টুকরো খবর
সুব্রত দায়িত্ব নিলেন নতুন টালিগঞ্জের
মুছে গেল দীর্ঘ ৭০ বছরের ঐতিহ্য। বদলে গেল টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবের নাম। বৃহস্পতিবার চিরাগের সঙ্গে টালিগঞ্জ অগ্রগামীর যে চুক্তিপত্র সই হল, তাতে এ বার থেকে তাদের ফুটবল ক্লাবের নাম বদলে হচ্ছে চিরাগ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। যেখানে ক্লাবের শেয়ার ৬০ শতাংশ এবং চিরাগের ৪০ শতাংশ। ক্রিকেট ক্লাবের নাম অবশ্য টালিগঞ্জ আগ্রগামীই থাকছে। ক্লাবের কার্যকরী কমিটির অন্যতম সদস্য এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, “কোনও উপায় ছিল না। ফুটবলটাকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ জরুরি ছিল। ক্লাবের বাকি সদস্যরা এই সিদ্ধান্ত সমর্থন করেছেন।” চিরাগের সঙ্গে গাঁটছড়া বাঁধার পাশাপাশি ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছে সুব্রত ভট্টাচার্যকে। কোচ অবশ্য থাকছেন সত্যব্রত ভৌমিকই। বৃহস্পতিবার নতুন টালিগঞ্জের দায়িত্ব নেওয়ার পরে সুব্রত বলছিলেন, “দু’এক দিনের মধ্যেই অনুশীলনে নেমে পড়ব। আমার লক্ষ্য ক্লাবকে আই লিগে তোলা।” এখন ক্লাবের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব বিদেশি ফুটবলার খোঁজা। কারণ, ৩১ অগস্টই সই করানোর শেষ দিন।

ড্র ম্যাচে মেজাজ হারালেন ব্যারেটো
কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে স্বভাববিরুদ্ধ ভাবে মেজাজ হারালেন হোসে রামিরেজ ব্যারেটো। বৃহস্পতিবার কল্যাণীতে সাদার্ন সমিতির সঙ্গে ২-২ ড্র করল ভবানীপুর। ম্যাচের একদম শেষ লগ্নে ভবানীপুরের বিরুদ্ধে একটা ফ্রি কিক দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। রেফারির দিকে তেড়ে যান ব্যারেটো-সহ ভবানীপুরের বাকি ফুটবলাররা। এমনকী ম্যাচের পরে ম্যাচ কমিশনার এবং চতুর্থ রেফারির সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান ব্যারেটো। এ দিকে, বৃহস্পতিবার অসুস্থতার জন্য মোহনবাগান অনুশীলনে আসতে পারলেন না টোলগে ওজবে। কোচ সন্তোষ কাশ্যপ বললেন, “টোলগেকে বিশ্রাম দিয়েছি। যত দিন না সুস্থ হচ্ছে, তত দিন মাঠে আসতে বারণ করেছি।”

আইপিএলের ছায়া কেপি-বিতর্কে
কেভিন পিটারসেনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার নিয়ে অনিশ্চয়তার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে দায়ী করছেন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁর সাফ কথা, “আইপিএল চলার সময় ইংল্যান্ডের খেলা পড়ে। এটা অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবে। আইপিএল খেলার পর থেকেই পিটারসেনের মনোভাব বদলে গিয়েছে।” ইংল্যান্ড বোর্ডের সঙ্গে তাদের প্রধান প্লেয়ারদের চুক্তি আগামী মাসে। তার আগে পিটারসেন বিতর্ক মেটার কোনও ইঙ্গিত নেই।

ওয়েস্ট ইন্ডিজ দলে গেইল-নারিন
আইপিএলের ওয়েস্ট ইন্ডিয়ান তারকাদের প্রায় সবাইকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিল ওয়েস্ট ইন্ডিজ। এ দিন যে পনেরো জনের দল ঘোষণা হল, তাতে আছেন বেঙ্গালুরুর ক্রিস গেইল, মুম্বইয়ের কায়রন পোলার্ড-ডোয়েন স্মিথ, কলকাতার সুনীল নারিন, চেন্নাইয়ের ডোয়েন ব্র্যাভো, দিল্লির আন্দ্রে রাসেল, পুণের মার্লন স্যামুয়েলস। অধিনায়ক ডারেন সামি।

বিজ্ঞাপন সরাতে বলে বোর্ডের চিঠি সহারাকে
ফের সঙ্ঘাত বিসিসিআই এবং স্পনসর সহারা-র। ক্রিকেটারদের নিয়ে সহারা-র একটি বিজ্ঞাপন কুরুচিকর, মন্তব্য করে তা সরাতে বলে চিঠি দিল বোর্ড। সেই সঙ্গে বোর্ডের মত, বিজ্ঞাপনে চুক্তি ভঙ্গও হয়েছে। কারণ, চুক্তি অনুযায়ী তিন জনের পরিবর্তে বিজ্ঞাপনে দেখা গিয়েছে আট ক্রিকেটারকে।

জিতল চেলসি
ঘরের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেল চেলসি। বুধবার রাতে রিডিং-এর বিরুদ্ধে ৪-২ জিতলেন ল্যাম্পার্ড-টেরিরা। গোল করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (পেনাল্টি), গ্যারি কাহিল, ফের্নান্দো তোরেস এবং ইভানোভিচ।

অন্য খেলায়
চন্দননগরের রবীন্দ্রভবনে সারা বাংলা দেহসৌষ্ঠব প্রতিযোগিতা হবে আগামী রবিবার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.