টুকরো খবর |
মেয়েদের জিন্স পরায় ফের নিষেধাজ্ঞা
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাঁচির পর গোড্ডায়। ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচিতে ‘জনমুক্তি সঙ্ঘ’-এর নামে হাতে লেখা পোস্টার লাগিয়ে মেয়েদের জিন্স পড়া বন্ধের ‘তালিবানি ফরমান’ জারি হয়েছিল গত ৭ অগস্ট। পুলিশি তদন্ত শুরু হলেও গ্রেফতার তো দূর অস্ত, এখনও পর্যন্ত ওই সংগঠনের খোঁজই পায়নি পুলিশ। এ বার ওই একই ধরনের হুমকি-পোস্টার পড়েছে সাঁওতাল পরগনার গোড্ডা জেলায়। কোনও সংগঠনের নাম না-করে মেয়েদের জিন্স পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে পোস্টার লাগানো হয়েছে গোড্ডা মহিলা কলেজ এবং ইনডোর স্টেডিয়াম চত্বরে। গত কাল বিকেলের দিকে ওই পোস্টার লাগানোর খবর পুলিশের কানে আসার পরই দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই পোস্টার সরিয়ে ফেলে। তার আগেই অবশ্য মুখে মুখে ওই পোস্টারের কথা ছড়িয়ে পড়ে। পুলিশ আধিকারিকদের ধারণা, কোনও দুষ্টচক্র পরিকল্পিত ভাবেই এই কাজ করছে। মহিলা সংক্রান্ত বড় মাপের অপরাধ সংঘটিত করার ছক কষেও কোনও চক্র ওই কাজ করে থাকতে পারে বলে মনে করছেন রাজ্য পুলিশ কর্তাদের কেউ কেউ। ওই পোস্টারের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাস্তায়, বিশেষত মহিলা কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-কাছারি এবং বাস-অটো স্ট্যান্ডে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
|
ধানবাদে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
নিজস্ব সংবাদদতা • রাঁচি |
ধানবাদ শহরে কাল রাতে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে লুঠপাট চালায় সশস্ত্র এক দল দুষ্কৃতী। পুলিশ জনিয়েছে, ব্যাঙ্ক মোড়ে ওই ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে হানা দেয় জনা দশেক ডাকাতের দলটি। দরজা ভেঙে তারা গৃহকর্তার ঘরে ঢোকে। চিৎকার করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের লোককে বেঁধে যথেচ্ছ লুঠপাট চালায় দুষ্কৃতীরা। তারপর লুঠের মালপত্র নিয়ে বিনা বাধায় এলাকা ছেড়ে যায়। পুলিশ জানায়, ডাকাত দলটি এত নিঃশব্দে কাজ হাসিল করেছে যে বাড়ির দোতলায় থাকা অন্য লোকেরাও কিছুই টের পায়নি। পুলিশ সূত্রের খবর, ডাকাতরা এসেছিল গাড়িতে চেপে। প্রত্যেকের মুখ গামছা দিয়ে ঢাকা। নগদ এবং সোনা ছাড়াও দুষ্কৃতীরা ঘরের অধিকাংশ মূল্যবান জিনিস লুঠ করে নিয়ে গিয়েছে।
|
প্রধানমন্ত্রিত্ব নিয়ে ভাবছি না: মোদী
সংবাদসংস্থা • আমদাবাদ |
গুজরাতের ৬ কোটি মানুষের উন্নয়নের উপরেই রয়েছে সমস্ত মনোযোগ। তা-ই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে নির্বিকার নরেন্দ্র মোদী। ২০১৪ সালের ভোটে বিজেপি-র ছ’জন প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মধ্যে মোদীও রয়েছেন বলে জানিয়েছেন নিতিন গডকড়ী। কিন্তু মোদীর দাবি, তিনি ওই বিষয়টি নিয়ে ভাবার সময় পান না।কারণ, গুজরাত ও সেখানকার মানুষের উন্নয়নই তাঁর মন জুড়ে রয়েছে।
|
কাণ্ডার আর্জি খারিজ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গীতিকা শর্মার আত্মহত্যায় অভিযুক্ত পলাতক প্রাক্তন মন্ত্রী গোপাল গয়াল কাণ্ডার জামিনের আবেদন ফের খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি পি কে ভাসিন বলেন, অভিযুক্ত ব্যক্তি মনে হচ্ছে কোথাও আরামে বসে আছেন। তাঁকে যে পুলিশ গ্রেফতার করতে পারে, এ ব্যাপারে যেন তাঁর কোনও আশঙ্কাই নেই।” বিচারপতি জানান, গোপাল কাণ্ডার ভাই তাঁর হয়ে জামিনের আবেদন জানান, অথচ তাতে প্রাক্তন মন্ত্রীর অনুমোদন নেই।
|
শিক্ষিকা সাসপেন্ড
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
স্কুল শেষ হওয়ার পরেও ছাত্রীকে আটকে রাখায় সাসপেন্ড হলেন শিক্ষিকা। ঘটনাটি ওড়িশার বড়গড়ের। ১০ অগস্ট ক্লাসেই ঘুমিয়ে পড়েছিল এক ছাত্রী। ভিতরে কেউ আছে কি না, তা না-দেখেই দরজা বন্ধ করে দেন এক শিক্ষিকা। পুলিশ তাকে উদ্ধার করে। স্কুলের প্রধান শিক্ষিকাকে বদলি করা হয়েছে।
|
২০টি নতুন আইআইআইটি |
২০টি নতুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি তৈরি করতে চায় কেন্দ্র। এই বিষয়ে একটি বিল সংসদের চলতি অধিবেশনেই পেশ করা হবে।
|
পদ ফাঁকা |
দেশে ৩ হাজার আইএএস ও আইপিএস অফিসারের পদ শূন্য পড়ে আছে। সংসদে এ কথা জানিয়েছেন কর্মী সংক্রান্ত মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী।
|
বিচলিত অমিতাভ |
সেপ্টেম্বরে ফের আসছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। আর তার জন্য গান রেকর্ড করতে গিয়ে বিচলিত হয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন। নিজেই ব্লগে এ কথা লিখেছেন তিনি।
|
বিস্ফোরণে আহত |
পুণেতে একটি বিস্ফোরণের ঘটনায় পাঁচ বছরের এক বালক আহত হয়েছে। একটা প্লাস্টিক ব্যাগে রাখা রাসায়নিক থেকেই এই বিস্ফোরণ বলে জানিয়েছে পুলিশ।
|
জওয়ান হত |
পাকিস্তানি রেঞ্জার্স ও বিএসএফের মধ্যে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক বিএসএফ জওয়ান। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মুর আর এস পুরা এলাকায়। |
|