ব্যাঙ্ক ধর্মঘটে ঝাঁপ খোলেনি এটিএমেরও |
ব্যাঙ্ক ধর্মঘটের জেরে বন্ধ রইল এটিএম। বর্ধমান স্টেশন লাগোয়া
এলাকায় বুধবার ছবিটি তুলেছেন উদিত সিংহ। |
ধর্মঘটের ফলে বুধবার বিভিন্ন রাজ্যে কম-বেশি ব্যাহত হয়েছে ব্যাঙ্কিং পরিষেবা। বিশেষ করে অসুবিধায় পড়েছে চেক ক্লিয়ারিং ব্যবস্থা। তবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম বা বৈদ্যুতিন ব্যবস্থায় টাকা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে পাঠানোর প্রক্রিয়া চালু থাকায় শেয়ার বাজারে লেনদেনে সমস্যা হয়নি। এ দিনই ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর ডাকে দেশ জুড়ে টানা দু’দিনের ধর্মঘট শুরু হয়েছে। শুধু রাষ্ট্রায়ত্ত নয়, বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কও রয়েছে এর আওতায়। পশ্চিমবঙ্গে এই দিন কোনও ব্যাঙ্কেই কাজ হয়নি। সিংহভাগ এটিমও ছিল বন্ধ। আজ বৃহস্পতিবারও চলবে ধর্মঘট। এটিএমের ঝাঁপ বন্ধ থাকায় এ রাজ্যে গ্রাহকেরা জরুরি প্রয়োজনে টাকা তুলতে পারেননি। বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, তাঁরা মঙ্গলবারই এটিএমে টাকা ভরে রেখেছিলেন। কিন্তু নিরাপত্তা -রক্ষীরাও ধর্মঘটে সামিল হওয়ায় এটিএমের দরজাই খোলা হয়নি। অ্যাসোচ্যামের দাবি, প্রথম দিনের ধর্মঘটেই জাতীয় অর্থনীতিতে ১০-১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বণিকসভার সেক্রেটারি জেনারেল ডি এস রাওয়াত বলেন, “চেক ক্লিয়ার না-হওয়ায় বিভিন্ন শিল্প সংস্থা মোটা অঙ্কের সুদ পাওয়া থেকে বঞ্চিত হয়েছে।” এ বারও ধর্মঘটে সব থেকে বেশি সাড়া মিলেছে পশ্চিমবঙ্গে। পূর্বাঞ্চলের অন্য রাজ্যেও অধিকাংশ ব্যাঙ্কের শাখাই বন্ধ ছিল বলে দাবি করেছে ইউনিয়ন।
|
কিপটেমির জন্যই আমাকে মনে রাখবেন: রতন টাটা |
সংস্থার শেয়ারহোল্ডাররা তাঁকে মনে রাখবেন ‘কিপটেমি’র জন্য। বুধবার চেয়ারম্যান হিসেবে টাটা কেমিক্যালসের শেষ বার্ষিক সভার মঞ্চ থেকে পরিহাসের ছলে এই কথাই বলতে শোনা গেল রতন টাটাকে। তিনি বলেন, “কিপটেমির জন্যই আমাকে মনে রাখবেন।” এর কারণ যে শেয়ারহোল্ডারদের বাড়তি পাওনা-গণ্ডা দেওয়ার ব্যাপারে কার্পণ্য, তা-ও খোদ টাটাই জানিয়েছেন। তাঁর ব্যাখ্যায়, যদিও তাঁর মূল সংস্থার ব্যবসা ১০,০০০ কোটি ডলার, তবুও কৃপণতার জন্যই তিনি ওই ধরনের সিদ্ধান্ত নিতেন। উল্টো দিকে, যাঁকে উত্তরাধিকারী হিসেবে বসিয়ে যাচ্ছেন, সেই সাইরাস মিস্ত্রিকে ‘উদারচেতা’ হিসেবে প্রশংসা করবেন বলে রসিকতার ঢঙে মন্তব্য করেন টাটা। ডিসেম্বরে অবসর নেওয়ার আগে টাটা গোষ্ঠীর বড় কোনও সংস্থায় এটাই ছিল তাঁর শেষ বার্ষিক সভা।
|
৭ বিদেশি ব্যাঙ্ককে শাখা খোলায় সায় |
৭টি বিদেশি ব্যাঙ্ককে ভারতে শাখা খোলার অনুমতি দিল কেন্দ্র। লোকসভায় অর্থমন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে বছরে ১২টি এ ধরনের শাখা খুলতে দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। অনুমতি পাওয়া ব্যাঙ্ক -গুলি হল: বিএনপি পারিবাস, সোশিয়েট জেনারেল, স্ট্যান্ডার্ড চার্টার্ড, মর্গ্যান স্ট্যানলি, ওয়েস্টপ্যাক, ব্যাঙ্ক অফ বাহারিন-কুয়েত, স্টেট ব্যাঙ্ক অফ মরিশাস।
|
বাংলাদেশের বেনাপোল বন্দরে তাঁদের এক জনকে মারধর করা হয়েছে, এই অভিযোগ তুলে বুধবার পেট্রাপোল বন্দরে বিক্ষোভ-অবরোধ করলেন এ দেশের ট্রাক-চালকেরা। |