টুকরো খবর |
বেশি দামে সার বিক্রির নালিশ তৃণমূলেরই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সারের দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলপাহাড়ির সভায় প্রশ্ন তুলেছিলেন শিলাদিত্য চৌধুরী। মুখ্যমন্ত্রীর নির্দেশে সভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। শিলাদিত্য যে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে সরব হচ্ছে ‘শাসক’ তৃণমূলও। কৃষকদের মন পেতে দলীয় নেতৃত্ব এখন সারের গোডাউনেও হানা দিচ্ছেন। সাফ জানাচ্ছেন, বেশি দামে সার বিক্রি করা যাবে না। অবৈধ মজুত করা হলেও প্রশাসন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ করবে। সোমবার এমনই ঘটনা ঘটেছে ডেবরায়। জেলা তৃণমূল নেতা বিবেক মুখোপাধ্যায়ের নেতৃত্বে একদল দলীয় কর্মী একাধিক গোডাউনে হানা দিয়েছেন। কেন ‘অতিরিক্ত’ সার মজুত করে রাখা হয়েছে, সরাসরি তা জানতে চেয়েছেন। তৃণমূল নেতৃত্ব অবশ্য এতে দোষের কিছু দেখছেন না। তাঁদের বক্তব্য, চাষিদের স্বার্থেই এই পদক্ষেপ। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কয়েকটি গোডাউনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। তৃণমূল নেতা বিবেকবাবু বলেন,“ আমরা ন্যায্য মূল্যে সার বিক্রি করা ও অবৈধ ভাবে অতিরিক্ত সার মজুত না- করার দাবি জানিয়েছি। এতে দোষের কী রয়েছে?” তাঁর কথায়,“ এটা তো ঠিক, একশ্রেণীর ব্যবসায়ী কৃষকদের ঠকাচ্ছেন। বেশি দামে সার বিক্রি করছেন। এরফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।” ওই তৃণমূল নেতার অভিযোগ,“ বস্তায় যে দাম লেখা রয়েছে, একাংশ ব্যবসায়ী তার থেকেও বেশি দামে সার বিক্রি করছেন।” বিষয়টি ব্লক প্রশাসন ও কৃষি দফতরকেও জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মৌখিক ভাবে তাঁর কাছে অভিযোগ এসেছে বলে জানিয়েছেন ডেবরার বিডিও মালবিকা খাটুয়া। তিনি বলেন,“ মৌখিক ভাবে একটি অভিযোগ পেয়েছি। মাড়তলার কাছে এমন ঘটনা ঘটছে বলে ওই অভিযোগে বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কৃষি আধিকারিককে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলেছি। ওই রিপোর্ট খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” যাঁরা বেশি দামে সার বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ করার দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
|
নাড়াজোল কলেজে টিএমসিপি-র গোষ্ঠীসংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল নাড়াজোল রাজ কলেজ। কলেজে নবীনবরণ নিয়ে সোমবার দু’টি গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল শুরু হয়। মারপিটে দু’পক্ষেরই অল্প-বিস্তর জখম হয়েছেন। অভিযোগ, ছাত্রসংসদের সভাপতি কৃষ্ণেন্দু পড়িয়াকে তুলে নিয়ে যায় বিরুদ্ধ গোষ্ঠী। প্রতিবাদে মেদিনীপুর-ঘাটাল (ভায়া নাড়াজোল) রাস্তা অবরোধ করা হয়। ঘণ্টা দু’য়েকের বেশি সময় ধরে অবরোধ চলায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন। পরে দাসপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশের মধ্যস্থতাতেই পরে অবরোধ ওঠে। উল্লেখ্য, বহিরাগত মতিন আনসারি এবং কুমারেশ ভুঁইয়ার মদতেই এই কলেজে টিএমসিপি-র দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। ছাত্রসংসদের অনেকেই মতিন আনসারির পক্ষে। কৃষ্ণেন্দুর অভিযোগ, “আমরা নবীনবরণের দিন ঠিক করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করি। সোমবার এই নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে বাইরে আসার পরই অন্য গোষ্ঠীর ছেলেরা হামলা চালায়। আমাকে জোর করে তুলে নিয়েও যায়। যদিও পরে ছেড়ে দেয়।” সরাসরি নাম নিয়েই মতিন আনসারি অভিযোগ করেন, “কুমারেশ ভুঁইয়া কলেজে নানা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। আমরা তার প্রতিবাদ করায় মনোমালিন্য শুরু হয়েছে।” যদিও কুমারেশ ভুঁইয়া বলেন, “আমরা কাউকে অপহরণ করিনি। আমি কলেজে কোনও দিন যা-ইনি। জিএস নিজে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য এসেছিল।” কোনও পক্ষই অবশ্য অভিযোগ করেনি। কলেজের অধ্যক্ষ দেবব্রত পাহাড়ি বলেন, “ছাত্রসংসদের দু’পক্ষের মধ্যে একটা গণ্ডগোল হয়েছে। মারপিট ও রাস্তা অবরোধও হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।”
