টুকরো খবর
এক রাতে পাঁচ মন্দিরে চুরি
একই রাতে বোলপুর থানার বাহিরি গ্রামে পর পর ৫টি মন্দিরে চুরির ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাহিরি গ্রামের রায়বাড়ি সিংহবাহিনী মন্দির, চৈতন্যেশ্বর শিবমন্দির, ভট্টাচার্য বাড়ির দুর্গামন্দির, সর্বজনীন দুর্গামন্দির ও গ্রামের শিব মন্দিরে বুধবার সকালে চুরির বিষয় জানাজানি হয়। বাসিন্দাদের দাবি, প্রায় তিন লক্ষের বেশি টাকার সোনার জিনিস চুরি হয়েছে সিংহবাহিনী মন্দির থেকে। রায়বাড়ির পূত্রবধূ শিক্ষাদেবী বলেন, “দেবীর সোনার ত্রিশূল, সোনার মুকুট ও বেশ কিছু সোনার গয়না চুরি হয়েছে।”
চুরির পরে বাসিন্দাদের জটলা। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
অন্যান্য মন্দির থেকেও গয়না, জিনিসপত্র চুরি হয়েছে। স্বাভাবিক ভাবে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে এলাকায় যান বোলপুরের এসডিপিও প্রশান্ত চৌধুরী। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।” বছর খানেক আগে ওই গ্রামে একই কায়দায় প্রায় ৫টি মন্দিরে চুরি হয়েছিল। ধরপাকড় হলেও উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রী। স্বাভাবিক ভাবে ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে।

রাস্তা দখলের অভিযোগে পথ অবরোধ
এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ব্যবহার্য রাস্তা ঘিরে দেওয়ার অভিযোগে বুধবার অবরোধ হয়েছে রামপুরহাট থানার সাতঘরিয়া গ্রামে। অবরোধের পাশাপাশি বাসিন্দারা সিমেন্টের ছোট ছোট খুঁটি উপড়ে ফেলে দেন এবং ব্যবহারকারী রাস্তা বের করে দেওয়ার দাবিতে স্মারকলিপিও দেন পঞ্চায়েত প্রধানের কাছে। সাতঘরিসা গ্রামের বাসিন্দা নিরানন্দ মণ্ডল, দীপালি লেটরা বলেন, “গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে মাঠে যাওয়া-আসার জন্য ওই রাস্তা ব্যবহার করে আসছেন।” তাঁদের অভিযোগ, “কিন্তু একজন ব্যক্তি বাইরে থেকে এসে জায়গা কিনে মানুষের ব্যবহার্য রাস্তা ঘিরে দেবেন তা কী করে হয়? নিজের জায়গায় সরকারি নলকূপ পড়েছে পড়েছে বলে সেটিও ওই ব্যক্তি ঘিরে দিচ্ছেন। পঞ্চায়েতের উদ্যোগে পুকুরপাড়ে লাগানো গাছ রাতের অন্ধকারে ওই ব্যক্তি কেটে নিচ্ছেন। একাধিকবার বলেছি। তবুও তিনি ক্ষমতা প্রয়োগ করে কাঁটাতার দিয়ে ব্যবহার্য পথ অবরুদ্ধ করে দিচ্ছেন।” কলকাতার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তর্পণ চক্রবর্তীর দাবি, “ভেসজ ওষুধের গাছ লাগানোর জন্য আড়াই বছর আগে ১২ বিঘা জায়গা কিনেছিলাম। ওই জায়গা ঘেরার প্রস্তুতি নিলেও এলাকার মানুষ চক্রান্ত করে ঝামেলা সৃষ্টি করছেন।” পঞ্চায়েত প্রধান প্রতিমা লেট বলেন, “অভিযোগ পেয়ে এলাকায় গিয়েছিলাম। ব্যবহার্য রাস্তা ঘিরে দেওয়া হয়েছে। কী ভাবে ওই রাস্তা গ্রামবাসীদের বের করে দেওয়া যায় দেখছি।”

