অনুষ্ঠানে হাতাহাতি বেলদা কলেজে |
দুই কলেজ কর্মীর সঙ্গে ছাত্র সংসদের কয়েকজন সদস্যের বচসা ও হাতাহাতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে বেলদা কলেজের ঘটনা। বৃহস্পতিবার কলেজের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানও শুরু হয়। নানা কর্মসূচি ও অনুষ্ঠানের পরে রাতে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ছাত্র সংসদের কয়েকজন সদস্যর সঙ্গে কলেজের দুই কর্মীর বচসা বাধে। হাতাহাতিও হয়। কলেজের ওই দুই কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। বর্তমানে কলেজের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের দখলে। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে দু’পক্ষই। অধ্যক্ষ মানবেন্দ্র মণ্ডল অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মৌসম চক্রবর্তীও কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ জানায়, এরকম একটা ঘটনার খবর পেয়েছেন তাঁরা। তবে কোনও লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ হলে খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।
|
বধূর অপমৃত্যু, স্বামী-শ্বশুর গ্রেফতার চন্দ্রকোনা রোডে |
বধূর অস্বাভাবিক মৃত্যুর পরে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। বুধবার চন্দ্রকোনা রোডের কাদড়া গ্রামের বধূ জ্যোৎস্না দাসের (২১) মৃত্যু হয় বিষক্রিয়ায়। বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বধূর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের মেদিনীপুর সিজিএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
গত মার্চে গোয়ালতোড় থানার হুমগড়ের সুকুমার দাসের মেয়ে জ্যোৎস্নার সঙ্গে কাদড়ার বলাই দাসের ছেলে চন্দনের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে পেশায় ব্যবসায়ী চন্দনের মদতে শ্বশুরবাড়ির লোকজন ওই বধূর উপর অত্যাচার চালাতেন। মারধর করে বাড়ি থেকে বেরও করে দিয়েছেন জ্যোৎস্নাকে। গত ৭ অগস্ট জ্যোৎস্নাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতাল পরে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। গত ১৫ অগস্ট মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার বধূর বাবা চন্দ্রকোনা রোড ফাঁড়িতে স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন।
|
বৃষ্টির অভাবে মার খাচ্ছে চাষ। এখন পর্যন্ত জেলার মাত্র ২৭ শতাংশ জমিতে চাষ করা গিয়েছে। তাই বৃষ্টি চেয়ে পুজো করলেন গ্রামের মানুষ। শুক্রবার এই পুজো হয় ডেবরার গোয়ালগেড়িয়া ক্যানেল পাড়ে। গোয়ালগেড়িয়া এবং সংলগ্ন চকনরসিংহ, বাড়মামদপুর গ্রামের মানুষজন এতে যোগ দেন।
|
সম্প্রতি খড়্গপুর তালবাগিচায় হল দিন-রাতের ফুটবল টুর্নামেন্ট। ‘ইয়ুথ কর্নার’ ও ‘সেভেন স্টার’ ক্লাবের এই একদিনের টুর্নামেন্টে ৮টি দল যোগ দিয়েছিল। চ্যাম্পিয়ন ‘আমরা সবাই’। সেরা খেলোয়াড় রঞ্জিত মাণ্ডি। |