মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের জন্য আজ, বুধবার মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ইতিহাস পরীক্ষা বাতিল করা হল। তার বদলে আগামী শুক্রবার ওই পরীক্ষা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সফরের জন্য পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত ঘিরে স্বভাবতই বিতর্ক দেখা দিয়েছে।
পরীক্ষা বাতিলের প্রতিবাদ জানিয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেছেন, “কোনও রকম ন্যায়নীতির বিন্দুমাত্র তোয়াক্কা না-করে মুখ্যমন্ত্রীর প্রচার পাওয়ার জন্য স্কুল কলেজ বন্ধ রেখে যাচ্ছেতাই করা হচ্ছে!” জেলার তৃণমূল নেতা, মৎস্য প্রতিমন্ত্রী সুব্রত সাহা অবশ্য বলেন, “রাজনৈতিক ফায়দা তুলতে অসার অভিযোগ তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরের জন্য বিভিন্ন কারণে পরীক্ষার দিন বদল হতেই পারে।” |
পূর্ব নির্ধারিত সূচি অনুসারে গত ২৪ অগষ্ট থেকে শুরু-হওয়া ওই মূল্যায়ন পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার। সেই মতো আজ ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণির দ্বিতীয় পর্বের ইতিহাস পরীক্ষা। কিন্তু তার বদলে শুক্রবার ওই ইতিহাস পরীক্ষা নেওয়া হবে বলে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) আব্দুর রউফ নির্দেশিকা জারি করেছেন। রউফ বলেন, “মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০০ জন শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্রের মতো সহায়ক যন্ত্র দেওয়া হবে। তাদের মধ্যে কয়েক জনের হাতে মুখ্যমন্ত্রী নিজেই বহরমপুর ব্যারাক স্কোয়ারের মঞ্চ থেকে উপকরণ তুলে দেবেন। বাকিদের ব্যারাক স্কোয়ারের স্টল থেকে দেওয়া হবে। এ কারণে ওই ২০০ জনকে সঙ্গে করে ব্যারাক স্কোয়ারে নিয়ে যেতে হবে শিক্ষকদের। তার ফলে ওই ছাত্রছাত্রীরা পরীক্ষা থেকে বঞ্চিত হবে। এই জন্যই বুধবারের পরীক্ষাটি শুক্রবারে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার কিন্তু স্কুল খোলা থাকবে।” |
সেজে উঠছে বহরমপুর। ছবি: গৌতম প্রামাণিক। |
তাতেই আপত্তি অধীরের। তাঁর বক্তব্য, “শারীরিক প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য বরাদ্দ ওই সব উপকরণ বিডিও কিম্বা মহকুমাশাসকদের মাধ্যমে স্কুলে পাঠিয়ে দিলে শিক্ষকরাই তো বিলি-বণ্টন করতে পারতেন! তার জন্য পরীক্ষা বন্ধ রাখতে হবে কেন? যা হচ্ছে, তা নজিরবিহীন অনাসৃষ্টি!” মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি সাংসদ অধীর। কলকাতায় মঙ্গলবার এই নিয়ে প্রশ্নের জবাবে অধীর বলেন, “রাজনৈতিক সভ্যতা-ভব্যতা উনি জানেন না। ফলে, জেলার সরকারি অনুষ্ঠানে আমাকে বা আমাদের দলের কাউকে আমন্ত্রণ জানাবেন, সেটা আশাও করি না। উনি জানানওনি!” |