তাঁর বয়স মাত্র ১৪ বছর। মধ্যমেধার নবম শ্রেণির ওই ছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর কলেজ পর্যন্ত পৌঁছতে চায়। দৌলতাবাদ থানার ঘাসিপুর গ্রামের প্রথম প্রজন্মের পড়ুয়া নাসরিন খাতুনের সেই স্বপ্ন ভেস্তে যেতে বসেছিল। গত বুধবার দুপুরে নবগ্রাম থানা এলাকার ‘পলসা উন্নয়ন সমিতি’ নামের বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘চাইল্ড লাইন’-এ ঘাসিপুর গ্রাম থেকে ফোন করে জানানো হয়, নাসরিন পাশের গ্রাম ছয়ঘরি গার্লস হাইমাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। লেখাপড়ায় ভাল। সে পড়তে চায়। কিন্তু তার বাবা বিয়ে ঠিক করে ফেলেছেন। শুক্রবার বিয়ে হবে।
চাইল্ড লাইন কর্তৃপক্ষ এ ব্যাপারে স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলে মেয়ের বাবাকে বুঝিয়ে আপাতত থমতে দিয়েছেন বিয়ে। বিয়ে আপাতত বন্ধ। নাসরিনের বাবা দিনমজুর সাইদুল শেখ লিখিত ভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে তিনি দেবেন না এবং মেয়ের লেখাপড়াও বন্ধ করবেন না। দৌলতাবাদ থানার ওসি কার্তিক মাজি বলেন, “ওই মর্মে মুচলেকা দিয়েছেন মেয়ের বাবা। পলসা উন্নয়ন সমিতি’র পক্ষ থেকে সেই মুচলেকা থানায় জমা দেওয়া হয়েছে। ঘটনাটি কি জানতে ওই বাড়িতে এ দিন সকালে পুলিশ পাঠানো হয়। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না বলে মেয়ের বাবা বৃহস্পতিবার পুলিশের কাছেও জানিয়েছেন।”কিন্তু সে প্রতিশ্রুতি তিনি রাখবেন তো?
|
ফুটবল খেলতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গিয়েছেন দুই যুবক। এলাকায় ফুটবল খেলোয়াড় হিসেবে তাঁদের বেশ পরিচিতি ছিল। করিমপুর-বহরমপুর রাজ্য সড়কে হোগলবেড়িয়ার মহেশেরপাড়ায় এ দিন মোটরবাইক দুর্ঘটনায় মৃত মিনারুল মণ্ডল (১৮) ও তার খুড়তুতো ভাই সুজিত মণ্ডল (২০) এ দিনও ম্যাচ খেলতেই যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিনারুল বাইক চালাচ্ছিলেন। পিছনে সুজিত। মহেশেরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাঁশ বোঝাই লরির পিছনে ধাক্কা মারে বাইকটি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যেই মারা যান তারা। |
শোকার্ত পরিবার। করিমপুরে তোলা নিজস্ব চিত্র। |
পুলিশলরিটি আটক করেছে। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় সম্প্রতি শুরু হয়েছিল জুনিয়র ফুটবল লিগ তার মধ্যে ছয়টি দল সুপার লিগে উঠেছিল। বৃহস্পতিবার সেই সুপার লিগের খেলা ছিল তাঁদের। শিকারপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র মিনারুল ক্লাবের গোলরক্ষক ছিল।
|
জেলা জুড়ে ছাত্র সংঘর্ষের রেশ ছড়াল বেলডাঙার এসআরএফ কলেজেও। তার জেরেই বৃহস্পতিবার দিনভর কলেজের পঠনপাঠন বন্ধ হয়ে যায়। উত্তেজিত ছাত্র পরিষদ সমর্থকরা স্তব্ধ করে দেয় ৩৪ নম্বর জাতীয় সড়কও। ছাত্র পরিষদের অভিযোগ, বুধবার রাতে তাদের এক সমর্থককে মারধর করে টিএমসিপি’র কর্মীরা। থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও পুলিশ দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি। বৃহস্পতিবার তার প্রতিবাদেই সিপি’র বিক্ষোভ। আর তা থেকেই এ বার কলেজেই দু পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। জখম হন এক ছাত্র। তাঁকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা মুখোপাধ্যায় বলেন, “ছাত্র সংঘর্ষের জেরে এ দিন কলেজের কাজকর্ম সব শিকেয় ওঠে। অচলাবস্থা কাটাতে জেলাশাসকের সঙ্গে কথা বলা হয়েছে।”
|
কবর দেওয়ার মাস দুয়েক পর এক তরুণীর দেহ তুলে ময়নাতদন্তে পাঠানো হল বৃহস্পতিবার। ঘটনাটি মুরুটিয়ার সীমান্ত ছোঁয়া গ্রাম বেড়রামচন্দ্রপুরে। মুরুটিয়া থানার পুলিশ, মৃতের বাবা ও তেহট্ট মহকুমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ হালদারের উপস্থিতিতে এ দিন কবর থেকে নিহারন বিবি (২৩) নামে ওই তরুণীর দেহ তোলা হয়। মাস দুয়েক আগে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল নিহারন বিবির। তারপর শ্বশুরবাড়ি বেড়রামচন্দ্রপুর গ্রামেই তাঁকে কবর দিয়ে দেওয়া হয়েছিল। তবে মেয়ের মৃত্যু স্বাভাবিক নয় বলে সন্দেহ প্রকাশ করে মামলা করেছিলেন নিহারনের বাবা সাব্দুল মোল্লা। তার জেরেই বিচারক রায় দিয়েছিলেন দেহ কবর থেকে তুলে তা ময়নাতদন্ত করার।
|
পারমিটহীন অটো ও ট্রেকার চলাচলের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল বাস মালিক সমন্বয় সমিতি। এর জেরে শুক্রবার থেকে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন রুটের ২৫০টি বাস চলাচল করবে না। বাসমালিক সমিতির সম্পাদক মনিরুদ্দিন মণ্ডল বলেন,“প্রশাসন অটো-রাজ বন্ধে কোনও ব্যবস্থা না নেওয়াই আমরা বাধ্য হয়েই ধমর্ঘটের রাস্তায় যাচ্ছি। লালগোলা, বহরমপুর, বীরভূম থেকেও বাস আসবে না।”
|
কৃষ্ণনগরের নতুনপাড়া এলাকার দিলীপ মণ্ডল নামে এক সিপিএম নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে ১১টি পাইপগান, দু’টি ৯ এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি এবং কিছু ব্যারলের খোঁজ পেয়েছে পুলিশ।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। মৃতের নাম সম্রাট মাজি (১৯)। বাড়ি খড়গ্রাম থানার আমজুয়া গ্রামে। |