টুকরো খবর |
ছাত্র সংঘর্ষ কমার্স কলেজে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কলেজে অনুষ্ঠান চলাকালীনই বাধল ছাত্র সংঘর্ষ। বৃহস্পতিবার মেদিনীপুর কমার্স কলেজের এই ঘটনায় আহত এক ছাত্রকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ দিন কমার্স কলেজে ছাত্র সংসদ (সিপি) পরিচালিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। শহরের স্পোর্টর্স কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ছাত্র পরিষদের (সিপি) কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কর্মীরা। প্রহৃত হয়েছেন কয়েকজন ছাত্র। মহম্মদ ফিরোজ নামে এক ছাত্র মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ফিরোজ তাদের কর্মী। সিপি’র মদতে বহিরাগত কয়েকজন তাঁর উপর হামলা করেছে। টিএমসিপি’র জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি বলেন, “বহিরাগতরা এসে সংগঠনের কর্মীদের মারধর করেছে। পুরো ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি।” অভিযোগ উড়িয়ে সিপি’র জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “গেট পাশ ছাড়াই কয়েকজন অনুষ্ঠানস্থলে ঢুকতে চেয়েছিল। সেখান থেকেই অশান্তির শুরু। সামান্য ধস্তাধস্তি হয়েছে।” পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। |
কৃষকদের সভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বুধবার খড়্গপুর গ্রামীণ থানার খেলাড়ে খেলাড় কমিউনিটি হলে আয়োজিত হল কৃষকদের সভা। খড়্গপুর-১ নম্বর ব্লক কৃষি বিভাগ ও খেলাড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই সভায় কিষাণ ক্রেডিট কার্ডের আবেদনপত্র বিতরণ করা হয়। খেলাড় অঞ্চলের গেড়িয়াবার, কাকরিয়া, উত্তর বালি, টাঙ্গাসোল, বলপাটনা, বেলাগেড়িয়া এলাকার প্রায় ৫০০ জন কৃষক আবেদনপত্র সংগ্রহ করেন। সভায় কিষান কার্ড ছাড়াও পঞ্চায়েতের অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণের আবেদনও জানান হয়। খড়্গপুর-১ ব্লকের ৮টি অঞ্চলের বাকি ৭টি অঞ্চলেও কিষান ক্রেডিট কার্ডের আবেদনপত্র বিতরণ করা হবে বলে জানান হয়। সভায় উপস্থিত ছিলেন সুব্রত কুমার সাহা, অশোক কুমার দাস-সহ সরকারি আধিকারিকরা। |
মেদিনীপুরে খুঁটি পুজো
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আর দু’মাসও সময় নেই। তাই সর্বত্রই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। ‘থিম’ বাছা হয়ে গিয়েছে অধিকাংশ পুজো কমিটিরই। তবে ‘হাতবদল’ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় তা সামনে আনছেন না অনেকেই! বৃহস্পতিবার খুঁটি পুজোর মাধ্যমে জোরকদমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল মেদিনীপুর শহরের বিধাননগরে। স্থানীয় বিবেকানন্দ ক্লাব ও নাগরিকবৃন্দের উদ্যোগে বিধাননগর (পূর্ব) সর্বজনীন দুর্গোৎসবের পুজোর এ বার দ্বিতীয় বর্ষ। পুজোর উদ্যোক্তারা অবশ্য তাঁদের ‘থিম’ সামনে আনতে শঙ্কিত নন! এ দিন আনুষ্ঠানিক ভাবে সেই ‘থিম’ ঘোষণা করলেন উদ্যোক্তারা। গত বছর মঙ্গলঘটের আদলে মন্ডপ তৈরি হয়েছিল এখানে। আর এ বছর মিশরীয় সভ্যতার অনুকরণে ইজিপ্টের আবু সিম্বলের মন্দিরের আদলে মন্ডপ তৈরির পরিকল্পনার কথা জানালেন তাঁরা। পুজো কমিটির সম্পাদক চম্পক দত্ত বলেন, “আশা করছি, এ বারের থিমও দর্শকদের নজর কাড়বে।” |
প্রয়াত আইনজীবী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মারা গেলেন আইনজীবী শীলভদ্র ভৌমিক (৬৫)। তাঁর বাড়ি খড়্গপুরে। কয়েক মাস অসুস্থ থাকার পরে বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। শীলভদ্রবাবু অবিভক্ত মেদিনীপুরে ছাত্র পরিষদ সভাপতি ছিলেন। তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক তীর্থঙ্কর ভকত-সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। এ দিন মেদিনীপুর আদালতেও কাজ বন্ধ রেখে আইনজীবীরো শোকসভা করেন। জেলা ও দায়রা বিচারক সমর রায়ের এজলাসেও শোকসভা করে ওই আইনজীবীর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। |
ধৃত প্রাথমিক শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্ত্রীকে মর্যাদা না দেওয়ায় আদালতের নির্দেশে এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রামচরণ পাল। বৃহস্পতিবার মেদিনীপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সঙ্গে জ্যোৎস্না পাল ও স্নেহলতা দাস পাল নামে দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রামচরণবাবুর স্ত্রী আদালতে এক মামলা করেছেন। এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশেই এই গ্রেফতার। রামচরণবাবু বর্তমানে জ্যোৎস্নাদেবীর সঙ্গে থাকেন এবং স্নেহলতাদেবী জ্যোৎস্নাদেবীর মা। |
মিছিলে ডিওয়াইএফ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মিছিল করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। অসমের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সংগঠনের জেলা কমিটির উদ্যোগের এই মিছিল করা হয়। নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ। পরে শহরে এক সভারও আয়োজন করা হয়েছিল। |
আইআইটিতে নাটক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুর আইআইটিতে মঞ্চস্থ হল ব্রাত্য বসুর নাটক ‘কৃষ্ণগহ্বর’। নেতাজি অডিটোরিয়ামে এই নাটকের আয়োজন করেছিল খড়্গপুর আইআইটি-র বেঙ্গলি স্টুডেন্টস থিয়েটার এন্ড ড্রামাটিক সোসাইটি। অভিনয়ে ছিলেন খড়্গপুর আইআইটির ছাত্রছাত্রীরা। |
|