গোটা রাজ্যের জন্য একটিই মেধা-তালিকা তৈরি করে কাউন্সেলিংয়ের মাধ্যমে সেখান থেকেই বিভিন্ন কলেজে শিক্ষক পাঠাবে কলেজ সার্ভিস কমিশন (এসএসসি)। কমিশনের আইনে এই ধরনের বেশ কিছু পরিবর্তন আনার ব্যাপারে রাজ্যপাল এম কে নারায়ণন সায় দিয়েছেন বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার জানান। এসএসসি পরীক্ষা নিয়ে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের জন্য শিক্ষক-শিক্ষিকা বাছাই করে। এখন আটটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিতে ‘অঞ্চল’ ভাগ করে শিক্ষক বাছাই হয়। প্রার্থীরা যে-কোনও একটি অঞ্চলের কলেজে শিক্ষকতার জন্য আবেদন জানাতে পারেন। কিন্তু নতুন ব্যবস্থা চালু হলে প্রার্থীদের কলেজ পছন্দ করার সুযোগ বাড়বে বলে মনে করছে সরকার। কমিশনের প্রাক্তন কর্তারা অবশ্য জানান, অতীতে এই পদ্ধতিতেই শিক্ষক বাছাই হত। কিন্তু শহর থেকে দূরবর্তী কলেজে অনেকে যেতে চাইতেন না ফলে দীর্ঘ সময় ধরে সেখানে শিক্ষকের পদ খালি থাকত। তাই আঞ্চলিক ভাবে আবেদন-নির্বাচনের ব্যবস্থা চালু করা হয়েছিল। রাজ্যপালের সায় মেলায় বিধানসভার পরবর্তী অধিবেশনে বিল পেশ করা যাবে বলে ব্রাত্যবাবুর আশা। বিল পাশের পরে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবে কমিশন। ইন্টারভিউ নিয়ে শিক্ষক নিয়োগের কাজ শুরু হতে আগামী বছরের প্রথম চার-পাঁচ মাস কেটে যাবে। তাই ২০১৩-র মে মাসের আগে শিক্ষক নিয়োগ চালু হবে না, মনে করছেন কমিশনের কর্তারা। প্রায় তিন বছর কলেজ সার্ভিস কমিশন মারফত শিক্ষক বাছাইয়ের প্রক্রিয়া বন্ধ। পূর্ণ সময়ের শিক্ষকের অভাবে ভুগছে কলেজগুলি।
|
পঞ্চায়েত ভোটের আগে সাংগঠনিক শক্তি মজবুত করার পাশাপাশি রাজ্য রাজনীতিতে দলকে আরও ‘প্রাসঙ্গিক’ করতে নামছে প্রদেশ কংগ্রেস। এবং সে কাজে তারা ‘হাতিয়ার’ করেছে সরকার-বিরোধী আন্দোলনকেই। দলীয় কর্মী-সমর্থকদের উপর পুলিশ-প্রশাসনের ‘হেনস্থা’র অভিযোগে ২৪ অগস্ট রাজ্যের সব থানায় বিক্ষোভ-অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সম্প্রতি ব্যান্ডেলে দলীয় কর্মী খুনের প্রতিবাদে আন্দোলনকে কেন্দ্র করে জেলা কংগ্রেস সভাপতি দিলীপ নাথকে পুলিশ গ্রেফতার করে। কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, “অধিকাংশ জেলাতেই প্রধান শাসক দলের নেতৃত্বকে তুষ্ট করতে কংগ্রেসের নেতা-কর্মীদের পুলিশ হেনস্থা করেছে। আমরা তার প্রতিবাদ করব।” ২৬ অগস্ট সিঙ্গুরে মিছিল ও সভা করবে কংগ্রেস। জোট শরিক হয়েও সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন? প্রদীপবাবু বলেন, “সরকারকে বিপদে ফেলার জন্য আন্দোলন করছি না। সরকারের ভুল সংশোধনের দাবিতে পথে নামছি।” পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছানোর কাজও শুরু করছে কংগ্রেস। বিধানসভা ভোটে জোট প্রার্থীদের বিরুদ্ধে কংগ্রেসের কয়েক জন ‘নির্দল’ হয়ে দাঁড়িয়ে দল থেকে সাসপেন্ড হন। ১০ ‘সাসপেন্ড’ নেতাকে দলে ফেরানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রদীপবাবু।
|
হজ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন প্রাক্তন সিপিএম ভূমিমন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে স্ত্রীকে নিয়ে প্যালেস্তাইন, সৌদি আরব ও মক্কা-মদিনা ঘুরবেন বলে শুক্রবার জানান রেজ্জাক। বলেন, “বেসরকারি ভ্রমণ সংস্থার মাধ্যমে সফরসূচি ঠিক হয়েছে। স্ত্রী ছাড়াও আমার প্রাক্তন ব্যক্তিগত সচিব নইম আহমেদ, মুর্শিদাবাদবাসী বন্ধু আমিরুল ইসলাম সঙ্গে যাবেন।” মক্কা-মদিনায় তিনি সপরিবার হজ করবেন বলেও জানান। তবে এই বিষয়ে জেলা ও রাজ্য কমিটিকে তিনি কোনও চিঠি দেননি বলে সিপিএম সূত্রের খবর। রাজ্য কমিটির এক সদস্য বলেন, “রেজ্জাক সাহেব মৌখিক ভাবে অনেকের কাছে এই সফরের ইচ্ছা প্রকাশ করেন বলে শুনেছি।”
|
অষ্টম শ্রেণি উত্তীর্ণদের ছ’মাসের স্বল্পমেয়াদি বৃত্তিমূলক প্রশিক্ষণ পরীক্ষার ফল শুক্রবার প্রকাশিত হয়েছে। বিকেল থেকেই www.wbresults.nic.in-এ পরীক্ষার্থীদের ফল দেখার ব্যবস্থা হয়েছে বলে জানান কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি জানান, ৮৩ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছেন। ২৩ ও ২৪ অগস্ট নোডাল অফিসের প্রতিনিধিরা বৃত্তিমূলক শিক্ষা সংসদ থেকে ফল সংগ্রহ করতে পারবেন। |