লক্ষাধিক টাকা চুরি গ্রামীণ ব্যাঙ্ক থেকে |
৩০ লক্ষেরও বেশি টাকা চুরি হল পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের আরামবাগ শাখা থেকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুরে। পুলিশ জানায়, গ্যাস-কাটার দিয়ে গ্রিল কেটে ব্যাঙ্কে ঢুকে ভল্ট ভেঙে টাকা চুরি করেছে দুষ্কৃতীরা। আরামবাগের এসডিপিও শিবপ্রসাদ পাত্র বলেন, “তদন্তের জন্য সিআইডি-র ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মলয়পুরে ওই গ্রামীণ ব্যাঙ্কের অফিসটি একটি দোতলা বাড়ির উপরে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন সিঁড়ি-লাগোয়া প্রধান দরজার গ্রিলের দরজা গ্যাস-কাটার দিয়ে কাটা হয়েছে। এরপরে ওই ব্যাঙ্কের ম্যানেজার ও পুলিশকে খবর দেন তাঁরা। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
|
স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের নালিশ, ধৃত |
স্ত্রীকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গত ১৬ অগস্ট গোঘাটের ফলুই গ্রামের বাসিন্দা ঝুমা ঘোষ (২৮) নামে ওই মহিলার গলায় ওড়না পেঁচিয়ে তাঁর স্বামী বিকাশ শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। তার পর থেকে বিকাশ পলাতক ছিল। বুধবার রাতে বিকাশকে ফুলইয়ের পাশের গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থানায় দায়ের করা অভিযোগে ঝুমার বাবা, ফলুইয়েরই বাসিন্দা সুকুমার সরকার জানান, বিকাশের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে তাঁর মেয়ের সঙ্গে অশান্তি চলছিল। তার জেরেই ঝুমাকে খুন করা হয়। বিকাশ-সহ তার বাড়ির ৫ জনের নামে খুনের অভিযোগ দায়ের হয়। পুলিশ জানায়, বাকি অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতকে বৃহস্পতিবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
রাজীব গাঁধীর স্মৃতিতে ফুটবল |
রাজীব গাঁধীর ৬৯ তম জন্মদিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা হল হুগলির সুগন্ধ্যায়। উদ্যোক্তা সুগন্ধ্যা রাজীব গাঁধী স্মৃতি সংসদ। গত ২০ অগস্ট আমন্ত্রণমূলক ওই প্রতিযোগিতায় যোগ দেয় জেলার ৮টি দল। চ্যাম্পিয়ন হয়েছে খন্যানের সিধু-কানু অ্যাকাডেমি। ফাইনালে তাদের মুখোমুখি হয় দেবানন্দপুর বয়েজ ইউনিয়ন ক্লাব। খন্যানের দলটি টাইব্রেকারে ৩-২ গোলে জেতে। দল ফাইনালে হারলেও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন দেবানন্দপুরের সন্দীপ বন্দ্যোপাধ্যায়। খেলার শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি সুগন্ধ্যা পঞ্চায়েত এলাকার ৭৭ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় সংগঠকদের তরফে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, প্রাক্তন খেলোয়াড় সত্যজিৎ চট্টোপাধ্যায়, সত্যজিৎ ঘোষ এবং দুলাল বিশ্বাস। |