বৃত্তিশিক্ষা ফের উচ্চ মাধ্যমিক সংসদের হাতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
একাদশ-দ্বাদশ শ্রেণিতে বৃত্তিমূলক পড়াশোনার দায়িত্ব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হাতেই ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। ধাপে ধাপে এই পরিকল্পনা রূপায়ণ করা হবে বলে বৃহস্পতিবার জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২০০৪ সাল পর্যন্ত বৃত্তিমূলক পড়াশোনার বিষয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনেই ছিল। পরে বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব বাড়ানোর উদ্দেশ্যে পৃথক সংসদ গড়ে ওই শাখার পঠনপাঠনের দায়িত্ব দেওয়া হয়। বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আলোচনার জন্য এ দিন মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ব্রাত্যবাবু ও কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। এখন ১৬০০টি স্কুলে বৃত্তিমূলক শাখায় পড়াশোনা হয়। তার মধ্যে ২০০টি স্কুলকে আগামী বছরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে আনা হবে। তার পরে ধাপে ধাপে বাকি স্কুলগুলিকে ওই সংসদের আওতায় নিয়ে আসবে রাজ্য।
|
চাল সংগ্রহে সাড়া শুধু ৪৯ বিধায়কের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগামী মরসুমে রাজ্যের ধান-চাল সংগ্রহের জন্য কোথায় শিবির করা দরকার, সেই ব্যাপারে সব বিধায়কের কাছে পরামর্শ চায় খাদ্য দফতর। রাজ্যে বিধায়কের সংখ্যা ২৯৪। অথচ মাত্র ৪৯ জনের কাছ থেকে সাড়া মিলেছে বলে বৃহস্পতিবার জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মন্তব্য, “রাজনীতিকেরা সময়ে কাজ করার চেয়েও বিধানসভায় হইচই করতেই বেশি আগ্রহী!” তিনি অভিযোগ করেন, সব বিধায়কের কাছে খাদ্য দফতর থেকে চিঠি, ফ্যাক্স, এসএমএস পাঠিয়ে এবং ফোন করে ধান সংগ্রহ শিবিরের স্থান নির্বাচনের ব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছিল। কিন্তু পরামর্শ দিয়েছেন মাত্র ৪৯ জন এবং তাঁরা সকলেই তৃণমূলের।
|
পাঁচ মাওবাদীর বিরুদ্ধে চার্জশিট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেশদ্রোহের অভিযোগে পাঁচ মাওবাদীর বিরুদ্ধে দিল্লির বিশেষ আদালতে চার্জশিট পেশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। তাঁদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র কারখানা চালানোর অভিযোগও আনা হয়েছে। ওই পাঁচ জন হলেন মাওবাদীদের কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সদস্য সদানলা রামকৃষ্ণ, দীপক কুমার, সুকুমার মণ্ডল, শম্ভুচরণ এবং বাপি মুদি। অন্ধ্রপ্রদেশের গ্রেহাউন্ড, কলকাতার এসটিএফ এবং এনআইএ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। ধৃতদের কাছে নগদ ৯৬ লক্ষ ৬৬ হাজার টাকা, অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করেছে এনআইএ। |