্যি মনে হওয়ায় আমি তাঁর ছেলে ও বৌমার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করি।” তালড্যাংরা স্বাস্থ্যকেন্দ্রে বৃদ্ধার চিকিৎসা চলছে। চেষ্টা করেও বৃদ্ধার ছেলে ও বৌমার সঙ্গে কথা বলা যায়নি।
|
তৃণমূলের দ্বন্দ্ব
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ফের সংঘর্ষ হল জয়পুরের ডাকঘরের সামনে মঙ্গলবার সকালে। দু’পক্ষের তিন জন জখম হন বলে জানা গিয়েছে। তৃণমূলের জয়পুর ব্লক কার্যকরী সভাপতি দিলীপ খাঁ’র দাবি, “একটি বৈঠকে আসার পথে আমার ঘনিষ্ঠ দুই কর্মী হাসমত শেখ ও বিজয় হাজরাকে রাস্তায় ফেলে মারধর করে দলের ব্লক সম্পাদক রবিউল মিদ্যা।” রবিউলের পাল্টা দাবি, “দিলীপের লোকেরাই আমাদের দলীয় কর্মী আমিন শেখকে মারধর করেছে।” পুলিশ জানায়, দু’পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”
|
মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
রামপদ চট্টোপাধ্যায় নামে পাত্রসায়র থানার রামনগর গ্রামে এক তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ উঠল দলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। পাত্রসায়র ব্লক তৃণমূল সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়ের অভিযোগ, “রামপদ আমার ঘনিষ্ঠ অনুগামী। সেই আক্রোশে বিধায়ক গোষ্ঠীর লোকেরা কয়েকজন দুষ্কৃতীর সাহায্যে সোমবার ওকে বেধড়ক পিটিয়েছে।” কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। সোনামুখীর তৃণমূল বিধায়ক দীপালি সাহা বলেন, “ঘটনাটি জানা নেই। খোঁজ নিয়ে দেখব।” |
তড়িদাহত হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
তড়িদাহত মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম রিতা মাহাতো (৩২)। বাড়ি পুরুলিয়া মফস্সল থানার বালিগাড়া গ্রামে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। |
|