সিপিএম পরিচালিত রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতিতে বিরোধী সদস্যদের গুরুত্ব দেওয়া হয় না বলে অভিযোগ তুলল তৃণমূল। এই মর্মে মঙ্গলবার রামপুরহাট ১ ব্লক বিডিও-র কাছে লিখিত ভাবে জানালেন তৃণমূল বিধায়ক তথা জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলের রামপুরহাট ১ ব্লক সভাপতি আনারুল হোসেন এবং শহর তৃণমূল সভাপতি সুশান্ত মুখোপাধ্যায়। আশিসবাবুর অভিযোগ, “পঞ্চায়েত সমিতি বর্তমান আর্থিক বছরে যে কাজের অ্যাকশন প্ল্যান তৈরি করেছে সেখানে তৃণমূলের সদস্যদের গুরুত্ব দেওয়া হয়নি। যেখানে তৃণমূল জয়ী হয়েছে সেখানে কোনও কাজ করা হয়নি। দলীয় এক সদস্য চার বছর আগে মারা গিয়েছেন। অথচ সেই এলাকায় উপনির্বাচন হয়নি।” তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বৈদ্যনাথ মণ্ডল, আহাসান আলি, বামাপদ মজুমদারদের অভিযোগ, “সাধারণ সভায় বিরোধীদের দাবি শোনা হয় না। সভায় সভাপতি উপস্থিত না থাকলে অন্যান্য সদস্যদের কাছে অ্যাকশন প্ল্যান জমা দেওয়ার জন্য বলা হত।” আশিসবাবুর দাবি, “পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজে সাধারণ সভার বৈঠকে বিধায়ক বা সাংসদ কাউকে কোনও দিন ডাকা হয়নি।” বিডিও আব্দুল মান্নান বলেন, “পঞ্চায়েত সমিতির কিছু কাজকর্ম নিয়ে আমিও ক্ষুব্ধ”। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্চায়েত সমিতির সভাপতি রুমকি চট্টোপাধ্যায়ের দাবি, “বিরোধী সদস্যদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ ঠিক নয়। আমার নিজের এলাকায় তৃণমূল সদস্যকে বেশি কাজ দেওয়া হয়েছে। সম্প্রতি বিডিও-র কাজকর্মে আমি খুশি হতে না পেরে সাধারণ সভায় উপস্থিত হয়নি।”
|
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সোমবার এক যুবককে গ্রেফতার করল বীরভূমের পাড়ুই থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ওই নাবালিকাকে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলাও রুজু হয়েছে। সঙ্কটজনক অবস্থায় বছর সতেরোর মেয়েটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটির দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “শেখ নকিবুদ্দিন নামে অভিযুক্ত যুবককে ধরা হয়েছে। নাবালিকার ‘অডিও-ভিসুয়াল’ জবানবন্দি নেওয়া হয়েছে। তার ডাক্তারি পরীক্ষাও করানো হবে।” পুলিশ সূত্রের খবর, ২৫ অগস্ট ওই নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাত্তোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে বোলপুরের একটি নার্সিংহোমে তাকে নিয়ে যায় নকিবুদ্দিনের লোকজন। পরে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেদিনই মেয়েটিকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করানো হয়। নাবালিকার বাবার দাবি, নকিবুদ্দিন তাকে ধর্ষণ করেছে বলে হাসপাতালে মেয়ে তাঁদের জানিয়েছে। অভিযোগ পেয়ে সোমবার রাতেই পাড়ুই থানার ওসি কার্তিকমোহন ঘোষ সাত্তোর থেকে নকিবুদ্দিনকে ধরেন। মঙ্গলবার ধৃতকে সিউড়ি সিজেএম আদালতে হাজির করানো হয়। সরকার পক্ষের আইনজীবী কুন্তল চট্টোপাধ্যায় বলেন, “বিচারক অর্ঘ্যবেদ খান অভিযুক্ত নকিবুদ্দিনকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জেল হাজতে থাকার সময় ধৃতের মেডিক্যাল টেস্ট করানোর অনুমতিও দিয়েছেন।”
|
বাস্তুহারা পরিষদের কলোনি উন্নয়নের অনুদান অবিলম্বে ব্যবহার করা, সংশ্লিষ্ট সংগঠনের আওতাধীনদের প্রয়োজনীয় জাতিগত প্রমাণপত্র বিলি করা-সহ দশ দফা দাবিতে ইলামবাজারের বিডিও এবং ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দফতরে সোমবার স্মারকলিপি দিল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের ইলামবাজার শাখা। সংগঠনের ইলামবাজার শাখার সভাপতি তথা ইলামবাজার পঞ্চায়েতের প্রধান কৃষ্ণকান্ত রায়ের অভিযোগ, “ব্লকে ১৯টি কলোনি রয়েছে। ওই কলোনিগুলির উন্নয়নের জন্য কেন্দ্র থেকে বরাদ্দ করা ৪২ লক্ষ টাকা প্রায় দু’বছর ধরে সরকারের ঘরে পড়ে আছে। উন্নয়ন খাতে ব্যবহার করা হচ্ছে না। পাশাপাশি ওই ১৯টি কলোনির বাসিন্দাদের জাতিগত প্রমাণপত্রও দেওয়া হচ্ছে না।” শিখা রায়, অনিতা হালদারদের দাবি, “কর্তৃপক্ষের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করেও সমস্যা মেটেনি।” ইলামবাজারের বিডিও অনিরুদ্ধ নন্দী বলেন, “স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
|
সিপিএমের চার সদস্যের সঙ্গে হাত মিলিয়ে এক কংগ্রেস সদস্য দলীয় পঞ্চায়েত প্রধানকে অপসারিত করলেন। মঙ্গলবার রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির হাঁসন ২ পঞ্চায়েতে অনাস্থা সংক্রান্ত ভোটাভুটিতে কংগ্রেস প্রধান আব্দুর রাফে অপসারিত হন। ৯ সদস্যের ওই পঞ্চায়েতে এ দিন ১ জন কংগ্রেস ও ৪ সিপিএম সদস্য উপস্থিত ছিলেন। বাকিরা অনুপস্থিত ছিলেন।
|
ছাত্র সংসদের সাধারণ সম্পাদক-সহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করা-সহ নানা দাবিতে মঙ্গলবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে তালা দিল টিএমসিপি। অধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ মণ্ডল বলেন, “যারা তালা দিয়েছিল তাদের বুঝিয়ে ঘণ্টা দেড়েকের মধ্যে তালা খুলে দেওয়া হয়।” কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অগস্ট নবীনবরণ উৎসবকে কেন্দ্র করে ছাত্র পরিষদ ও টিএমসিপির মধ্যে ঝামেলা হয়। |