সপ্তম শ্রেণির এক ছাত্রের মাথায় ব্যাটের বাড়ি মেরেছেন শিক্ষক। মঙ্গলবার পুরুলিয়ার একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন ছাত্রটির বাবা রিজওয়ান হাসান। তাঁর দাবি, “শিক্ষকের ব্যাটের আঘাতে ছেলে খুব অসুস্থ। তাকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” ওই শিক্ষকের দাবি, ক্লাসের মধ্যেই সব ঘটেছে। অভিযোগ মিথ্যা। স্কুলের অধ্যক্ষ অগাস্টিন টোপনো বলেন, “ক্লাসের মধ্যে ওই ছাত্র শৃঙ্খলাভঙ্গ করায় এক শিক্ষক তাঁর মাথায় সামান্য চাপ্পড় মেরেছিলেন। ব্যাট দিয়ে মারেননি।” পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
|
টাকা আদায়ের জন্য বনকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগের একটি মামলায় জামিন পেলেও জেল থেকে ছাড়া পেলেন না মাওবাদী নেতা বিক্রম ওরফে অর্ণব দাম। বৃহস্পতিবার তাঁকে পুরুলিয়ার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বিনয়কুমার পাঠকের এজলাসে হাজির করানো হয়। ২০১০-এ ঘাটবেড়ায় বনকর্মীদের কাছ থেকে টাকা দাবি করার মামলায় পুলিশ বিক্রমের নাম অন্তর্ভুন্ত করে। ২২ অগস্ট ফের বিক্রমকে আদালতে তোলা হবে।
|
পেটে গুলি চালিয়ে ও সারা দেহে ধারাল অস্ত্রের কোপ মেরে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে। বুধবার সকালে বাঘমুণ্ডি থানার মুদিডি ও ধনুডি গ্রামের মাঝে রাস্তার উপর ওই ব্যবসায়ীর দেহ মেলে। পুলিশ জানায়, ঘটনায় নিহত হয়েছেন স্থানীয় কাঠ ব্যবসায়ী কৃত্তিবাস মাহাতো (৪৫)। খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
|
জল নিতে ট্রেন থেকে নেমেছিল যুবকটি। জল নিয়ে ফিরতে দেখেন, ট্রেন চলতে শুরু করেছে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নীচে পড়ে গিয়ে ধানবাদের তেঁতুলমারির প্রমোদ রেওয়ানির একটি হাত কাটা গেল। বুধবার পুরুলিয়া স্টেশনের ঘটনা। পুরুলিয়ার স্টেশন ম্যানেজার শ্যামাপ্রসাদ মজুমদার বলেন, “তাঁর ডান হাত কাটা যায় এবং ডান পায়ে চোট লাগে।”
|
চাকা ফেটে গিয়ে ধান বোঝাই ট্রাক উল্টে পড়ল রাস্তার পাশের পুকুরে। সেই ট্রাকের উপরে থাকা শ্রমিক জিতেন মাঝির (২৭) ঘটনাস্থলেই মৃত্যু হয়। মঙ্গলবার রাতে রানিবাঁধ থানার অম্বিকানগর এলাকার ঘটনা। মৃতের বাড়ি দাঁড়শোল গ্রামে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পলাতক।
|
জুয়ার ঠেকে হানা দিয়ে টাকা-সহ ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। আটক হল মোটরবাইক, মোবাইল, টাকা। বুধবার রাতে রানিবাঁধ থানার স্থানীয় মদনডিহি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নিদের্শ দেন।
|
বেশি দামে চাষিদের সার বিক্রি করার অভিযোগে ধৃত পাত্রসায়র সাহাপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতির ম্যানেজার সোমসের মল্লিকের ১৪ দিনের জেলহাজত হল। প্রশাসন থেকে পরিদর্শন করে তাঁর নামে অভিযোগ করায় মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছিল।
|
চাষ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল প্রৌঢ়ের। মৃত নরেন দুলের (৫২) বাড়ি রাইপুরের মণ্ডলকুলি গ্রামে। বুধবার ওই গ্রামের ঘটনা। |