|
ঝাড়গ্রামে প্রয়াত ক্রীড়াবিদ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
প্রয়াত হলেন ঝাড়গ্রামের বর্ষীয়ান ক্রীড়া-ব্যক্তিত্ব মনোজ চক্রবর্তী (৭৭)। রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার এক
|
মনোজ চক্রবর্তী।
—নিজস্ব চিত্র। |
বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বয়স্কদের ক্রীড়া সংগঠন‘ঝাড়গ্রাম সাব ডিভিশনাল মাস্টার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক মনোজবাবুর। শনিবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার ঝাড়গ্রামে তাঁর শেষকৃত্য হয়। মেদিনীপুর শহরে ১৯৩৫ সালে জন্ম মনোজবাবুর। বাবা রামশঙ্কর চক্রবর্তী ছিলেন স্বাধীনতা সংগ্রামী। কিশোরবেলা থেকেই মনোজবাবু ফুটবল, দৌড়, বর্শা ছোঁড়া-সহ বিভিন্ন খেলাধূলায় পারদর্শী ছিলেন। বিজ্ঞানের স্নাতক ও সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমপ্রাপ্ত মনোজবাবু ২২ বছর বয়সে খড়্গপুরে রেলের চাকরিতে যোগ দেন। নব্বইয়ের দশকে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরের ডিভিশনাল ইঞ্জিনিয়ারের পদ থেকে অবসর নেওয়ার পর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন। জাতীয় স্তরে বয়স্ক-ক্রীড়ায় যোগ দিয়ে কয়েকবার তিনি ও তাঁর স্ত্রী আভাদেবী পদক জিতেছেন। ঝাড়গ্রামের বিশিষ্ট বয়স্ক-ক্রীড়াবিদ ইলা সিংহের কথায়, “মনোজবাবুর হাত ধরেই আমার মতো ঝাড়গ্রামের অনেক প্রবীণ-প্রবীণা জেলা, রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বয়স্ক-ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয়েছেন। ওঁর সহযোগিতায় আমি পরপর চার বার বয়স্কদের এশিয়াড ও দু’বার বয়স্কদের অলিম্পিক-এ যোগ দিয়ে একাধিক পদক পেয়েছি।” ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন মনোজবাবু। এ ছাড়া মেদিনীপুরের ফুটবল, সাঁতার-সহ একাধিক ক্রীড়া-সংগঠনের প্রতিষ্ঠাতা-সদস্য ছিলেন তিনি। সমাজসেবামূলক বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।
|
জমি দখলে অভিযুক্ত পঞ্চায়েত |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
|
পঞ্চায়েত ভবনের সামনে বিতর্কিত জমি। —নিজস্ব চিত্র। |
অনুমতি ছাড়াই জমি দখল করে নির্মাণকাজের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত ভগবানপুর ১ ব্লকের বিভীষণপুর পঞ্চায়েতের বিরুদ্ধে। বিভীষণপুরের বাসিন্দা প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সন্তোষকুমার বেরা কংগ্রেস জমানায় গ্রামের প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর, গভীর নলকূপ ইত্যাদির জন্য জমি দান করেছিলেন। এগরা-বাজকুল রাস্তার পাশে তাঁরই দান করা জমিতে গড়ে উঠেছিল পঞ্চায়েত ভবন। সন্তোষবাবুর ছেলে তাপসবাবু ও মেয়ে শাশ্বতীদেবী জানান, রাস্তার পাশে পূর্ত দফতরের জমি ও পঞ্চায়েতকে দান করা জমির মাঝে তাঁদের নিজস্ব ৯ ডেসিমেল রায়ত জমি রয়েছে। মাস দেড়েক আগে পঞ্চায়েত মাটি দিয়ে জমির কিছুটা অংশ ভরাট করে। তাপসবাবুর অভিযোগ, “পঞ্চায়েতে এর প্রতিবাদ করলে ওরা ওই জমিটি আমাদের কাছে চায়। আমরা মাপজোক করতে বলি। কিন্তু আচমকাই নির্মাণকাজ শুরু করে দেয় পঞ্চায়েত।” শাশ্বতীদেবী বলেন, “পঞ্চায়েতকে বলেও কাজ না হওয়ায় থানা, বিডিও এবং পূর্ত দফতরেঅভিযোগ জানিয়েছি।” পূর্ত দফতরের আধিকারিক অরুণকুমার পাল বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পঞ্চায়েতের কাছে ১৯ অগস্ট নোটিস পাঠানো হলেও কেউ গ্রহণ করেননি।” পঞ্চায়েত প্রধান তথা তৃণমূলের বিভীষণপুর অঞ্চল সভাপতি অসিত মণ্ডলের অবশ্য বক্তব্য, “বেরা পরিবারের রায়তি জমি দখল করা হয়নি। পঞ্চায়েতে যাওয়ার রাস্তা হিসাবে সামান্য জমি ব্যবহার করা হয়। পূর্ত দফতরের জমিতে মাটি ফেলা হয়েছে। সেই জমিতেই জেনারেটর ঘর তৈরি করা হচ্ছে। এ জন্য পূর্ত দফতরের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছে।” বিডিও হরিহর বালা বলেন, “অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।”
