বন্ধ অভয় আশ্রমের ১০টি শাখা খোলা নিয়েই আলোচনা চলছে। তবে তার মধ্যে অন্তত বিরাটি শাখাটি ২ অক্টোবর, গাঁধীজয়ন্তীর আগে ফের চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই খাতে জরুরি ভিত্তিতে ২৩ লক্ষ টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় খাদি কমিশনের কাছে আর্জি জানিয়েছেন রাজ্যের কুটির ও ক্ষুদ্র শিল্পমন্ত্রী মানস ভুঁইয়া। ওই টাকায় বিরাটি শাখার কর্মীদের বকেয়া বেতন মেটানো হবে। বৃহস্পতিবার মহাকরণে কুটির ও ক্ষুদ্র শিল্পমন্ত্রীর ঘরে অভয় আশ্রমের ১০টি শাখা খোলার জন্য বৈঠক হয়। সেখানে ছিলেন কেন্দ্রীয় খাদি কমিশনের পশ্চিমবঙ্গ শাখার অধিকর্তা রঞ্জিত সাহা, রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান অসিত মাল, বিরাটি এলাকার বিধায়ক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিভিন্ন আধিকারিক। মানসবাবু বলেন, ‘‘২ অক্টোবরের আগে অভয় আশ্রমের বিরাটি শাখাটি অন্তত খুলতেই হবে। সেই লক্ষ্য নিয়েই এ দিন দীর্ঘ দু’ঘণ্টা আলোচনা হয়। ২৩ অগস্ট আবার বৈঠক ডাকা হয়েছে।”
|
ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক মুরগি ব্যবসায়ীকে। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কাকপুকুর গ্রামের ঘটনা। বুধবার ভোরে জগন্নাথ হালদার (৪০) নামে ওই ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ মেলে তাঁর বাড়ির অদূরে। পুলিশের অনুমান, ব্যবসা নিয়ে পুরনো বিবাদের জেরে খুন করা হয়েছে জগন্নাথবাবুকে। তাঁর পরিবারের পক্ষ থেকে গ্রামের ১০ জনের নামে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুলিশ তিনকড়ি বন্দ্যোপাধ্যায় এবং সুবর্ণ মণ্ডল নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। বছর খানেক আগে ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে জগন্নাথের পোলট্রি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই গ্রামেরই কয়েক জনের বিরুদ্ধে। সেই ঘটনার জেরেই জগন্নাথবাবুকে খুন করা হয় বলে অনুমান তাঁর পরিবারের।
|
‘প্রতারণা’ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্বাধীনতা দিবসের সকালে বসিরহাট শহরের একটি হোটেল থেকে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বহিরাগতদের মধ্যে এক জন বাংলাদেশি আছে বলেও জানতে পারে পুলিশ। ঘিরে ফেলা হয় হোটেল। বেশ কিছু নথিপত্র-সহ ১২ জন ধরা পড়েছে বলে পুলিশ সূত্রের খবর। বাংলাদেশি ব্যক্তি অবশ্য পালিয়েছে। ‘তক্ষক’, ‘শক্তিশালী চুম্বক’ কেনাবেচার নামে লোক ঠকানোর কাজে ধৃতেরা জড়িত বলে পুলিশের অনুমান।
|
নামি কোম্পানির জর্দা নকল করে বিক্রির অভিযোগে হাবরা থানার পুলিশ মঙ্গলবার রাতে ৬ জন দোকান মালিককে গ্রেফতার করেছে। |