টুকরো খবর |
সবংয়ের রাস্তা সারাতে কেন্দ্রের ১০৪ কোটি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মালদহের ফুলাহার সেতুর পরে পূর্ব মেদিনীপুরের সবংয়ের রাস্তা চওড়া করার জন্য কেন্দ্র ১০৪ কোটি টাকা মঞ্জুর করেছে। ওই টাকায় ডেবরা থেকে সবং পর্যন্ত রাস্তায় ৩টি সেতুও তৈরি হবে। রাস্তার কাজ করবে রাজ্যের পূর্ত দফতর। রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া ওই রাস্তা চওড়া করার জন্য কেন্দ্রীয় সড়কমন্ত্রী সি পি জোশীর কাছে আর্জি জানান। মানসবাবু জানান, ওই রাস্তা চওড়া হলে পূর্ব মেদিনীপুরের ডেবরা, সবং, পটাশপুর, ময়না, পিংলা, নারায়ণগড় ও পটাশপুরের বাসিন্দারা উপকৃত হবেন। বালিচক স্টেশনের কাছে রেলসেতুর জন্য কেন্দ্র ও রাজ্য অর্থ মঞ্জুর করেছে বলে জানান মানসবাবু। |
ঝাড়গ্রাম আদালত পরিদর্শনে জেলা জজ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রামকে পৃথক জেলা করা হলে মহকুমা আদালতটিকেও জেলা আদালতে উন্নীত করতে হবে। এর জন্য পরিকাঠামোগত কী-কী উন্নয়ন ঘটাতে হবে তার সুলুক সন্ধান করতে বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম মহকুমা আদালত পরিদর্শনে এলেন পশ্চিম মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক সমর রায়। আদালত সূত্রের খবর, ঝাড়গ্রাম মহকুমা আদালতকে জেলা আদালতে উন্নীত করার ক্ষেত্রে কী ধরনের পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, জেলা বিচারকের কাছে সেই সংক্রান্ত রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশেই এদিন বিকেলে ঝাড়গ্রাম মহকুমা আদালতে এসেছিলেন সমর রায়। ঝাড়গ্রাম আদালতের বিচারকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে মহকুমা আদালতের দু’টি বার অ্যাসোসিয়েশন এবং ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করেন। সবশেষে আদালত প্রাঙ্গণ ও আদালত-ভবন গুলি ঘুরে দেখেন বিচারক। |
দুর্ঘটনায় মৃত চালক, আহত চিকিৎসক
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
—নিজস্ব চিত্র। |
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারল একটি অ্যাম্বুল্যান্স। মৃত্যু হল চালকের। তবে গাড়িতে থাকা তমলুক জেলা হাসপাতালের চিকিৎসক (অ্যানাস্থেটিস্ট) কৌশিক পাল প্রাণে রক্ষা পেয়েছেন। জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে তমলুক শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে তমলুক শহরের পদুমবসান এলাকায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। মৃত চালকের নাম সুশীল বানুয়া (১৯)। বাড়ি তমলুক জেলা হাসপাতাল সংলগ্ন শংকরআড়ায়। পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে জেলা হাসপাতালে এক রোগীর জরুরি অস্ত্রোপচারের জন্য কৌশিকবাবুর ডাক পড়ে। তাঁকে আনতে মানিকতলায় কৌশিকবাবুর বাড়িতে গাড়ি নিয়ে যায় সুশীল। হাসপাতালে আসার পথে পদুমবসানে নিয়ন্ত্রণ হারান চালক। গাড়ি নিয়ে রাস্তার ধারে সজোরে ধাক্কা মারেন তিনি। পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। |
মহিষাদলে মৎস্যবাজার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জেলায় অত্যাধুনিক মাছের বাজার খোলার জন্য জায়গা নির্বাচন করতে বৃহস্পতিবার দুপুরে মহিষাদলে এলেন মৎস্য দফতরের প্রতিনিধিরা। প্রতিনিধিদল হাসপাতাল মোড়, পুরনো বাসস্ট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ড-সহ বেশ কিছু সম্ভাব্য জায়গা ঘুরে দেখে। প্রতিনিধিদলে ছিলেন রাজ্যের মৎস্য দফতরের ডেপুটি ডিরেক্টর উৎপল সর, অতিরিক্ত ডিরেক্টর আর কে দত্ত, জেলা মৎস্য কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা মিশ্র প্রমুখ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারই মহিষাদলে মাছের পাইকারি বাজার গড়ার প্রস্তাব জানিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই এ দিন প্রতিনিধিদল বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ডেপুটি ডিরেক্টর উৎপল সর জানান, আধুনিক পরিকাঠামোর এই বাজার গড়তে প্রায় ৫ কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়েছে। |