|
স্ত্রী জেলহাজতে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্বামীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত স্ত্রীর জেল হেফাজতের নির্দেশ হল। রবিবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকের আবাসের বসন্তপুর পাটনায় রবি সিংহ (৪০) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির মধ্যে থেকে দেহটি উদ্ধার করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, স্ত্রী অমিতা সিংহই তাঁর স্বামী রবি সিংহকে ‘খুন’ করেছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁদের একাংশের বক্তব্য, অমিতাদেবীর সঙ্গে অন্য এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এ নিয়ে প্রায়ই পরিবারে অশান্তি হত। স্থানীয়দের এই বক্তব্যের প্রেক্ষিতে শুরুতে স্ত্রীকে ‘আটক’ করে মেদিনীপুর কোতয়ালি থানায় নিয়ে আসে পুলিশ। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত অমিতাদেবীকে সোমবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল। জামিনের আবেদন খারিজ করে আদালত তাঁকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
|
বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীকে স্মারকলিপি দিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সঙ্গে ছিলেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। উপাচার্যের কাছে দাবি রাখলেন, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষার আঙিনায় রাজনীতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। তাতে সাহায্য করবেন শিক্ষকেরা। এমনকি মন্ত্রীও। তারই সঙ্গে নতুন করে বোর্ড অফ স্টাডিজ গঠন, এক্সিকিউটিভ কাউন্সিলে কলেজ শিক্ষকদের প্রতিনিধি রাখতে দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা, কোর্টের প্রতিনিধি নির্বাচন - প্রভৃতি দ্রুততার সঙ্গে করার দাবি জানানো হয়। মন্ত্রী বলেন, “এ দিন আমি শিক্ষক হিসাবে বিশ্ববিদ্যালয়য়ে এসেছিলাম। শিক্ষক-অশিক্ষক কর্মীদের সঙ্গে কথা বলেছি। তাঁদের সমস্যা জেনেছি। তারই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছি। বিশেষত, স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আবেদন জানিয়েছি। তাতে আমরাও সাহায্য করব বলে জানিয়েছি।” এরই পাশাপাশি ভুটা (বিদ্যাসাগর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন) নির্বাচন নিয়েও শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। ১১ সেপ্টেম্বর ভুটা-র নির্বাচন। যাতে একটিই প্যানেল জমা পড়ে সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। মন্ত্রী বলেন, “সামনেই ভুটার নির্বাচন। এ নিয়েও শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি।”
|
বালিকাকে ধর্ষণের চেষ্টা, ধৃত প্রতিবেশী |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ছয় বছরের বালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল চল্লিশোর্ধ্ব পড়শির বিরুদ্ধে। অভিযুক্ত প্রশান্ত হাজরা ক্ষুদিরামনগর কলোনির বাসিন্দা। সোমবার ভোরে তাঁকে গ্রেফতার করে হলদিয়া থানার পুলিশ। হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠান। বালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে হলদিয়া মহকুমা হাসপাতালে। অভিযোগ, রবিবার দুপুরে পেয়ারা দেওয়ার নাম করে প্রতিবেশী ওই বালিকাকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করেন প্রশান্তবাবু। পরে ওই বালিকা বাড়ির লোকদের