টুকরো খবর |
সমাবেশ নয়, এসএফআই আটকে মিছিলে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
এসএফআইয়ের মিছিল।—নিজস্ব চিত্র। |
সংগঠনের জেলা সম্মেলন উপলক্ষে এ বছর প্রকাশ্য সমাবেশ হয়নি। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, সম্মেলনের পর সমাবেশ হবে। কিন্তু পরিস্থিতি দেখে সে দিকেও এগোলো না এসএফআই। মিছিল-ডেপুটেশনেই ‘আটকে’ গেল সিপিএমের ছাত্র সংগঠনের কর্মসূচি। বুধবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল চত্বর থেকে মিছিল শুরু হয়। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, জেলা সভাপতি সোমনাথ চন্দ্র প্রমুখ। পরে জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীকে ডেপুটেশন দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধ, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফেরানো, সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু, ইন্টারন্যাল অ্যাসেসমেন্টের নম্বর মার্কশিটে উল্লেখ-সহ ১৭ দফা দাবি জানানো হয়। এ দিন মিছিল শুরুর আগে বিদ্যাসাগর হল চত্বরে ছোট সভা হয়। সেখানে সৌগত বলেন, “প্রতিকূল পরিস্থিতির মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। শিক্ষকদের উপর হামলা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবাদ হবেই।” কয়েকদিন আগেই ডেবরায় এসএফআইয়ের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনে প্রকাশ্যে এসেছে সংগঠনের ‘মতবিরোধ’। নেতৃত্বের কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে একাংশ কর্মী-সমর্থকের ক্ষোভ আছড়ে পড়েছে ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, জেলা সম্মেলন উপলক্ষে ডেবরায় প্রকাশ্য সমাবেশ হবে না। বদলে ৮ অগস্ট মেদিনীপুরে সমাবেশ হবে। পরে ঠিক হয়, ২২ অগস্ট ওই সমাবেশ হবে। পরে অবশ্য সমাবেশ না করারই সিদ্ধান্ত নেয় এসএফআই। সংগঠনের এক সূত্রে খবর, বেশি জমায়েত করা যাবে না বুঝেই সমাবেশের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা হয়েছে। বুধবারের জমায়েত দেখে অবশ্য এক ছাত্র নেতার আক্ষেপ, “যে সংখ্যক কর্মী-সমর্থক এসেছিলেন, তাতে সভা করাই যেত।”
|
৫ ছাত্র হস্টেল থেকে বহিষ্কৃত শালবনিতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হস্টেলের মধ্যে অষ্টম শ্রেণির এক ছাত্রকে মারধরে অভিযুক্ত নবম শ্রেণির ৫ ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার করলেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি শালবনি হাইস্কুলের তফসিলি ছাত্রাবাসের। বুধবার ওই ৫ জনকে বহিষ্কার করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রকাশ মাহাতো বলেন, “অভিযোগ খতিয়ে দেখেই এই পদক্ষেপ করা হয়েছে।” মারধরের ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। প্রহৃত ছাত্রের নাম দিব্যেন্দু মাল। কয়েকদিন আগে তার জন্য বাড়ি থেকে মুড়ি পাঠানো হয়েছিল। নবম শ্রেণির ৫ ছাত্র তা খেয়ে নেয়। প্রতিবাদ করায় ব্লেড দিয়ে দিব্যেন্দুর দু’হাতে নবম শ্রেণির ছাত্রেরা আঘাত করে বলে অভিযোগ। তাকে কিল, চড়, ঘুষিও মারা হয়। ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার ঘটনার কথা জানাজানি হয়। দিব্যেন্দুকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেন স্কুল-কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্রদের কাছ থেকেই ঘটনার কথা জেনেছেন তাঁরা। এই স্কুলের ছাত্রাবাসে নবম শ্রেণি পর্যন্ত ছাত্ররা থাকে। সব মিলিয়ে আবাসিক সংখ্যা ৪২। ঘটনার দিন অবশ্য ২৬ জন ছিল। নবম শ্রেণির ছাত্রদের কাছে মোবাইলও থাকে। দিব্যেন্দুর কাছে মোবাইল না থাকায় অন্য ছাত্রদের কাছ থেকেই ছেলের খবর নিতেন দিব্যেন্দুর বাবা-মা। গত শুক্রবার ফোন করে ছেলের খোঁজ নিতে গিয়ে নির্যাতনের খবর পান তাঁরা। তারপরই ছেলেকে হস্টেল থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “৫ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তা খতিয়ে দেখেই এই পদক্ষেপ করা হয়েছে। ওরা আর হস্টেলে থাকতে পারবে না।”
|
তিনটি ব্লকের তৃণমূল নেতৃত্বে রদবদল জেলায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুরের তিনটি ব্লকে নেতৃত্বে রদবদল করল তৃণমূল। পিংলা, নারায়ণগড় ও কেশপুর, এই তিনটি ব্লকের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। পিংলায় তৃণমূলের কোনও ব্লক সভাপতি ছিলেন না। ব্লকের দায়িত্ব সামলাতেন কনভেনর গৌতম জানা। তাঁকেই ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নায়ারণগড়ে সূর্য অট্টকে সরিয়ে ব্লক সভাপতি করা হয়েছে মিহির চন্দকে। মিহিরবাবু আগে ব্লকের সহ-সভাপতি ছিলেন। আর কেশপুরে আশিস প্রামানিকের জায়গায় নতুন ব্লক সভাপতি হয়েছেন মহীউদ্দিন আহমেদ। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “রাজ্য নেতৃত্বের পরামর্শেই এই পদক্ষেপ।” হঠাৎ কেন এই রদবদল? তৃণমূল সূত্রের খবর, এই তিনটি ব্লকেই গোষ্ঠী কোন্দলে জেরবার দল। সিপিএম কর্মী-সমর্থকদের উপর অত্যাচার, তোলাবাজি-সহ নানা অভিযোগও উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কেশপুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব মাত্রা ছাড়িয়েছিল। সম্প্রতি একাধিক বার সংঘর্ষে জড়িয়েছে তৃণমূলের দু’টি গোষ্ঠী। রাজ্যে পালাবদলের পর চিত্ত গড়াইকে সরিয়ে কেশপুরের ব্লক সভাপতি করা হয়েছিল আশিস প্রামাণিককে। তারপর থেকে বারবার সংঘর্ষে জড়িয়েছে চিত্ত অনুগামী ও আশিস গোষ্ঠী। বোমাবাজি, গুলিচালনার ঘটনাও ঘটেছে। পিংলা ও নারায়ণগড়েও বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তৃণমূলের একটি সূত্রের খবর, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের ‘ভাবমূর্তি’ রক্ষা করতে উঠে পড়ে লেগেছেন নেতৃত্ব। সেই সূত্রেই ব্লক স্তরে এই পদক্ষেপ।
|
গোপ কলেজে চালু মিউজিয়াম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিবিজড়িত এই ঘরেই চালু হয়েছে মিউজিয়াম। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় ক্যাম্পাসে গড়ে ওঠা হেরিটেজ মিউজিয়ামের উদ্বোধন হল বুধবার। উদ্বোধন করেন বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ। এ দিন মহিলা কলেজের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীও উদ্যাপন হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম শিক্ষা অধিকর্তা আশিস ঘোষ, কলেজের পরিচালন সমিতির সভাপতি অন্তরা ভট্টাচার্য প্রমুখ। মহিলা কলেজ ক্যাম্পাসে একটি ঘর রয়েছে। স্বাধীনতার আগে বিপ্লবীরা এখানে থাকতেন। গুপ্ত সমিতির বৈঠক হত। রাজ্য হেরিটেজ কমিশনের সহায়তায় আগেই এই ঘরটি সংস্কার করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এখানে মিউজিয়াম তৈরিতে উদ্যোগী হন। নানা সময় মেদিনীপুরে এসেছেন মোহনদাস কর্মচন্দ গাঁধী, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন বসুর মতো বিশিষ্টজনেরা। তাঁদের ব্যবহৃত সামগ্রী এই মিউজিয়ামে রাখা হয়েছে। সঙ্গে জঙ্গলমহল এলাকার কিছু কুটিরশিল্প এখান রাখা হয়েছে। মহিলা কলেজের অধ্যক্ষ উদয়চাঁদ পাল বলেন, “ওই ঘরটির সঙ্গে বিপ্লবীদের স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই ওখানে মিউজিয়াম করা হল।”