বেআইনি নির্মাণ ভাঙল সেচ দফতর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কোলাঘাটের বরদাবাড় এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের পাশে দেহাটি খালের একাংশ দখল করে গড়ে ওঠা দু’টি হোটেলের বেআইনি নির্মাণ ভেঙে দিল সেচ দফতর। বৃহস্পতিবার সকালে বিডিও, সেচ দফতরের আধিকারিকের উপস্থিতিতে কড়া পুলিশ পাহারায় ওই বেআইনি নির্মাণ ভাঙা হয়। কেউ কোনও বাধা দেয়নি। সেচ দফতরের পূর্ব মেদিনীপুর বিভাগের নির্বাহী বাস্তুকার তাপস মাইতি বলেন, “দেহাটি খালের একাংশ দখল করে ওই এলাকায় দু’টি হোটেলের পাকা নির্মাণের অভিযোগ এসেছিল। অভিযোগের সত্যতা পেয়ে দুই হোটেল মালিককে বেআইনি নির্মাণ অপসারণে নির্দিষ্ট সময় দিয়ে নোটিস দেওয়া হয়। তার মধ্যে বেআইনি নির্মাণ না সরানোয় দফতরের পক্ষ থেকে তা ভাঙা হয়েছে।” সেচ দফতর ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে খড়্গপুরগামী ৬ নম্বর জাতীয় সড়কের ধারে কোলাঘাটের বরদাবাড় এলাকায় দু’টি খাবার হোটেল রয়েছে। সম্প্রতি ওই দুই হোটেল মালিক সড়কের ধার ছাড়াও পাশ দিয়ে যাওয়া দেহাটি খালের একাংশ দখল করে বেআাইনি ভাবে পাকা নির্মাণ শুরু করেন। খালের জল-নিকাশি ব্যাহত হবে বলে স্থানীয় কৃষকরা জেলা সেচ দফতরে অভিযোগ জানায়। তারপরই তদন্ত শুরু করে সেচ দফতর। |
রাস্তা সংস্কারের দাবি, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
অবরোধ করে বেহাল রাস্তা সংস্কারের দাবি জানালেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল থেকে এগরা ২ ব্লকের পাকারঘাট গ্রামে ভবানীচক-পাহাড়পুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় ধান্দারবেড়িয়া, জগন্নাথকরবাড়, দরবারখাঁবাড়-সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। বিকেল সাড়ে ৩টে নাগাদ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রকাশ রায়চৌধুরী ও সহ-সভাপতি সারদাময়ী দাস আগামী পাঁচ দিনের মধ্যে ওই রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ভবানীচক থেকে পাহাড়পুর ১৩ কিলোমিটার রাস্তাটি দেখভাল করে জেলা পরিষদ। তিন বছর ধরে বেহাল রাস্তাটি খানাখন্দে ভরা। দুর্ঘটনাও লেগেই রয়েছে। রাস্তা সারানোর জন্য বহু বার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির কাছে আবেদন জানানো হলেও কাজ না হওয়ায় এ দিন ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “রাজ্য সরকারের কাছে টাকা চাওয়া হয়েছে। পেলেই কাজ শুরু করে দেওয়া হবে। আপাতত জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে উপর-উপর মেরামত করা হবে।” |
কাঁথিতে নির্মাণ শ্রমিকদের বিমা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অসংগঠিত নির্মাণ শ্রমিকদের পরিচয়পত্র প্রদান ও বিমা সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হল রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। বুধবার বিকালে পদিমা ১ পঞ্চায়েতের নিউ দিঘাতে একটি অনুষ্ঠানে দু’শো অসংগঠিত নির্মাণ শ্রমিকের হাতে পরিচয়পত্র ও বিমা সুরক্ষার পাসবই তুলে দেওয়া হয়। রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস জানান, প্রকল্পের শুরুতে ২০০ জনকে পরিচয়পত্র ও বিমা সুরক্ষার পাসবই দেওয়া হলেও পরে আরও ৬০০ জনকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এই প্রকল্পে অসংগঠিত শ্রমিকরা প্রতি মাসে ২০ টাকা করে পঞ্চায়েতের মাধ্যমে জমা দিলে ৬০ বছর বয়সে ৮ শতাংশ সুদ সমেত পুরো টাকা ফেরত পাবেন। তাছাড়াও মাসে ১১০০ টাকা করে পেনশন ও দুর্ঘটনাজনিত কারনে মৃত্যু হলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। অনুষ্ঠানে পঞ্চায়েত সভাপতি ছাড়াও স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস, পঞ্চায়েত সদস্য মণীন্দ্র দত্ত ও পদিমা ১-এর প্রধান অম্বিকা জানা উপস্থিত ছিলেন। |
