টুকরো খবর
যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টির প্রচারে কুম্বলে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রচারে যুক্তরাষ্ট্রে অনিল কুম্বলে। আর খেলাটাও সে দেশে একেবারে নিখরচায় দেখা যাবে। এমনই অভিনব উদ্যোগ নিল ইএসপিএন থ্রি। এ জন্য যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী প্রচারে যাচ্ছেন কুম্বলে। নিউইয়র্ক শহরে কুম্বলে নাসডাকের ক্লোজিং বেল বাজাবেন শুক্রবার। শুধু তাই নয়, রবিবার বার্ষিক ইন্ডিয়া ডে প্যারেডে হাজার হাজার ভারতীয়ের সঙ্গে রাস্তায় নামবেন। প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কায় ১৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। কুম্বলের সঙ্গে প্রচারের কাজে থাকবেন অভিনেতা সেফ আলি খানও। গোটা বিষয়টি নিয়ে কুম্বলে বলেছেন, “টি-টোয়েন্টি ক্রিকেট যুক্তরাষ্ট্রের জনতার জন্য একদম ফিট। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে এটার প্রচার খুব ভাল উদ্যোগ। আমার মনে হয়, এ বার এ দেশের বহু দর্শক বিশ্বকাপ দেখবেন। এখানে খেলাটার প্রসার হবে।” এতেই শেষ নয়। বিখ্যাত ম্যাডিসন অ্যাভিনিউতে ইন্ডিয়া ডে প্যারেডে অংশ নেওয়া নিয়ে গর্বিত কুম্বলে। আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসনও ব্যাপারটা নিয়ে উচ্ছ্বসিত। বলেছেন, “একেবারে নিখরচায় ব্যাপারটা দেখা যাবে। তার উপর অনিল থাকছে। ম্যাডিসন অ্যাভিনিউতে ইন্ডিয়া ডে প্যারেড স্মরণীয় হয়ে থাকবে।” মার্কিন মুলুকে ক্রিকেটের বাজার ধরতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

চুনীদের দাবি প্রত্যাখ্যান করল ফেডারেশন
ভারতীয় ফুটবলের হীরক জয়ন্তি উৎসবে চুনী গোস্বামীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন ফেডারেশন সচিব কুশল দাস। ২১ অগস্ট বাষট্টির সোনাজয়ী দলকে সংবর্ধনা দেওয়া হলেও, এত কম সময়ের মধ্যে আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা সম্ভব নয় বলেও জানিয়ে দিলেন তিনি। শুক্রবার ফেডারেশন সচিব কুশল দাসকে ফোনে ধরা হলে তিনি বললেন, “আর্থিক পুরস্কার দেওয়া হবে, কী হবে না, সেটা আমার হাতে নেই। এটা ফাইনান্স কমিটি এবং এক্সিকিউটিভ কমিটির ব্যাপার। ওদের থেকে ছাড়পত্র না পেলে আর্থিক পুরস্কার দেওয়া যায় না। আর দু’দিনের মধ্যে তো আর বৈঠক করা সম্ভব নয়।” বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে চুনী গোস্বামীর দলকে আর্থিক পুরস্কার না দিতে পারলেও, ফেডারেশনের অন্য কোনও অনুষ্ঠানে বলরাম-অরুণ ঘোষদের দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা জানালেন কুশল। তাঁর কথায়, “আমাদের হীরক জয়ন্তী অনুষ্ঠান এক দিনের নয়। গোটা বছরই চলবে। ওরা আমাদের কাছে আবেদন করুক, আমরা ওদের দাবিকে নিশ্চয়ই সম্মান জানাব। ২১ অগস্টের অনুষ্ঠানে এলে আমরা ওদের সঙ্গে বসব। ওনারা কী চান, সেটাও সরাসরি শুনব।” এখন প্রশ্ন হচ্ছে চুনী-পিকেরা কি যাবেন? মোহনবাগান ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে বাষট্টির অধিনায়ক কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন, “২১ অগস্ট যদি আমাদের দাবি মানা হয়, তা হলেই যাব। না হলে নয়। তবে পরে কোনও সময় যদি ডাকা হয়, তা হলে নিশ্চয়ই যাব।”