|
স্ত্রীকে নির্যাতনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ধরা পড়লেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে চন্দ্রকোনা থানার বেউড়গ্রামে বাড়ি থেকেই ভজহরি হাজরা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বুধবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। বছর চারেক আগে চন্দ্রকোনার মাড়মহেশপুরের তারাপদ ঘোষের মেয়ে রিঙ্কুর সঙ্গে বেউড়গ্রামের কৃষক ভজহরির বিয়ে হয়। দম্পতির আড়াই বছরের মেয়ে রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই রিঙ্কুদেবীর উপর অত্যাচার করতেন ভজহরিবাবু। অত্যাচার সহ্য করতে না-পেরে মঙ্গলবার সকালে মেয়েকে নিযে বাপের বাড়ি ফিরে যান রিঙ্কুদেবী। সন্ধ্যায় চন্দ্রকোনা থানায় এসে স্বামীর বিরুদ্ধে বধূ নিযার্তনের মামলা করেন তিনি।
|
যুবকের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালতোড়ের আমকোপা পঞ্চায়েতের ভুলা-কলোনিতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম জগদীশ মণ্ডল (৩৪)। দীর্ঘ দিন ধরে জগদীশবাবু দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। বাড়িরই একটি ঘরে তাঁর দেহ ঝুলতে দেখেন পরিজনেরা। পুলিশের অনুমান, অবসাদে আত্মঘাতী হয়েছেন জগদীশবাবু।
|
রেলশহরে নাটক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপরের সুভাষপল্লিতে আয়োজিত হল মনোজ মিত্রের নাটক ‘নৈশভোজ’। খড়্গপুর মহকুমা নাট্যদল ‘সমন্বয় মঞ্চে’র উদ্যোগে কালীমন্দির সভাগৃহে মঞ্চস্থ নাটকের নির্দেশনা সমীর গঙ্গোপাধ্যায়ের। দেশের সামাজিক সমস্যা নিয়ে রচিত এই নাটকে অভিনয় করেন স্থানীয় শিল্পীরা। এটি ছিল মঞ্চ-র চতুর্থ বর্ষের ষষ্ঠ নিবেদন।
|
সরব যুব কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘নো-এন্ট্রি’ বোর্ড থাকা সত্ত্বেও স্কুল-কলেজের পাশ দিয়ে বাস চলাচল করায় সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের। এই অভিযোগে তুলে বুধবার জেলা পরিবহণ আধিকারিক বিপুল বিশ্বাসের দ্বারস্থ হয় যুব কংগ্রেস। নেতৃত্বে ছিলেন নির্মাল্য বন্দ্যোপাধ্যায়, কৌস্তভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। যুব কংগ্রেস নেতা নির্মাল্য বলেন, “মেদিনীপুর কলেজের পাশে কলেজিয়েট স্কুল রয়েছে। পাশের রাস্তা দিয়ে স্কুলের সময় বাস চলাচল বন্ধ থাকার কথা। তা থাকছে না। এই বিষয়টিও আমরা পরিবহণ আধিকারিককে জানিয়েছি।” অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পরিবহণ আধিকারিক।
|
প্রতিষ্ঠা বার্ষিকী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিদ্যাপীঠের (বালক) ১৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন হল বুধবার। এই উপলক্ষে স্কুল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সরোজ মিশ্র, পরিচালন সমিতির সম্পাদক মৃণাল চৌধুরী প্রমুখ। |
|