ত্রিফলা আলো নিয়ে হট্টগোল, কক্ষত্যাগ |
‘ট্রাইডেন্ট’ বা ত্রিফলা আলোর বরাত দেওয়ার ক্ষেত্রে ‘দুর্নীতি’ নিয়ে বৃহস্পতিবার কলকাতা পুরসভার অধিবেশন কক্ষ উত্তাল হয়ে ওঠে। অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত দফায় দফায় হইহট্টগোল চলে। ত্রিফলা আলোর বরাত দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে একযোগে তদন্তের দাবি জানাতে থাকেন বাম ও কংগ্রেসের কাউন্সিলরেরা। তদন্তের দাবি নাকচ করে দেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে তিনি বলেন, “বিষয়টি নিয়ে মেয়র-পারিষদের পরবর্তী বৈঠকে আলোচনা হবে। বরাত দেওয়ার পদ্ধতিতে ত্রুটি ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।” তাঁদের তোলা তদন্তের দাবি মেয়র নাকচ করে দেওয়ায় শোভনবাবুর বক্তব্য চলাকালীন সভাকক্ষ ত্যাগ করেন বাম কাউন্সিলরেরা। পরে তাঁরা রাজ্যপালের কাছে স্মারকলিপি দেন।
|
বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানার ম্যাকলিয়ড স্ট্রিটে। মৃতের নাম কৌশল ছাবড়া (৪২)। এ দিন কৌশল ম্যাকলিয়ড স্ট্রিটে তাঁর বাবা-মায়ের কাছে আসেন। পুলিশ জানায়, সেখানে পাঁচতলার উপর থেকে ‘ঝাঁপ’ দেন তিনি। পুলিশের অনুমান, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি।
|
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির দুই পড়ুয়ার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় এক স্কুলগাড়ির চালককে। ধৃতের নাম সমিত সরকার। লালবাজারের এক কর্তা জানান, থানায় যে অভিযোগ হয়েছে তাতে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। আজ, শুক্রবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে।
|
চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে বুধবার, টালিগঞ্জ রোড এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। পুলিশ জানায়, ওই ব্যক্তি দিন দশেক আগে অফিস খুলে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন, শিক্ষাগত যোগ্যতার আসল নথি বা ২০০০ টাকা দিলে চাকরি মিলবে। অনেকে টাকা দিয়েও চাকরি না পেয়ে অভিযোগ করেন। |