টুকরো খবর
রবিতীর্থের প্রবেশমূল্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্বপ্নের প্রকল্প’ নিউ টাউনের রবিতীর্থের প্রবেশমূল্য ১০ টাকা ধার্য করা হল। বুধবার নিউ টাউনে রবিতীর্থের টাস্ক ফোর্সের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় হাজির ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, দফতরের প্রধান সচিব তথা হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন, তথ্য সংস্কৃতি দফতরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী, শাঁওলি মিত্র, শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী। রবিতীর্থ সূত্রে খবর, প্রাথমিক ভাবে এই প্রবেশমূল্য ঠিক করা হলেও পরে তা বাড়তে বা কমতে পারে। এই প্রবেশমূল্য দিয়ে সাধারণ মানুষ রবিতীর্থের মিউজিয়াম, গ্রন্থাগার ও সভাগৃহের অনুষ্ঠান দেখতে পাবেন। ওয়াকিবহাল মহলের অভিমত, ঢোকার ক্ষেত্রে প্রবেশমূল্য থাকলে ভিতরের পরিবেশ ‘নিয়ন্ত্রণে’ রাখার কাজটিও সহজ হবে। আগামী ১৫ সেপ্টেম্বর রবীন্দ্রনাথের তিনটি নাটক দিয়ে যাত্রা শুরু হবে রবিতীর্থের। আপাতত হিডকোর তরফে রবিতীর্থের রক্ষণাবেক্ষণ করা হবে। এ ছাড়া তথ্য সংস্কৃতি দফতরের তরফে বেশ কয়েকটি প্রদর্শনীও করা হবে বলে জানা গিয়েছে। হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, “অল্প প্রবেশমূল্য রাখা হচ্ছে। আশা করি তা কখনও রবিতীর্থের দর্শনার্থীদের কাছে বাধা হবে না।”

পুলিশি হেফাজত
যাদবপুরে গণধর্ষণ-কাণ্ডে অন্যতম অভিযুক্ত কাদের আলি ওরফে সন্টা বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করল। ঘটনার পর থেকে সে নিখোঁজ ছিল। কাদেরের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আদালতে তার জামিনের আবেদন করেন। তিনি জানান, যে ঘরে ধর্ষণ হয় বলে অভিযোগ, কাদের সেটির কেয়ারটেকার। স্থানীয় কিছু যুবক সেখানে গিয়ে কাদেরকে হুমকি দিয়ে ঘর খুলে বেআইনি কাজ করত। ঘটনায় সময়ে কাদের ছিল না। সরকারি আইনজীবী তপন সাহা জামিনের আবেদনের বিরোধিতা করে জানান, অভিযুক্তদের সকলকেই কাদের চেনে। অভিযোগকারিণী এ দিন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। তা বিবেচনা করে আদালত কাদেরকে ২৭ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজত দেয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দিচ্ছেন
দক্ষিণ ২৪ পরগনার এডিজি যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়। বুধবার। —নিজস্ব চিত্র

নিখোঁজ ছাত্রীর পচাগলা দেহ মিলল গঙ্গায়
নিমতা ওলাইচণ্ডীতলার এক নিখোঁজ তরুণীর পচাগলা দেহ ১০ দিন পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোহিনী পাল নামে বেলঘরিয়া মহাকালী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী ১৩ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন। ১৪ অগস্ট নিমতা থানায় নিখোঁজ ডায়েরি এবং ১৯ তারিখে অপহরণের অভিযোগ করে তাঁর পরিবার। পুলিশ সোহিনীর একটি ডায়েরি পেয়েছে। তাতে মা, বাবা-সহ বিভিন্ন জনকে লেখা ১৫ পাতার চিঠিতে মান-অভিমান, পরীক্ষায় খারাপ ফল, প্রেমে ব্যর্থতা, পরীক্ষার প্রস্তুতি না-হওয়ার মতো নানা কথা আছে। তাই ঠিক কী কারণে ওই তরুণী নিখোঁজ হন, পুলিশ তা বুঝতে পারছে না। সোহিনীর মোবাইলেও বিভিন্ন বিষয়ে মেসেজ আছে। বুধবার রাতে গঙ্গায় মৃতদেহ উদ্ধারের পরে জামাকাপড় দেখে বাড়ির লোকেরা সোহিনীকে শনাক্ত করেন।

গাড়ির ধাক্কায় মৃত্যু
নিউ টাউন থানা এলাকায় বুধবার রাতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সুজিত গোস্বামী (৪০)। তিনি হাঁটছিলেন। একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়।

চুরির ঘটনায় ধৃত
মন্দিরে চুরির ঘটনায় এক যুবক গ্রেফতার হয়েছে। ধৃতের নাম ছোট্টু মণ্ডল। দিন দশেক আগে হরিদেবপুরের একটি মন্দির থেকে কয়েক হাজার টাকার সোনা-রুপোর গয়না চুরি হয়েছিল। সেই ঘটনায় জড়িত সন্দেহে সোনারপুর থেকে ছোট্টু গ্রেফতার হয়। উদ্ধার হয়েছে চুরি যাওয়া গয়নাও।

‘পুকুর ভরাট’, ধৃত ১
মানিকতলায় একটি পুকুর ভরাট করার অভিযোগে বুধবার এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। ধৃতের নাম গোপাল দত্ত। পুলিশ জানায়, গোপালবাবু তাঁর বাড়ির কাছের একটি পুকুর ভরাটের চেষ্টা করছিলেন। এ বিষয়ে পুরসভা থেকে থানায় অভিযোগ দায়ের হয়।

‘মুক্তধারা’র বিশেষ প্রদর্শনী দেখতে নন্দনে রাজ্যপাল এম কে নারায়ণন।
সঙ্গে ছবির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রবিবার। ছবি: বিশ্বনাথ বণিক

দুর্ঘটনায় মৃত্যু

সুকিয়া স্ট্রিট ও এপিসি রোডের মোড়ে মঙ্গলবার রাতে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম মধুসূদন দাস (৭০)। বাড়ি কেশব সেন স্ট্রিটে। এনআরএসে তাঁকে মৃত ঘোষণা করা হয়।


দেহ উদ্ধার
নিখোঁজ এক কিশোরের দেহ মিলল বুধবার মাঝেরহাট ব্রিজের নীচের পুকুরে। মৃতের নাম টকি রাউত (১৬)। বাড়ি এন্টালির ছাতুবাবু লেনে। মঙ্গলবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.