গড়পঞ্চকোটের পযর্টন সম্ভাবনা খতিয়ে দেখতে পঞ্চকোট পাহাড় পরিদর্শন করলেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) প্রতিনিধিরা। বৃহস্পতিবার ও শুক্রবার ৫ জনের প্রতিনিধিদল পঞ্চকোট পাহাড়ে এসে পঞ্চকোট রাজবংশের নির্মিত শ্যাম রঘুনাথের মন্দির, রানিমহল, নাটশালা, গোমুখ ধারা ঘুরে দেখেন। এএসআই-এর ডেপুটি সুপারিন্টেডেন্ট শান্তনু মাইতি বলেন, “অনেক আগেই এই এলাকা পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে ওঠা উচিত ছিল। এই প্রত্নসম্পদগুলির সংরক্ষণ ও সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেব।” শুক্রবার এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন রঘুনাথপুরের মহকুমাশাসক প্রণব বিশ্বাস এবং নিতুড়িয়ার বিডিও রাখি বিশ্বাস। জেলার মন্দির গবেষক সুভাষ রায় বলেন, “এই মন্দিরগুলি আনুমানিক সপ্তদশ বা অষ্টাদশ শতকে নির্মিত। পঞ্চকোটের মহারাজা বলভদ্র শেখরের সময়কালে তৈরি করা হয়। অবিলম্বে এগুলির সংস্কার ও সংরক্ষণে উদ্যোগী হওয়া উচিত।”
|
আজ, শনিবার থেকে শুরু হল আবাসন নির্মাতাদের নিয়ে ক্রেডাই বেঙ্গল আয়োজিত একটি প্রদর্শনী, ‘হোম ফ্রন্ট’। আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে প্রদর্শনীটি। আয়োজকদের দাবি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বাড়ি মেলায় সব মিলিয়ে যোগ দিয়েছে ৪০টি সংস্থা।
|
জাপানের নিপ্পন লাইফের কাছে রিলায়্যান্স ক্যাপিটালের অ্যাসেট ম্যানেজমেন্ট ও মিউচুয়াল ফান্ড ব্যবসার ২৬% শেয়ার বিক্রি সম্পূর্ণ করল অনিল অম্বানীর সংস্থাটি। ১,৪৫০ কোটি টাকায় এই অংশীদারি কিনেছে নিপ্পন। |