|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
আমি সব সময় দুর্বল বোধ করি। বেশি ঠান্ডা হাওয়া বা রোদে-গরমে থাকলে অসুস্থ হয়ে পড়ি। তাই আমি স্কুলে টিফিনের সময় বন্ধুদের সঙ্গে খেলা করতে পারি না, অথচ আমার খেলতে ইচ্ছে করে।
তৃষিত মণ্ডল। পঞ্চম শ্রেণি, আলবাঁধা উচ্চ বিদ্যালয়
তৃষিত, এত অল্প বয়সে এ রকম শারীরিক দুর্বলতা তো ভাল কথা নয়। তোমার একটা পুরোপুরি মেডিক্যাল চেক-আপ দরকার। যদি শারীরিক কোনও অসুস্থতা না থাকে, তা হলে চিকিৎসকের পরামর্শ মতো পুষ্টিকর খাদ্য আর হাল্কা ব্যায়াম করে নিজের শরীর মজবুত করে তোলো। একটু যোগ-ব্যায়াম ইত্যাদি করলে তোমার সর্দি-কাশি ইত্যাদি কমে যাবে বলে মনে হয়। আর যত দিন না দুর্বলতার ভাব কাটে, তত দিন রোদ-বৃষ্টি বাঁচিয়ে চলাই বাঞ্ছনীয়।
|
|
স্কুলের প্রচণ্ড চেঁচামেচিতে আমার মাথায় খুব যন্ত্রণা হয়, রাতে পড়তে পারি না। অথচ স্কুলে না গেলে পড়ায় পিছিয়ে পড়ি। আমার কী করা উচিত।
শ্রেয়স চট্টোপাধ্যায়। সপ্তম শ্রেণি, তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, হুগলি
|
|
শ্রেয়স, কোনও কোনও বাচ্চা জোরে শব্দ বা কোলাহলে খুব সংবেদনশীল। তুমি হয়তো তাই। সুতরাং অতিরিক্ত গোলমাল এড়ানোই তোমার পক্ষে ভাল। শ্রেণি শিক্ষক না এলেই ছাত্রছাত্রীরা গোলমাল করে। তুমি চেষ্টা করো সে সময়গুলোতে শ্রেণির বাইরে কোথাও চলে যেতে। যেমন ধরো, লাইব্রেরিতে বা স্কুলের মাঠে। আরও বয়স বাড়লে এই সংবেদনশীলতা অনেক কমে যায়। আরও একটা কাজ করতে পারো। তোমার চোখ-কান এক বার পরীক্ষা করিয়ে নিয়ো।
|
আমার সহপাঠী সোহম দত্ত কনুয়ের গুঁতো দিয়ে আমার ডেস্কের ওপর রাখা জলের বোতল, স্কেল-বাক্স ইত্যাদি ফেলে দেয়। মিস আমায় সেগুলো ডেস্কের ভিতরে রাখতে বলেছেন। কিন্তু গোটা ব্যাপারটায় আমার খুব বিরক্তিকর লাগে। কী করা উচিত?
কুন্তল চৌধুরী। পঞ্চম শ্রেণি, ইস্ট ওয়েস্ট মডেল স্কুল |
|
|
কুন্তল, আসলে তোমার বিরক্তি লাগছে না, রাগ হচ্ছে। সোহমকে মিস বকলে বা শাস্তি দিলে তোমার হয়তো বিরক্ত লাগত না। আপাতত মিসের পরামর্শ মেনেই দেখো না। সোহম যদি এর পরেও তোমায় বিরক্ত করে, তখন তো মিস আছেনই। বেশি দুষ্টুমি করলে উনি নিশ্চয় তার প্রতিবিধান করবেন।
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|