|
|
|
|
|
|
|
নানা রকম... |
|
সফল মানবী |
আশিস চট্টোপাধ্যায় |
জ্ঞান মঞ্চে নৃত্য নির্ঝর নিবেদন করল একটি সম্পূর্ণ নতুন ভাবধারার নৃত্যালেখ্য ‘মানবী’। এই অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা ও মূল ভূমিকায় ছিলেন কত্থক নৃত্যের প্রতিষ্ঠিত শিল্পী ড: মহানন্দা কাঞ্জিলাল। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম্নী কবিতাগুচ্ছ অবলম্বনে, নারী চরিত্রের বিভিন্ন রূপ রূপায়িত হয়েছে এই নৃত্যালেখ্যটিতে সফল ভাবে। কাজলী, মালিনী, হেঁয়ালি, খেয়ালী, নন্দিনী প্রত্যেকটি নারী চরিত্র শাস্ত্রীয় নৃত্যের আঙ্গিকে সুচারুভাবে পরিবেশিত হয়েছে। রবীন্দ্রনাথের নারীমুক্তির ভাবনাটি নৃত্যায়িত হয়েছে সবলা ও স্ত্রীর পত্র অবলম্বনে। নৃত্যালেখ্যর এই অংশটির নিপুণ পরিবেশনা বিশেষ উল্লেখের দাবি রাখে। মানবীতে রবীন্দ্র ভাবনার এমন নৃত্যকল্পনায় বাস্তবিক সফল মহানন্দা। সঙ্গীত নির্দেশনায় সুনন্দ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনবদ্য। |
কথা বলে কবিতা |
|
সম্প্রতি শিশির মঞ্চে অন্বেষার অনুষ্ঠানে সুকন্যা চট্টোপাধ্যায় আধুনিক গান শোনালেন। পরে রবীন্দ্রসঙ্গীত শোনালেন জয়তী ভট্টাচার্য ‘মেঘের পরে মেঘ’, শিখা মিত্র শোনালেন ‘ভেঙেছো দুয়ার’। এ দিন আবৃত্তি শোনালেন সুপ্রকাশ মুখোপাধ্যায় ও উষসী সেনগুপ্ত। উষসীর ‘দান’ কবিতাটি এ দিনের শ্রেষ্ঠ নিবেদন। অনুষ্ঠানে অন্যান্য কণ্ঠশিল্পীদের মধ্যে ছিলেন অজন্তা সরকার, রেবা হালদার, বেলা সাধুখান, কাকলী দেব, মালবিকা ভট্টাচার্য, অরিন্দম মুখোপাধ্যায় প্রমুখ। |
|
|
|
|
|