ডিসেম্বরে রেলে নিয়োগ চারশো
বকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৪০০ কর্মী নিয়োগ হতে চলেছে। কাটিহার এবং আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে তাঁদের নিয়োগ করা হবে। ‘অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট’ থেকে সহকারি স্টেশন মাস্টার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ‘গুডস গার্ড’-এর মতো বিভিন্ন পদে নিয়োগ হবে। লোকোপাইলট-এর ২৬ টি পদে নিয়োগের পরীক্ষাও হয়ে গিয়েছে গত জুলাই মাসে। তাতে উত্তীর্ণদের অন্য পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শীঘ্রই নিয়োগ হবে। সেপ্টেম্বর মাসে আরও কিছু পদে কর্মী নিয়োগের পরবর্তী পরীক্ষা হবে। শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান মহম্মদ লতিফ খান বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে রেলের কাটিহার এবং আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ওই সমস্ত পদে অন্তত ৪০০ কর্মী নিয়োগ হতে চলেছে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে।” শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সূত্রেই জানা গিয়েছে, ডিসেম্বরের মধ্যে বিভিন্ন পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে ৪ দফায় পরীক্ষা হবে। আগামী সেপ্টেম্বর মাসেই জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পদে অন্তত ১৪৩ জনকে নিয়োগের পরীক্ষা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ এবং ১৬ সেপ্টেম্বর ওই পরীক্ষা হচ্ছে। কোন পদে কী যোগ্যতার প্রার্থী নেওয়া হবে নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েও দিচ্ছেন কর্তৃপক্ষ। সম্প্রতি শিলিগুড়িতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নতুন ভবন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাবীরস্থান উড়ালপুল সংলগ্ন টিকিয়াপাড়ায় এই নতুন ভবনে অবশ্য কাজকর্ম শুরু করা হয় উদ্বোধনের মাস দু’য়েক আগে থেকেই। কেন না শিলিগুড়ি টাউন স্টেশন সংলগ্ন রেলের যে পুরনো ভবনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিস চালু করা হয়েছিল গত বছর ভূমিকম্পে তা ক্ষতিগ্রস্ত হয়। নতুন ভবন নির্মাণ কাজ শেষ হতেই তাই উদ্বোধন না করেই সেখানে দফতরের কাজকর্ম শুরু করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর থাকার সময় ২০১০ সালের গোড়ায় শিলিগুড়িতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিস চালু হয়। শিলিগুড়ি টাউন স্টেশন সংলগ্ন একটি পুরনো ভবনে তা চালু করার কথা জানানো হয়। তা লোক দেখানো বলে অভিযোগ তোলে বামেরা। অফিস চালু হলেও সেখানে কর্মী নিয়োগ হয়নি অভিযোগ তুলে সিপিএমের যুব সংগঠন আন্দোলনে নামে। অফিস চালুর মাস দু’য়েকের মধ্যে একজন চেয়ারম্যান পদে আধিকারিক যোগ দেন। যিনি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কাজ এই অফিস থেকে পরিচালনা করবেন। সহকারী সচিব, অর্থ বিভাগের আধিকারিক-সহ অন্য পদে নিয়োগ করা হয়। বর্তমানে কর্মী-আধিকারিক মিলিয়ে ১৩ জন রয়েছেন। ইতিমধ্যেই শিলিগুড়ির এই রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গত ১৫ জুলাই লোকো পাইলট পদে কর্মীর জন্য প্রথম পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ডিওয়াইফের দার্জিলিং জেলা সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, “নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়টিকে স্বাগত জানাচ্ছি। তবে যে হারে নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছিল তার কিছুই এখনও হয়নি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.