ধৃত ৫ দুষ্কৃতী
পেট্রোল পাম্পে ডাকাতি করার আগে ধরা পড়ে গেল পাঁচ দুষ্কৃতী। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বোলপুর থানার শ্রীনিকেতন লাগোয়া এলাকায়। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ডাকাতি করার আগেই আগ্নেয়াস্ত্র-সহ ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা, লোহার রড, শাবল। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর-ইলামবাজার রাস্তার উপরে থাকা ওই পেট্রোল পাম্পে ডাকাতির জন্য জনাদশেক দুষ্কৃতী জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছলে ৫ জন পালিয়ে যায়। বাকিরা ধরা পড়ে। ওই দলে বীরভূম জেলা ছাড়াও বর্ধমান, মুর্শিদাবাদ জেলার দুষ্কৃতীরা রয়েছে বলে পুলিশের দাবি। ধৃত ৫ জনই বোলপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বোলপুর এসিজেএম আদালাতে হাজির করানো হলে ১৪ দিন জেল হাজত হয়।

পোস্তর আঠা-সহ গ্রেফতার চার
কাঁকরতলার পর এ বার খয়রাশোলের চাপলা গ্রাম থেকে বুধবার সকালে মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে দেড় কিলো রাসায়নিক পদার্থ মেশানো পোস্তর আঠা উদ্ধার করল পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত থাকার আভিযোগে মনোরঞ্জন-সহ মোট চার জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা হলেন জ্যোতিষ বিশ্বাস, তরুণ বিশ্বাস এবং সঞ্জীব হালদার। সকলেই ওই গ্রামের বাসিন্দা। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ঘটনার তদন্ত চলছে।”
এসপি অফিসে ধৃতেরা। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, হেরোইন বানানোর সময় মঙ্গলবার সকাল দশটা নাগাদ কাঁকরতলা থানা এলাকার বাবুইজোড় গ্রামের অরুণ গড়াইয়ের বাড়ি থেকে কৃষ্ণচন্দ্র মণ্ডল নামে বছর পঁচিশের ওই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাড়িতে হেরোইন তৈরির খবর পেয়ে জেলা পুলিশের একটি দল অরুণ গড়াইয়ের বাড়িতে হানা দেয়। সেখানেই কৃষ্ণ দুই সঙ্গীর সঙ্গে হেরোইন বানাচ্ছিল। দুই সঙ্গী পালিয়ে গেলেও কৃষ্ণ ধরা পড়ে যায়। উদ্ধার হয়েছিল ১০০ গ্রাম হেরোইন-সহ হেরোইন তৈরির প্রচুর উপকরণ।

গ্রেফতার গরু ‘চোর’
এই গোশালা থেকেই গরু চুরির অভিযোগ। ছবি: দয়াল সেনগুপ্ত।
গোশালা থেকে গরু চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। দুবরাজপুর থানার কৃষ্ণপুর গ্রামে সোমবার রাতের ঘটনা। পুলিশ জানানয় ধৃত শেখ আবু কালামের বাড়ি হাজরাপুর গ্রামে। তাকে জেরা করে আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে গাঁধি বাউরি ও পাঁচু বাউরি গোশালার দুই নৈশ প্রহরী। অন্যজন হাজরাপুরের বাসিন্দা শেখ আবুল। হিসাব পত্রের দায়িত্বে থাকা গোশালার এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ঘটনার তদন্ত চলছে।”

পঞ্চায়েত নির্বাচনে দায়িত্ব মনিরুলকে
বীরভূমে আগামী পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব পেলেন লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম। রবিবার কলকাতায় তৃণণূল ভবনে দলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন। পাশাপাশি রাজ্য তৃণমূল অ-শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি হিসাবে এই জেলার নেতা দেবব্রত সরকারের নামও ঘোষণা করেন পার্থবাবু। মনিরুলবাবু বলেন, “দলের সিদ্ধান্তে খুশি। নির্বাচন সংক্রান্ত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো।”

যুবক আটক
ঠিকাদারদের বোমা মারতে যাওয়ার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটে নলহাটি থানার লোহাপুরে। পুলিশ জানায়, আটক যুবকের নাম বাপি শেখ। বাড়ি ওই থানার বারা গ্রামে। ওই ঠিকাদারদের অভিযোগ, দিন কয়েক আগে ওই যুবক তাঁদের কাছে এক বস্তা সিমেন্ট চেয়েছিলেন। তাঁরা দেননি। তাই এ দিন ওই যুবক তাঁদের উপরে হামলা চালায়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

অপমৃত্যু
বাড়িতে বিদ্যুতের কাজ করার সময়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল বৃদ্ধের। মৃতের নাম সুরেশ্বর সরকার (৬০)। বাড়ি রামপুরহাট থানার দেখুড়িয়া গ্রামে। সোমবার রাতের ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.