সব খুলে বলে। রাতে বালিকার বাবা থানায় অভিযোগ জানান। তিনি বলেন, “যে আমার মেয়ের সাথে এই রকম করল, তার কঠোর শাস্তি চাই। এর বেশি আমি কিছু বলার মতো অবস্থায় নেই।” হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি বলেন, “অভিযোগ পেয়েই গ্রেফতার করেছি। শাস্তি নিশ্চয়ই হবে।” এ দিকে, এ দিনই দুপুরে হলদিয়ার দুর্গাচক থানায় গৃহকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান বাড়ির পরিচারিকা। অভিযুক্ত আনন্দ আলি খানকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাচকের হলদিয়া হাইস্কুলের পিছনে ভাড়াবাড়িতে থাকতেন তিনি। বাড়ি তমলুকের পদুমবসান এলাকায়।
|
ধর্ষণ ও খুনের অভিযোগে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে রবিবার এক যুবককে গ্রেফতার করল রামনগর থানার পুলিশ। গত জুলাই মাসে শঙ্করপুরে বন দফতরের কর্মী আবাসনে ঘটনাটি ঘটেছিল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অশোক প্রধান। বাড়ি কাঁথির কাদুয়া গ্রামে। কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু ও সি আই সমীর বসাকের জেরায় অশোক ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে বলেও জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। সোমবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।জেলা পুলিশ সূত্রে খবর, গত ১৩ জুলাই ওই বনকর্মী কাজ সেরে বাড়ি ফিরে দেখেন তার নাবালিকা মেয়ের কাঁথা জড়ানো দেহ পড়ে আছে। ময়নাতদন্তে জানা যায়, ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, কাঁথিতে থাকাকালীন ওই কিশোরীর সঙ্গে অশোকের ‘সম্পর্ক’ তৈরি হয়। পরে অন্য কারও সঙ্গে ওই কিশোরীর ‘সম্পর্ক’ হওয়ায় তা মানতে পারেনি অশোক। জেরায় অশোক জানিয়েছে, ওই কিশোরিকে ‘শিক্ষা’ দিতে সে তাকে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে খুন করে।
|
গণধর্ষণের অভিযোগ, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
এক তরুণীকে গণধর্ষণে অভিযুক্তদের একজনকে রবিবার জামবনির কেঁদুয়া গ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ। স্বপন মাহাতো নামে বছর আটত্রিশের ওই যুবকের বাড়ি ওই গ্রামেই। সোমবার তাকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। রবিবার ভোরে গ্রামেরই ওই তরুণী প্রাতঃকৃত্য সারতে গেলে স্বপনের মদতে তিন জন যুবক তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। তরুণীর স্বামী জামবনি থানায় একটি অভিযোগও দায়ের করেন। এ দিনই তাঁকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়। হাসপাতালে গিয়ে তাঁর জবানবন্দিও নেয় পুলিশ। পুলিশ জানায়, পুরনো কোনও ঘটনার আক্রোশেই স্বপন এই কাণ্ড ঘটিয়েছে বলে ওই তরুণীর দাবি। অভিযোগ, স্বপনের উপস্থিতি ও মদতেই তাঁর উপর শারীরিক অত্যাচার চালায় তিন যুবক। তবে স্বপনকে ছাড়া বাকি ৩ অভিযুক্তকে চিনতে পারেননি ওই তরুণী।
|
হাজিরা লক্ষ্মণদের |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ-সহ নন্দীগ্রাম ‘নিখোঁজ-কাণ্ডে’ অভিযুক্ত ১৫ জন জামিনপ্রাপ্তকে আগামী ২৪ সেপ্টেম্বর ফের আদালতে হাজির হতে বলল হলদিয়া মহকুমা আদালত। সোমবার ওই ১৫ জনের রুটিন হাজিরার পরে এসিজএম সুদীপ্ত ভট্টাচার্য পরবর্তী হাজিরার দিন ঘোষণা করেন। এ ছাড়াও ওই মামলায় এখনও জেলবন্দি মতিউর রহমান, শক্তিপদ দলপতি, নব সামন্ত, মৃন্ময় দাস-সহ ৮ জনকে ফের ১৪ দিনের জেল হাজতে পাঠানো হয়েছে। বেশ কিছু দিন জেলবন্দি থাকার পরে নন্দীগ্রাম মামলায় জামিন পেয়েছেন লক্ষ্মণ শেঠ, সিপিএমের জেলা কৃষকসভার নেতা অশোক গুড়িয়া, প্রাক্তন বিধায়ক অমিয় সাউরা। দ্বিতীয় বারের জন্য হাজিরা দিতে এ দিন হলদিয়া আদালতে আসেন তাঁরা।
|
