দু’টি হাতির দলকে নিয়ে সমস্যায় বনদফতর
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
সোনামুখী রেঞ্জে দলমার দল। বৃহস্পতিবার ছবিটি তুলেছেন শুভ্র মিত্র। |
দুই অচেনা হাতির দলের মুখোমুখি হয়ে পড়ার সম্ভাবনায় ঘুম ছুটেছে বাঁকুড়া (উত্তর) বন বিভাগের। বৃহস্পতিবার ভোরে বিষ্ণুপুর বন বিভাগের বাঁকাদহ রেঞ্জ থেকে দ্বারকেশ্বর নদ পেরিয়ে সোনামুখীর জঙ্গলে ঢুকেছে দলমার ৩০টি দাঁতাল। অন্য দিকে গত প্রায় দু’মাস সোনামুখী লাগোয়া বেলিয়াতোড় জঙ্গলে অবস্থান করছে এই বছর প্রথম ময়ূরঝর্না থেকে আসা ২৫টি হাতির একটি দল। ডিএফও (বাঁকুড়া উত্তর) এস কুলন ডেইভাল বলেন, “দলমার হাতিরা আসে চেনা রুটে। এ বারও এসেছে। কিন্তু সেই রুটের উপর বেলিয়াতোড়ে এ বার অবস্থান করছে ময়ূরঝর্না থেকে আসা নতুন একটি হাতির দল। দুই অচেনা দল মুখোমুখি হয়ে গেলে সংঘর্ষ অনিবার্য। আমরা বৃহস্পতিবার তড়িঘড়ি দলমা বাহিনীকে বাঁদিকে (সোনামুখী -পাত্রসায়রের) রেখে ডান দিকে (পাঁচাল -রাধানগরের) ময়ূরঝর্নার দলটিকে বিষ্ণুপুরে পাঠানোর চেষ্টা শুরু করেছি।” এ দিকে দুই হাতির দলের যাঁতাকলে পড়ে প্রাণ ওষ্টাগত হয়ে উঠেছে বৃন্দাবনপুর, ভুলা, পাথরা, মানিকবাজার ইত্যাদি গ্রামের বাসিন্দাদের। পাথরা গ্রামের দয়াময় কুণ্ডু, বৃন্দাবনপুরের সুভাষ তুং বলেন, “দিনের পর দিন হাতির হামলায় চাষবাস লাটে উঠেছে। ভাঙা পড়ছে ঘরদোর। বন দফতরের টনক নড়ছে না। তবু ভাল লড়াইয়ে হাতি জখম হবে ভেবে খেদানোর কাজ শুরু হয়েছে। গেলে আমরা স্বস্তি পাই।” কিন্তু সোনামুখীর রেঞ্জ অফিসার ডিকে ঝা বললেন, “ময়ূরঝর্নার দলকে আগেও তাড়ানোর চেষ্টা হয়েছে। পথ না জানায় এখানেই চলে এসেছে। এ বার সমস্যা জটিল।”
|
গ্রামে হাতির হামলা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
গ্রামে হামলা চালাল একটি দাঁতাল হাতি। বৃহস্পতিবার সকালে মেন্দাবাড়ির এলাকায় হাটখোলার কাছে ঘটনাটি ঘটেছে। বন্যপ্রানী তিন নম্বর বিভাগের কোদালবস্তির রেঞ্জ অফিসার সুরঞ্জন সরকার জানান, মেন্দাবাড়ি জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি বার হয়ে মেন্দাবাড়ি গ্রামে ঢোকে। হাতিটি রাতে এলাকার দুটি ঘর ভাঙে। দিনের আলো ফুটে যাওয়ায় হাতিটি আর মেন্দাবাড়ির জঙ্গলে ফেরেনি। মেন্দাবাড়ি ও সাঁতালি গ্রাম পঞ্চায়তের সীমার কাছে একটি সেগুন বাগানে ঢুকে পড়ে। সন্ধ্যা নামলে হাতিটি নিজেই জঙ্গলে ফিরে যাবে বলে মনে হচ্ছে।
|
সাপের ছোবলে মৃত্যু মহিলার
নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙ্গা |
হাবরা থানার গৈপুর এলাকায় বুধবার রাতে সাপের ছোবলে অঞ্জনা দাস (২৭) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অঞ্জনাদেবীকে প্রথমে স্থানীয় গৈপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে হাবরা স্টেট জেনারেল হাসপাতাল, বারাসত জেলা জেলা হাসপাতাল হয়ে আর জি কর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আজ ভোরবেলা তাঁর মৃত্যু হয়।
|
শব্দবাজি -সহ ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বেআইনি ভাবে প্রচুর শব্দবাজি মজুত রাখার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। স্থানীয় নেতাজি সুভাষ রোড এলাকার একটি গোপন ডেরা থেকে লক্ষাধিক টাকার ওই শব্দবাজি আটক করে তারা। পুলিশ জানায়, বহু দিন থেকেই খবর ছিল শহরের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশে ওই শব্দবাজিগুলি মজুত করা হয়েছে। এরপরই পুলিশ অভিযান শুরু করে।
|
খোনাখালি নদীতে কাঁকড়া ধরার সময় মনোতোষ মণ্ডল (৪২) নামে এক মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ। বৃহস্পতিবার দুপুরে পিরখালি ৫ নম্বর জঙ্গলের ঘটনা।
|
নাসারই গডার্ড স্পেস সেন্টার-এ মিলল ডাইনোসরের পদচিহ্ন। ১১ কোটি বছর আগের। এক শখের ডাইনোসর-সন্ধানীর এই দাবি খতিয়ে দেখছে নাসা। |