টুকরো খবর
আশাকর্মীদের বেতন নিয়ে ভাবনা
জেলাশাসকের সঙ্গে বৈঠক। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
জেলার আশাকর্মীদের নির্দিষ্ট মাসিক ভাতা দেওয়া যায় কিনা তা নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন সাংসদ শতাব্দী রায়। শুক্রবার সিউড়ি জেলাশাসকের দফতরে জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, তিন মহকুমাশাসক-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করেন তিনি। পরে সাংসদ সাংবাদিকদের বলেন, “জেলায় এই ক্ষেত্রে মোট ৩৬৫০টি পদ আছে। ইতিমধ্যে ২৮৩৩ জনকে ওই কাজে নিয়োগ করা হয়েছে। আরও ৮১৭ জনকে নেওয়া হবে।” ফলাফলের ভিত্তিতে টাকা দেওয়ার পাশাপাশি আশাকর্মীদের মাসিক ভিত্তিতে টাকা দেওয়া যায় কিনা এই নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দফতরে তিনি আবেদন জানাবেন বলেও জানিয়েছেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশিস মল্লিক বলেন, “কিছু এলাকায় কর্মী বেশি থাকায় কাজের পরিধি কমে যাচ্ছে। ফলে ওই সব এলাকার কর্মীরা টাকা কম পাচ্ছেন। যে সব জায়গায় কর্মী কম আছে সাংসদ তাঁদের সেখানে কাজ দেওয়ার পরামর্শ দিয়েছেন।” জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “আশাকর্মীদের মাসিক ভাতা নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবেন।”

মুরারইয়ে মাথা ফাটল যুবকের, আটক তরুণী
শাবল দিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। অন্যদিকে, ওই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানি করা ও মাথার চুল কেটে দেওয়ার পাল্টা অভিযোগ করেছেন তরুণীর পরিবার। মুরারই থানার পলসা গ্রামের ঘটনা। শুক্রবার সকালে পুলিশ ওই গ্রামে গিয়ে বিবাহ বিচ্ছিন্না ওই তরুণীকে আটক করে। পলসা গ্রামেরই বাসিন্দা, মাথায় গুরুতর চোট থাকা ডাবলু শেখকে মুরারই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “দু’জনের অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে ডাবলুর এক আত্মীয়ের ঘনিষ্ঠ সর্ম্পক ছিল বলে অভিযোগ। সম্প্রতি ওই আত্মীয়ের বিয়ে হয়। ডাবলুর পরিবারের অভিযোগ, ডাবলু উদ্যোগী হয়ে বিয়ে দেয় বলে প্রতিহিংসা বশত ওই তরুণী তাঁর মাথায় শাবলের বাড়ি মেরেছে। বৃহস্পতিবার রাতে ডাবলুর বাড়িতে ঢুকে সে হামলা চালায়। এ দিন ভোরে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। অন্য দিকে, ওই তরুণীর বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন, ডাবলু তাঁর ওই আত্মীয় যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার লোভ দেখিয়ে রাতে নিজের বাড়িতে ডাকে। সেখানে তরুণীটির শ্লীলতাহানি করা হলে সে চিৎকার করে লোকজনকে ডাকে। তখন ডাবলুর স্ত্রী শাবল নিয়ে তাড়া করে এলে ভুল করে শাবলের বাড়ি গিয়ে পড়ে ডাবলুর মাথায়। পরে আটক ওই তরুণীর শ্লীলতাহানি করে চুল কেটে দেওয়া হয়।

পার্শ্বশিক্ষকদের স্মারকলিপি
মাস পয়লা বেতন ও পার্শ্বশিক্ষকদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে বেতন দেওয়ার দাবি জানালেন রামপুরহাট মহকুমার পার্শ্বশিক্ষকেরা। বৃহস্পতিবার রামপুরহাট মহকুমাশাসকের কাছে এ নিয়ে তাঁরা একটি স্মারকলিপি জমা দেন।ওই পার্শ্বশিক্ষকদের অভিযোগ, এ বিষয়ে সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও কার্যকর করা হচ্ছে না। তাঁদের ক্ষোভ, মাস পয়লা বেতন অন্যান্য শিক্ষকদের দেওয়া হচ্ছে, অথচ তাঁদের প্রতি বঞ্চনা করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই শিক্ষক-সহ পার্শ্বশিক্ষকদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে মাস পয়লা বেতন দেওয়া হলেও রামপুরহাট ১ ও ২ ব্লকে তা কার্যকর করা হচ্ছে না বলেই তাঁদের দাবি। তাঁরা বিষয়টি মুখ্যমন্ত্রীর ও শিক্ষামন্ত্রীর নজরে আনার কথা জানিয়েছেন। রামপুরহাট মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট অবর পরিদর্শকদের কাছে জানতে চাইব।”

বেহাল রাস্তা
রামপুরহাট থানার বোনহাট গ্রাম পঞ্চায়েতের বেনোড়া গ্রামের ক্যানাল পাড়ের রাস্তার বেহাল দশায় নাজেহাল দু’টি গ্রামের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তায় চলাচল করতে পারছেন না তাঁরা। এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপির ঝর্না সাহা এ ব্যপারে বলেন, “পঞ্চায়েত সমিতিকে বহুদিন ধরেই রাস্তাটি সংস্কারের জন্য বলা হচ্ছে। সম্প্রতি পঞ্চায়েত সমিতির অ্যাকশন প্ল্যানে কাজটি অন্তর্ভূক্ত করার পাশাপাশি কাজটির দরপত্রও ডাকা হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ওই কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি।” রামপুরহাট ১ ব্লকের বিডিও আব্দুল মান্নান বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”

আলোচনাসভা
স্থানীয় জৈন সমতা সঙ্ঘ ও জৈন সমতা যুব সঙ্ঘের উদ্যোগে শুক্রবার দুপুরে একটি মাদক বিরোধী আলোচনাসভা হয়ে গেল সাঁইথিয়া হাইস্কুলে। যুব সঙ্ঘের সহ সভাপতি রাজকুমার রাঙ্কা জানিয়েছেন, এ দিনের আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন চিকিৎসক কানাইলাল ভুরা। স্কুলের সহকারি প্রধান শিক্ষক অশোককুমার মণ্ডল বলেন, “সমস্ত রকমের মাদকের কুফল নিয়ে বিশদে বক্তব্য রাখার পাশাপাশি ক্যানসার ও হৃদরোগের প্রাথমিক চিকিৎসার ব্যাপারে আলোচনা হয়েছে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্র-ছাত্রী-সহ স্থানীয় বাসিন্দারাও।

যুবকের মৃত্যু
গ্রামের একটি বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম গণেশ কর্মকার (৩০)। বাড়ি নলহাটি থানার বারা গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। রাতেই রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, শুক্রবারই বর্ধমানের কাঁকসার বামুনাড়া গ্রামে সঞ্জীব সাহা (৩২) নামে এক যুবকের পুকুরে ডুবে মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.