কারখানায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কর্মরত অবস্থায় মৃত্যু হল এক শ্রমিকের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়ার একটি বস্তা প্রস্তুতকারী কারখানায়। মৃত বিজয় দাসের (২৪) বাড়ি নন্দকুমার থানা এলাকার ব্যাবত্তারহাটে। এ দিন কারখানার রোলিং মেশিনে কাজ করার সময় জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পরে কারখানার শ্রমিকেরা নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলেন। কারখানা কর্তৃপক্ষের তরফে কৌশিক মাইতি বলেন, “গত দশ বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। চাকরি ও আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।”
|
দ্রুত কাজ করার পরামর্শ মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাজের গতি দ্রুত করার পরামর্শ দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। সোমবার বিকেলে রামনগর-২ পঞ্চায়েত সমিতিতে ‘রাজীব গাঁধী সেবা কেন্দ্র মনিটরিং ইনফরমেটিক সিস্টেম’-এর কম্পিউটার কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে এমন কথাই বললেন তিনি। কাজের পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, “গত ২০১১-১২ আর্থিক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় ‘মহাত্মা গাঁধী জাতীয় সুনিশ্চিত কর্মসংস্থান’ প্রকল্পে ১৮৫ কোটি টাকার কাজ হয়েছে। সেখানে বতর্মান আর্থিক বছরে ৪০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে এখনও পর্যন্ত ৫ মাসে ১৬৫ কোটি টাকার কাজ করা গিয়েছে।” ২৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বিধায়ক অখিল গিরি, জেলা সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিডিও সুকান্ত সাহা প্রমুখ ব্যক্তিত্ব।
|
ঠিকাদার-সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ঠিকাদারদের সংগঠন ফেডারেশন অফ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের ১৫তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল দিঘায়। শনিবার দিঘার এক হোটেলে দুই মেদিনীপুর ও কাঁথি মহকুমা কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি জগদানন্দ বসু। প্রধান অতিথি হিসেবে ছিলেন পূর্ত দফতরের প্রাক্তন যুগ্ম সচিব রজত দাশগুপ্ত। সংগঠনের পক্ষ থেকে তিন যুগ্ম সম্পাদক আশিস ধর,পরিমল মিশ্র ও হিতাংশু চৌধুরীর অভিযোগ, সরকারের বিভিন্ন নীতিতে বঞ্চিত হচ্ছে ছোট থেকে মাঝারি ঠিকাদারেরা। এছাড়া এক কোটি টাকার কাজে অনলাইন বা ই-টেন্ডার চালু করার দাবি নিয়ে আগামী দিনে আন্দোলনের সিদ্ধান্তও নেওয়া হয়।
|
নাগরিক সভা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রবিবার কাঁথি টাউন হলে কন্টাই সায়েন্স সেন্টারের উদ্যোগে এক নাগরিক সভা অনুষ্ঠিত হল। কাঁথি সংলগ্ন জুনপুটে মিশাইল উৎক্ষেপন কেন্দ্র স্থাপনের কেন্দ্রীয় পরিকল্পনার বিরোধিতা করেই এই সভা বলে জানান আয়োজকরা। প্রধান বক্তা ছিলেন বিজ্ঞানী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, হরিপুর পরমাণু বিদ্যুৎ বিরোধী আন্দোলন কমিটির অন্যতম আহ্বায়ক অমিত মানা। এছাড়াও বক্তব্য রাখেন কেশব দাস, শক্তিরঞ্জন মিশ্র ও সুশীল দাস। কাঁথির প্রবীণ আইনজীবী জগদীশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কন্টাই সায়েন্স সেন্টারের সম্পাদক বিশ্বজিৎ রায়।
|
মনীষী প্রণাম |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রবিবার নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলনের তমলুক শাখার উদ্যোগে কাঁথিতে ‘মনীষী প্রণাম’ অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে মধুসূদন দত্ত, প্রফুল্লচন্দ্র রায়, বীরেন্দ্রনাথ শাসমল ও শহীদ বসন্ত বিশ্বাসের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বক্তব্য রাখেন অধ্যাপক স্বদেশরঞ্জন মন্ডল, অমলেশ মিশ্র, সন্দীপা ভট্টাচার্য, বলীন্দ্রনারায়ন রায়, কৃষ্ণা পাহাড়ি।
|
জয়ী তৃণমূল |
শনিবার ভগবানপুর ১ ব্লকের শিমুলিয়া সমবায় সমিতির পরিচালন সমিতি নির্বাচনে সব ক’টি আসনেই জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। গতবারেও তৃণমূলই ক্ষমতায় ছিল। |
|