আইএফএ-র সঙ্গে চুক্তি পৈলানের
ভারতের ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই গাঁটছড়া বেঁধেছে পৈলান গ্রুপ। এ বার আইএফএ-র সঙ্গেও চুক্তি করল তারা। শুক্রবার আইএফএ আনুষ্ঠানিক ভাবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হল পৈলান গ্রুপের সঙ্গে। এ বার থেকে আইএফএ অ্যাকাডেমির সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে পৈলান। পৈলানের চেয়ারম্যান অপূর্ব সাহার কথায়, “বছরে এক কোটি টাকা আমরা দিচ্ছি। প্রচারের অর্থ ভাগাভাগি হবে দু’পক্ষে।” আইএফএ অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হবে পৈলানের নামও। প্রথম ডিভিশনে খেলা আইএফএ অ্যাকাডেমি দলের নাম হচ্ছে পৈলান-আইএফএ অ্যাকাডেমি। আইএফএ-র এই আবাসিক অ্যাকাডেমি বারাসতে চলে আসছে। বর্তমানে অ্যাকাডেমি অস্থায়ী ভাবে চলছে মাকড়দহ স্টেডিয়ামে। সেই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থাগুলোতে আইএফএ-র যে ফুটবল কোচিং সেন্টার আছে তার সঙ্গেও পৈলান যুক্ত হবে। এ ছাড়া অনূর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্ট, বঙ্কিম স্কুল টুর্নামেন্টের সঙ্গেও জড়িয়ে যাচ্ছে পৈলানের নাম। পর্বতাভিযান: ইস্টবেঙ্গলের পতাকা নিয়ে পর্বতারোহনে যাচ্ছে পানিহাটির নীলকণ্ঠ অভিযাত্রী সঙ্ঘ। শেখর ঘোষের নেতৃত্বে ১৫ জনের দলটির লক্ষ্য হিমাচলের ইউনাম পর্বতশৃঙ্গ জয়। সেখানে তাঁরা রেখে আসবেন লাল-হলুদ পতাকাও। অভিযানের স্পনসর ব্লু চিপ। শুক্রবার অভিযাত্রীদের হাতে পতাকা তুলে দেন ইস্টবেঙ্গল কর্মসমিতির সদস্য ঋত্বিক দাস।

সানিয়া-মহেশ জুটি হয়তো হচ্ছে না গ্র্যান্ড স্ল্যামেও
লন্ডন অলিম্পিকে লিয়েন্ডার পেজের জুড়ি হিসেবে মিক্সড ডাবলস খেলার জের। আসন্ন যুক্তরাষ্ট্র ওপেনে সানিয়া মির্জার হয়তো মহেশ ভূপতির সঙ্গী হওয়া হচ্ছে না। মহেশের পার্টনার হয়ে জোড়া মিক্সড ডাবলস গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সানিয়া সংবাদ সংস্থাকে বিশেষ সাক্ষাৎকারে এ ব্যাপারে যথেষ্ট ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্র ওপেন শুরুর মাত্র ১০ দিন আগেও সানিয়ার পক্ষে বলা সম্ভব হচ্ছে না যে, ফ্লাশিং মিডোয় মহেশের সঙ্গেই তাঁকে মিক্সড ডাবলস খেলতে দেখা যাবে। অলিম্পিকে ভারতের ডাবলস টিম নির্বাচন নিয়ে লি-হেশ ঝগড়ার পরিণতিস্বরূপ এআইটিএ-র চাপেই লন্ডনে মিক্সড ডাবলসে লিয়েন্ডার-সানিয়া জুটিকে দেখা গিয়েছিল। কোয়ার্টার ফাইনালে হারলেও পারফরম্যান্স ভিত্তিক তাঁদেরই ২০১২ অলিম্পিকে ভারতীয় টেনিস প্লেয়ারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল দেখিয়েছে। মহেশ আর তিনি একসঙ্গে খেললে অলিম্পিকে মিক্সড ডাবলসে ভারতের পদক পাওয়ার সম্ভাবনা আরও বাড়ত কি না প্রশ্ন করলে সানিয়া বলেন, “এ সব ‘যদি’ বা ‘কিন্তু’ নিয়ে এত দিন পরে আর আলোচনার কোনও মানে নেই। এমনকী আমি আর মহেশ একসঙ্গে পেশাদার ট্যুরেও খেলব কি না তা নিয়েও অলিম্পিকের পরে আমাদের দু’জনের মধ্যে এখনও কোনও কথা হয়নি। যে কারণে যুক্তরাষ্ট্র ওপেন শুরু হওয়ার দশ দিন আগেও আমার পক্ষে বলা সম্ভব নয় যে, ফ্লাশিং মিডোতেও আমি আর মহেশ জুটি বেঁধে মিক্সড ডাবলস খেলব কি না।”

টেস্ট-আইপিএল ‘চুক্তি’ চান দ্রাবিড়
তাঁর নিজের কাছে যদিও কোনও সমাধানসূত্র নেই। কিন্তু রাহুল দ্রাবিড় ভীষণ ভাবে চান এমন একটা বন্দোবস্ত যাতে বিশ্বের সেরা ক্রিকেটাররা কোনও আপস না করে আইপিএল খেলার পাশপাশি নিজেদের দেশের হয়ে নির্বিঘ্নে টেস্ট ম্যাচও খেলতে পারেন। “জানি না সমাধানসূত্রটা কী। কিন্তু এমন একটা ব্যবস্থা চাই যেখানে সেরা ক্রিকেটাররা আইপিএলের পাশাপাশি দেশের হয়ে টেস্টও খেলতে পারে।” গত আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক দ্রাবিড় নির্দিষ্ট উদাহরণ দিয়ে বলেছেন, “ক্রিস গেইল বা কেভিন পিটারসেনের মতো ক্রিকেটাররা আইপিএলে যেমন, টেস্ট ক্রিকেটেও ঠিক তেমনই দুর্ধর্ষ। কিন্তু ওদের কাছে খুব সামান্যই অবকাশ থাকে দু’জায়গাতেই নিজেদের প্রতিভা দেখানোর।” সোজা কথায়, আইসিসি-র ক্যালেন্ডারে আইপিএলের জন্য পৃথক ও স্বাধীন সময়সীমা থাকার পক্ষে ওকালতি করেছেন দ্রাবিড়।

