|
এমন অদ্ভুতুড়ে যে... |
পৃথিবীর অলিগলিতে রোজ রোজ যা সব কাণ্ড হইহই করে ঘটছে, ভাবতেই পারবেন না। সেই সব ফিরিস্তি প্লাস আজব ফ্যাক্ট।
|
অরেগননিবাসিনী পলিন লং, মেয়েবেলায়
মৎস্যকন্যা হতে চেয়েছিলেন। ৫৬ বছর বয়সে
তাঁর স্বপ্ন সত্যি হয়েছে। তিনি এখন বাড়িতে
বানানো পাখনা লাগিয়ে, মৎসকন্যা সেজে,
পোর্টল্যান্ড-এর সুইমিং পুলগুলিতে
সাঁতরে বেড়ান। বলেন, এতে তাঁর বছর ছয়েকের
আত্মাটি ভারী ডগোমগো বোধ করে। |
|
|
|
|
মরা হাতির কেন
অমন
আকাশকাঁপানো দর, তার আর
একখানা কারণ সে দিন শুনলাম।
হাতিরা নাকি মরার পরও
খানিক ক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থাকে।
মরেছে! |
|
|
|
শিবঠাকুরের আপন দেশটা, মার্কিন মুলুকের কোথাও হতে
পারে কি? মানে ওই ওকলাহামা প্রদেশের নর্মান
শহরের ধারে
কাছে
কোথাও? কেন? ওখানে কুকুরদের
মুখ ভ্যাংচালেই,
আইন
এসে কামড়ে দেয়। স’রি, মানে খপ করে ধরে। |
|
|
|
র্যান্ডাল স্মিথ আর আর্টি গুডওয়াইন পেনসিলভ্যানিয়ায় দিনে ডাকাতি করছিল। একটা লোককে গলা
পেঁচিয়ে ধরে এক জন লুটছে, আর শাগরেদটি সেটা মোবাইলে ভিডিয়ো করছে। রাস্তার লোক বুঝল
জনপ্রিয় রিয়্যালিটি শো‘ইউ জাস্ট গেট রব্ড’-এর শুটিং চলছে। পাজিগুলোকে ধোলাইয়ের বদলে
তাদের ঘিরে হাততালি, শিস। হুঁশ ফিরতে তাদেরও পকেট গড়ের মাঠ। আর চোরেরা ভোঁ ভাঁ! |
|
|
|
চাঁদের মাটিতে প্রথম কোন ফলে কামড় দেওয়া হয়েছিল জানেন?
পিচ ফল। কিন্তু পৃথিবীতে কেরামতি হিসেব করলে ওই সম্মানটা
তো আপেলবাবুকেই দেওয়ার কথা ছিল না? কিন্তু হয়নি। হুম্ম্ম্!!! |
|
১৮৭৭। ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টটা চলছে। অস্ট্রেলিয়া
ইংল্যান্ডকে
গুনে
গুনে
৪৫ রানে হারাল। এই খেলাটার শতবার্ষিকী
পূরণের টেস্ট ম্যাচে আবার
নামল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। কী আশ্চর্য!
ফলাফল বিলকুল এক।
অস্ট্রেলিয়াই জিতল, সেই
৪৫ রানে। কী বললেন? অদ্ভুতুম! হক কথা। |
|
|
পোকাদের স্নেহবন্ধনে ঝিন্দের কয়েক জন মহিলা বন্দি হয়েছেন। এঁরা সকলে চাষি পরিবারের সন্তান।
তাঁদের লক্ষ্মীর ধন ফসলগুলোকে আগলে রাখে মাঠনিবাসী উচ্চিংড়ে, গুবরে পোকা, গঙ্গাফড়িংরা। কিন্তু
জমিতে কীটনাশক স্প্রে-র দাপটে এই পোকাদের এখন তুমুল জীবনসংশয়। তাই আন্দোলনে নেমেছেন
এই মহিলারা। বলেছেন পোকারা তাঁদের ভাই, তাদের এ ভাবে খতম করা চলবে না, চলছে না।
এই বলে গত রাখিপূর্ণিমায় পোকাদের ছবিতে রাখিও ঝুলিয়ে দিয়েছেন। |
|
|
অফিসে বস খেঁকালেন, মুখ গুম করে বাড়ি এলেন, অমনি বউ কথা দিয়ে ঝ্যাঁটাল। এ বার মেজাজের অ্যাটমবোমাটা কোথায় ফাটাবেন? এই সব হট-মাথা লোকজনদের জন্য জার্মানিতে ২৪X৭ হটলাইন খোলা হয়েছে। নম্বর টিপে হ্যালো শুনলেই গলা ছেড়ে গাল দিন। সকল বাপ-বাপান্ত, শাপ-শাপান্ত অপর প্রান্ত টুঁ শব্দটি না করে হজম করে নেবেন। মাঝেমধ্যে শুধু উসকে দেবেন, উঁহু জমছে না। এই গালটা আজ তিন বার শুনলুম। ব্যস, আবার শুরু...বিপ বিপ বিপ। কলচার্জ প্রতি মিনিটে ১.৪৯ ইউরো। |
|
|
লেখকদের মাঝেমধ্যেই মাথায় বেজায় জট। ধুত্তোরি, কিস্যু ভাবনা আসছে না, কাগজে রাজ্যের ছাই-ভস্ম বেরোচ্ছে। আর লেখকটি দাঁত খিঁচড়ে সে কাগজ মুচড়ে এরোপ্লেন বানিয়ে ডাস্টবিন তাক করে ছুঁড়ছেন। সে শয়তানও কিছুতে জায়গায় পড়ছে না। এ সব দেখে এক সহৃদয় ও সুবুদ্ধি জাপানি একটা চাকাওয়ালা ট্র্যাশ ক্যান বানিয়েছেন। তাতে একটা স্পেশাল সার্কিট, চলন্ত-ঘুরন্ত ক্যামেরা জোড়া আছে। এ সব প্রোগ্রামিং-এর জোরে কাগজ-প্লেনটা ঠিক কোন জায়গায় ল্যান্ড করবে, ক্যানটা আগে থাকতে জেনে যায়। কাগজ যেই না ধেয়ে এল, সে-ও তক্ষুণি জন্টি রোডস। নিখুঁত লাফে নিশানায় সাঁই করে গিয়ে খপ করে ক্যানে পুরে ফেলবে। |
|
|
আপনি কোন দিকে সিঁথি করেন? আহা, ছেলে না মেয়ে উত্তর না দক্ষিণ সে গুনতি চলছে না। ওটা নাকি একটা ইয়ে, যাকে বলে ‘বেসিক ইনস্টিংক্ট’। ডান দিকে আঁচড়ালে আপনি বাঘ-সিংগি হতেই ধরণীতে এসেছিলেন। মাংসাশী হওয়ার কথা ছিল আপনার । আর বাঁ দিকে? ঠিক ধরেছেন? শরীর-মনে আপনি নাকি নিরামিষাশী সাধু-সন্ত টাইপ। ওই যা, আরও কোথাও মিল পেলেন নাকি? ধুত্, কাশিটা থামেও না চুলো! |
|
|