গড়বেতা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার। স্থানীয় শ্যামসঙ্ঘ ভবনে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি উদয়রঞ্জন পাল প্রমুখ। সংগঠনের সভাপতি সুব্রত মহাপাত্র জানান, ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়েই সম্মেলনে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক তাপস চন্দ্রও।
|
মেজিয়ার ৩টি ইউনিট বসিয়ে দিল ডিভিসি |
কয়লা সঙ্কটের জেরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট করে ৩টি ইউনিট বসিয়ে দিল ডিভিসি। চাহিদা মতো কোল ইন্ডিয়ার কয়লা না মেলায় বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। সংস্থা সূত্রে খবর, কোল ইন্ডিয়া গড়ে প্রতি দিন ২-৩ রেকের বেশি কয়লা মেজিয়ায় দিতে পারছে না। প্রয়োজন কমপক্ষে ৬-৮ রেক কয়লার। তা আমদানি করেই উৎপাদনের কাজ চালিয়ে যেতে হচ্ছে। ডিভিসি চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন জানান, কোল ইন্ডিয়ার সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে। তবে কোল ইন্ডিয়ার পাল্টা দাবি, জ্বালানি সরবরাহের যে চুক্তি ডিভিসি-র সঙ্গে তারা করেছে, সেই অনুসারে যে পরিমাণ কয়লা তাদের দেওয়ার কথা, তার চেয়ে বেশিই দেওয়া হয়েছে।
|
কোনও নথিভুক্ত সংস্থার অডিট রিপোর্টে কারচুপি ধরা পড়লে সংশ্লিষ্ট অডিট সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করার ইঙ্গিত দিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। বাজার সংক্রান্ত উপদেষ্টা কমিটিই এই সুপারিশ করেছে। সে ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য ওই অডিট সংস্থা শংসাপত্র দিতে পারবে না।
|
প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ব্যাঙ্ক অফ বরোদার নিট মুনাফা ১০.৩% বেড়ে হয়েছে ১১৩৮.৮৬ কোটি টাকা। আর সুদ থেকে আয় ২১.৮% হয়েছে ২৭৯৮.০৭ কোটি। এই সময়ে গেইলের নিট মুনাফা ১৫% বেড়েছে। হয়েছে ১১৩৪ কোটি টাকা। মোট আয়ও ২৫% বেড়ে দাঁড়িয়েছে ১১,০৮৯ কোটি টাকায়। |