স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
বৃহস্পতিবার ‘বসে আঁকো’। মেদিনীপুরে নির্মল হৃদয় আশ্রমে। ছবি: কিংশুক আইচ। |
নির্মল হৃদয় আশ্রম বিদ্যালয়ের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দু’দিন ব্যাপী অনুষ্ঠান হয়ে গেল। প্রভাতফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বুধবার। পরে এক অনুষ্ঠানে এসেছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, কলকাতার আর্চ বিশপ ফাদার টমাস ডিসুজা, প্রাক্তন বিধায়ক সন্তোষ রাণা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় ডিসুজা প্রমুখ। অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়। সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিকেলে ছিল প্রীতি ফুটবল ম্যাচ। প্রধান শিক্ষক জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর পাশাপাশি গত বছরে শুরু হওয়া বর্ষব্যাপী হীরক জয়ন্তী উৎসবেরও সমাপ্তি হল বৃহষ্পতিবার। |
মাওবাদী মামলায় অভিযুক্ত গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
খেজুরি থানার মাওবাদী মামলায় অভিযুক্ত, বর্তমানে জামিনে থাকা লুৎফর রহমানকে নন্দীগ্রাম থানার একটি মামলায় যুক্ত থাকার অভিযোগে কাঁথি শহর থেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার আদালতে আসার পথে তাঁকে গ্রেফতার করা হয়। সরকারি আইনজীবী গৌতম সামন্ত জানান, এ দিন খেজুরি মাওবাদী মামলার তদন্তকারী আধিকারিক অতনু সাঁতরার সাক্ষ্য গ্রহণের দিন থাকলেও মামলার অন্যতম অভিযুক্ত লুৎফর রহমান না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। |
মৎস্যজীবীদের দাবি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বঙ্গোপসাগরে ৭৭টি বিদেশি ট্রলারকে মাছ ধরার ‘পারমিট’ বাতিল করা-সহ একাধিক দাবিতে স্মারকলিপি জমা দিল কাঁথি মহকুমার একটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি। বুধবার কাঁথির মহকুমাশাসক ও মৎস্য দফতরের সহ-মৎস্যধিকর্তার (সামুদ্রিক) কাছে স্মারকলিপি দেয় তারা। মৎস্যখটির জায়গা মৎস্য দফতরের হাতে হস্তান্তর করা-সহ ডিজেলে ভর্তুকি দেওয়া, মৎস্যজীবীদের জন্য বয়স্ক ভাতা চালু করা ও অস্থায়ী খটি কর্মচারিদের স্থায়ীকরনের দাবি জানায় তারা। ডেপুটেশনে নেতৃত্ব দেন সমিতির সম্পাদক লক্ষ্মীনারায়ণ জানা, সভাপতি অনন্ত বেরা রাজকুমার পণ্ডা, শেখ আজিজুল আলি প্রমুখ। স্মারকলিপি দেওয়ার আগে মৎস্যজীবীদের একটি মিছিল কাঁথি শহর পরিক্রমা করে। |
দিঘায় বৈঠক |
রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল সৈকত কেন্দ্র মন্দারমণি ও দিঘা পরিদর্শন করলেন বৃহস্পতিবার। বিধায়ক সমরেশ দাসের নেতৃত্বে প্রথমে মন্দারমণি ও পরে দুপুরে দিঘায় যান তাঁরা। সেখানে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল-সহ পর্ষদের অন্যান্য আধিকারিকদের সঙ্গে উন্নয়ন মূলক কাজকর্ম নিয়ে বৈঠক করেন। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী, দশরথ তিরকে, চাঁদ মহম্মদ ও দিবাকর হাঁসদা। শুক্রবার তাঁরা তালসারি পরিদর্শনে যাবেন বলেও জানা গিয়েছে। |
কেশপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল |
|
—নিজস্ব চিত্র। |
কেশপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দ্বন্দ্বে দাঁড়ি টানতেই বুধবার পিংলা ও নারায়ণগড়ের পাশাপাশি কেশপুরেও ব্লক সভাপতি বদল করেন জেলা তৃণমূল নেতৃত্ব। আশিস প্রামাণিককে সরিয়ে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় মহীউদ্দিন আহমেদকে। তার প্রতিবাদেই বৃহস্পতিবার বিক্ষোভ দেখান একাংশ কর্মী-সমর্থক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও দলীয় পতাকা নিয়েই চলে বিক্ষোভ। |
|