টুকরো খবর
ইন্দিরাকে জাগিয়ে রাখায় ‘ক্ষমা’ চেয়েছিলেন আর্মস্ট্রং
ইন্দিরা গাঁধীকে ভোর সাড়ে চারটে পর্যন্ত জাগিয়ে রেখে ‘অসময়ে’ চাঁদে নামার জন্য তাঁর কাছে ‘ক্ষমা’ চেয়েছিলেন নিল আর্মস্ট্রং। সদ্য প্রয়াত চন্দ্রজয়ীর ভারত সফরের কথা স্মরণ করতে গিয়ে প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিংহ আজ এই কথা জানান। চন্দ্র অভিযানের পর আর্মস্ট্রং এবং তাঁর সঙ্গী এডুইন ‘বাজ’ অলড্রিন বিশ্ব সফরে বেরিয়েছিলেন। ভারতে এসে তাঁরা দেখা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর সঙ্গে। নটবরই দুই মার্কিন নভশ্চরকে সংসদে ইন্দিরার কক্ষে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত। আলোকচিত্রীরা ছবি তুলে বেরিয়ে যাওয়ার পরে ঘরে কিছু ক্ষণ সকলেই চুপ। ইন্দিরা তখন কথা চালিয়ে যাওয়ার জন্য ইশারা করেন নটবরকে। সেই সূত্রেই নটবর আর্মস্ট্রংকে বলেন, “আপনি হয়তো জেনে অবাক হবেন যে আমাদের প্রধানমন্ত্রী ভোর সাড়ে ৪টে পর্যন্ত জেগে ছিলেন যাতে তিনি আপনাদের চন্দ্রে অবতরণ দেখতে পারেন।” সৌজন্য আর রসিকতার মিশেলে আর্মস্ট্রং তখন জবাব দেন, “ম্যাডাম, আপনার এই অসুবিধের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পরের বার আমরা যাতে এমন অসময়ে চাঁদে না নামি, সেটা দেখব!” পরে নিজে অবশ্য আর কখনও মহাকাশে পাড়ি দেননি নিল আর্মস্ট্রং। চাঁদে প্রথম পা রাখা মানুষটি অ্যাপোলো ১১-র চন্দ্রাভিযানের পরই জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর আর মহাকাশে যাওয়ার ইচ্ছা নেই। আগামী শুক্রবার তাঁর অন্ত্যেষ্টি হওয়ার কথা।

হিংসা অব্যাহত, নিহত ১৯০
হিংসায় কোনও বিরতি নেই সিরিয়ায়। সরকার-বিরোধী বিদ্রোহীদের দমনের নীতি থেকে কোনও মতেই যে বাসার আল আসাদ সরকার পিছু হটছে না, তার প্রমাণ মিলল সোমবারও। আরও একবার রক্তস্নাত হল সিরিয়া। একটি স্বেচ্ছাসেবী সংস্থার হিসেব অনুযায়ী, শুধুমাত্র সোমবার সারা দেশে মোট ১৯০ জনের মৃত্যুর খবর মিলেছে। এঁদের মধ্যে, ১১৬ জন সাধারণ মানুষ, ৪০ জন বিদ্রোহী এবং ৩৪ জন সেনা। সিরিয়ার সরকারি টেলিভিশন সূত্রে জানানো হয়েছে, রাজধানী দামাসকাস-সহ একাধিক অঞ্চলে বিদ্রোহীদের কঠোর হাতে দমন করেছে সরকার। রাজধানী দামাস্কাসের লাগোয়া একটি অঞ্চলে অন্ত্যেষ্টি চলাকালীন গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ। ওই স্বেচ্ছাসেবী সংস্থাও এই গাড়ি-বোমা বিস্ফোরণের কথা জানিয়েছে।

টাইফুনে মৃত ১২
‘বোলাভেন’ টাইফুনের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় মারা গেলেন ১২ জন। নিরুদ্দেশ ১০ জন। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। চলছে উদ্ধারের কাজ।

চুরির দায়ে লোহান
ফের বিতর্কে হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহান। মাদক নয়, এ বার ১ লক্ষ ডলারের ঘড়ি ও সানগ্লাস চুরির অভিযোগ তাঁর নামে। চলছে জেরা।

স্পিলবার্গের ‘না’
ওসামা বিন লাদেনের বিরুদ্ধে মার্কিন বাহিনীর অভিযান নিয়ে তিনি কোনও ছবি বানাচ্ছেন না বলে জানালেন স্টিভেন স্পিলবার্গ।

‘ষড়যন্ত্রে’র শিকার
বিরোধী পক্ষের এক কর্মীর স্ত্রীর মঙ্গলবার আট বছরের কারাদণ্ড হল। দলটির নেতার অভিযোগ, ষড়যন্ত্র করেই ওই মহিলাকে শাস্তি দেওয়া হল।

চিনে হিলারি
আগামী সপ্তাহেই চিনে যাবেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। বৈঠক করবেন চিনের বিদেশমন্ত্রী ইয়াং জিয়েচি এবং অন্যান্য নেতার সঙ্গে।

খুনের দায়ে
মেয়ের প্রেমিককে খুন করার দায়ে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। সোমবার ছেলেটির বাড়িতে ঢুকে বিস্ফোরক রেখে দেন তিনি। বিস্ফোরণে মারা যায় ছেলেটি।

সাহসিনীদের প্রতিবাদ
লিঙ্গবৈষম্য রুখতে মঙ্গলবার এক পার্কে ‘টপলেস’ হয়ে বিক্ষোভ দেখালেন জনা কুড়ি মহিলা। ছিলেন বেশ কিছু ‘টপলেস’ পুরুষও। তাঁদের দিকে কেউ তাকিয়ে দেখেনি।

সস্তায় সিম
ভারতীয় হজযাত্রীদের সিম কার্ড দেবে সৌদি আরবের টেলিকম সংস্থা। তা দেওয়া হবে খুবই কম দামে। জানান এক আধিকারিক।

দেহ উদ্ধার
ঘর থেকে এক বৃদ্ধার পচে যাওয়া দেহ উদ্ধার হল। তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.