টুকরো খবর
কোটি টাকার কোকেন-সহ ধৃত দুই বিদেশি
কলকাতায় কোকেন-সহ ফের দুই বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম জুড চিকিজি এজিনওয়া এবং কেনেথ উদোকা অ্যানোজি। দু’জনেই নাইজেরিয়ার বাসিন্দা। তাদের কাছে ১০২ গ্রাম কোকেন পাওয়া গিয়েছে, যার বাজারদর প্রায় এক কোটি টাকা। পুলিশি সূত্রের খবর, জুড ও কেনেথ বছরখানেক আগে গোয়া থেকে এসে ঘাঁটি গাড়ে যাদবপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে যাদবপুর থেকে ট্রেনে শিয়ালদহ এবং সেখান থেকে ফের ট্রেনে চেপে উল্টোডাঙায় পৌঁছয় তারা। স্টেশন থেকে বেরোতেই তাদের ধরে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ছোট বৈদ্যুতিন দাঁড়ি পাওয়া গিয়েছে। তদন্তকারীদের সন্দেহ, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কোকেন বিক্রি করত তারা। গোয়েন্দা-প্রধান পল্লবকান্তি ঘোষ বলেন, “ওই দু’জন ফুটবল খেলার ভিসা নিয়ে এ দেশে এসেছিল। এক বছর আগে সেই ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। এত দিন তারা অবৈধ ভাবেই এ দেশে বসবাস করছিল।”

স্কুলের গেটে ভাইকে ছেড়ে ছাত্র নিখোঁজ
খাস কলকাতায় এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠল। সোমবার সন্ধ্যায় সইদ পারভেজ নামে ওই ছাত্রের পরিবারের তরফে পার্ক স্ট্রিট থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বেলগাছিয়া রোডের বাসিন্দা পারভেজ রিপন স্ট্রিটের একটি ইংরেজি মাধ্যমের স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। ওই স্কুলেরই তৃতীয় শ্রেণিতে পড়ে তার ভাই আমির। দু’জনেরই ক্লাস শুরু হয় সকালে। অন্যান্য দিনের মতো সোমবারেও বাড়ি থেকে পুলকারে স্কুলের পথে রওনা হয় দু’ভাই। সঙ্গে ছিল অন্য সহপাঠীরা। স্কুলের প্রাথমিক বিভাগের বাড়িটি মাধ্যমিক বিভাগের পরে। মাঝেমধ্যেই আমিরকে আগে নামিয়ে কয়েক পা পিছনে হেঁটে মাধ্যমিক বিভাগে ঢোকে সইদ। ওই দিনও সে প্রাথমিক বিভাগের গেটে ভাইকে নামায়। পুলকার থেকে নামে সে-ও। সইদের বাবা আসলাম পারভেজ পুলিশকে জানান, সকাল সাড়ে ৮টা-৯টা নাগাদ বাড়িতে ফোন করেন স্কুলের এক শিক্ষিকা। তিনি জানান, সইদ ক্লাসে নেই। সন্দেহ হয় পরিবারের। আমিরকে স্কুলগেটে নামিয়ে সইদ কোথায় গেল, ভেবে কূলকিনারা পান না পরিবারের লোকেরা। পুলকার-চালকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, আমিরকে প্রাথমিক বিভাগের গেটে নামিয়ে সইদ পিছনের দিকে মাধ্যমিক বিভাগের দিকেই হেঁটে গিয়েছিল। মঙ্গলবার রাত পর্যন্ত সইদের খোঁজ পায়নি পুলিশ।

মেয়র ঘেরাও
এই প্রথম পাঁচ ঘণ্টা ঘেরাও হলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তা-ও শরিক দল কংগ্রেসের কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের নেতৃত্বে। পুরসভা সূত্রের খবর, বেআইনি নির্মাণ, ত্রিফলা আলোর বরাতে ‘অনিয়ম’-সহ নানা অভিযোগে মঙ্গলবার মেয়রের ঘরের সামনে বসেন তাঁরা। মেয়র বলেন, “সব শুনেছি। কী করা যায় দেখব।”

আর্জি নিয়ে মহাকরণে
শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত, পুলিশকে বারবার জানিয়েও লাভ হয়নি এই অভিযোগ জানিয়ে মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে এলেন লেকটাউনের বাসিন্দা রাধেশ্যাম মাস্কারা। মুখ্যমন্ত্রী ছিলেন না। অর্থমন্ত্রী অমিত মিত্রকে তিনি ঘটনাটি জানান। অর্থমন্ত্রী বিধাননগর পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে বলেন। নেহার শাশুড়ি মধু রুংটা বলেন, “অভিযোগ ভিত্তিহীন।” পুলিশ জানায়, নেহার স্বামী বরুণের খোঁজ মেলেনি।

অফিসে মারধর, যুবক গ্রেফতার
সরকারি দফতরে ঢুকে এক সরকারি অফিসারের সঙ্গে দুর্ব্যবহার এবং অন্য কর্মীকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে আলিপুরের নিউ ট্রেজারি বিল্ডিংয়ে। পুলিশ জানায়, ধৃতের নাম অমিত দত্ত। তাঁর বাড়ি যাদবপুরে। দুপুরে ট্রেজারি বিল্ডিংয়ের পাঁচতলায় তফসিলি জাতি ও উপজাতি দফতরের ডিস্ট্রিক্ট ম্যানেজার অমিতেশ বিশ্বাসের কাছে গিয়ে নতুন ভোটার কার্ড করিয়ে দেওয়ার দাবি জানান অমিত দত্ত এবং অন্য যুবক। অমিতেশবাবু কয়েক দিন পরে যোগাযোগ করতে বলেন। অভিযোগ, ওই দুই যুবক তার পরেই অমিতেশবাবুর সঙ্গে দুর্ব্যবহার করেন।

মেলেনি চাকরি
এপ্রিলে পুলিশে চাকরির পরীক্ষায় গরমে মৃত সুরেশ ভুজেনের পোষ্য এখনও চাকরি পাননি। মঙ্গলবার স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করে এ কথা জানান কালিম্পঙের বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী।

বন্দি উধাও
প্রেসিডেন্সি জেলের দুই বিচারাধীন বন্দির খোঁজ মিলছে না। মহম্মদ সবুজ এবং মহম্মদ আলি মণ্ডল নামে ওই দুই অভিযুক্তই বাংলাদেশের বাসিন্দা। এ-পারে অনুপ্রবেশ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

ব্যবসায়ীর অপমৃত্যু
নিউ আলিপুরে নিজের ঘরে সিলিং ফ্যান থেকে বেল্টের ফাঁসে আদিত্য খন্না (২৯) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন।

জাল নোট-সহ ধৃত
প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার জাল নোট-সহ এক যুবক গ্রেফতার হল। সোমবার, গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে। ধৃতের নাম অশোক বারিক। বাড়ি বিহারে। পুলিশ জানায়, তার কাছে ৯ লক্ষ ৪৯ হাজার পাঁচশো টাকার জাল নোট মিলেছে। মঙ্গলবার অশোককে আদালতে পেশ করা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.