সুশীলদের প্রস্তুতিতে বছরে ৭৫ কোটি
২০২০ অলিম্পিককে টার্গেট করে ওপেক্স-২০২০ তৈরি করছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। এ দিন অলিম্পিয়ানদের এক সংবর্ধনা সভায় তিনি বলেন “২০২০ অলিম্পিকে আমাদের লক্ষ্য ২৫টা পদক। তার প্রস্তুতির জন্য এখন থেকেই ক্রীড়ামন্ত্রক দেশের ‘এলিট’ অ্যাথলিটদের পিছনে বছর ৭৫ কোটি টাকা খরচ করবে। আর সেটা আমি কর্পোরেট জগৎ থেকে জোগাড় করব। এই টার্গেট সঠিক দিকে চলছে কি না সেটা বোঝা যাবে ২০১৬ রিও অলিম্পিকে।” ওই সভায় গগন নারঙ্গ বলেন, “সংবর্ধনা নিতে ভাল লাগলেও পদকের রং আমার ভাল লাগছে না। রংটা রিওতে বদলাবই। বদলাতেই হবে।” ঠিক তেমনই সাইনা নেহওয়ালের বাবা হরবীর সিংহ মেয়েকে পাশে বসিয়ে বললেন, “মেয়েটা যে ভাবে লড়ে সেমিফাইনালে উঠেছিল ঠিক সে ভাবে লড়ে ব্রোঞ্জ পদকটা জিতলে আরও ভাল লাগত। আহত প্রতিদ্বন্দ্বীর ম্যাচ ছেড়ে দেওয়ার সুযোগে নয়।”

ড্র দিয়ে শুরু ব্যারেটোদের
সবুজ তোতা ফের মোহনবাগান মাঠে। কিন্তু সবুজ-মেরুনের হয়ে নয়।—নিজস্ব চিত্র
জার্সির রং বদলেছে। তাতে কী? হোসে রামিরেজ ব্যারেটোর জন্য সবুজ-মেরুন জনতার উচ্ছ্বাসের ভাণ্ডারে যে এখনও ভাটা পড়েনি, সেটা শনিবার মোহনবাগান মাঠে প্রমাণ করে দিলেন তাঁর ভক্তরা। সেই উন্মাদনা, সেই আবেগ। জনতার ভিড় ঠেলে নিজের গাড়ি পর্যন্ত পৌছতে এখনও ‘লড়াই’ করতে হচ্ছে ব্যারেটোকে! শনিবার প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আটকে গেল ভবানীপুর। ম্যাচের ফল গোলশূন্য ড্র। ব্যারেটো খেললেন শেষ তিরিশ মিনিট। কিন্তু তাতেও দলকে জেতাতে পারলেন না।

ম্যাচ সরছে ইম্ফলে
রাজ্যের অশান্ত পরিস্থিতির জেরে গুয়াহাটিতে খেলতে রাজি হল না নিউজিল্যান্ডের ফুটবল দল। ২৪ অগস্ট লাজোং সুপার সিরিজে নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাব বনাম ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেডের খেলাটি গুয়াহাটিতে হওয়ার কথা ছিল। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, অসমে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর থেকেই নিউজিল্যান্ড দূতাবাস রাজ্যের পরিস্থিতির উপরে নজর রাখছিল। গত কাল রঙ্গিয়ায় সংঘর্ষ ছড়িয়ে পড়ার পরে, দূতাবাসের তরফেই স্থান বদলের নির্দেশ আসে। সুপার সিরিজের অন্যতম আয়োজক সুনীল হামাল জানান, দূতাবাসের নির্দেশ ও ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাবের অনুরোধে গুয়াহাটি থেকে খেলাটি সরিয়ে ইম্ফলে নিয়ে যাওয়া হচ্ছে। ইম্ফলেও স্বাধীনতা দিবসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু ইম্ফলের পুলিশ-প্রশাসনের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পরে নিউজিল্যান্ড দূতাবাস ইম্ফলে খেলা হওয়া নিয়ে আপত্তি জানায়নি।

ধোনির নামে সুগন্ধী
এ বার মহেন্দ্র সিংহ ধোনির নামে বাজারে আসছে নতুন আন্তর্জাতিক সুগন্ধী। এই প্রথম। ধোনি বলেছেন, “গন্ধ অনেকক্ষণ থাকবে এবং তাজা হবে।” এই সুগন্ধী শুধু পুরুষদের জন্য। চলতি বছরের শেষেই বাজারে আসবে এই সুগন্ধী।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.