|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
তৈরি করেছেন নিজস্ব প্রকাশভঙ্গি |
মৃণাল ঘোষ |
তরুণ শিল্পী অত্রি সেন শারীরিক কিছু প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ছবির ভিতর দিয়ে নিজেকে সফল ভাবে প্রকাশ করতে পেরেছেন এবং শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ‘বোধি ট্রি মোনাস্ট্রি অব আর্ট’ গ্যালারিতে ‘মাই ওয়র্ল্ড ইন কালার্স’ শিরোনামে সম্প্রতি অনুষ্ঠিত হল তাঁর একক প্রদর্শনী। এখানে তিনি জলরং ও অন্যান্য মাধ্যমে যে ছবি এঁকেছেন তাতে সারল্যের ভিতর দিয়ে প্রকৃতিকে তন্ময় ভাবে অনুধাবনের পরিচয় আছে। অধিকাংশই নিসর্গ ভিত্তিক রচনা। ফুলের ছবিতে স্বাভাবিকতাকে বিমূর্তায়িত করে তিনি নিমগ্ন সৌন্দর্য বের করে এনেছেন। সূর্যাস্তের একটি ছবিতে বিভিন্ন বর্ণের সাঙ্গীতিক মেলবন্ধন খুবই উপভোগ্য। ‘গণেশ’ ও ‘বুদ্ধ’কে নিয়ে কয়েকটি ছবি আছে। তাতে তাঁর অবয়বের সরলীকরণ বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করে। প্রথাগত চিত্র-ব্যাকরণকে ভেঙে তিনি নিজস্ব এক নান্দনিক প্রকাশভঙ্গি তৈরি করতে চেষ্টা করেছেন যা সকলের মন কেড়ে নেয়। |
|
প্রদর্শনী চলছে
সিমা: ‘সামার শো’ ১ সেপ্টেম্বর পর্যন্ত।
কেমোল্ড: মানসী মিত্র, দিব্যেন্দু বসু প্রমুখ আজ শেষ।
বিড়লা অ্যাকাডেমি: কাঞ্চনমালা ঘোষ কাল শেষ। কৃষ্ণেন্দু সাহা, তন্ময় নায়ক প্রমুখ ২ সেপ্টেম্বর পর্যন্ত।
অ্যাকাডেমি: শ্যামকানু বড়ঠাকুর ২৮ অগস্ট পর্যন্ত।
অজয় মজুমদার, অরুণ জানা প্রমুখ ২৮ অগস্ট পর্যন্ত।
গ্যালারি লা-মে-রে: ‘ফ্রিডম ২০১২’ ৩১ অগস্ট পর্যন্ত। |
|
|
|
|
|