একটি জমির দখল নিয়ে ক্যানিংয়ের তালদির আন্ধারিয়া গ্রামে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই। তার জেরে বুধবার রাতে তেতে ওঠে ওই এলাকা। দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একটি পরিবার তৃণমূল এবং অন্যটি কংগ্রেস সমর্থক হওয়ায় গোলমালে রাজনৈতিক রং লাগে। মারামারিতে জখম হন চার জন। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই ওই গ্রামের তৃণমূল সমর্থক মৃত্যুঞ্জয় সর্দারের সঙ্গে একটি জমি নিয়ে বিবাদ চলছিল কংগ্রেস সমর্থক রাজেন সর্দারের। ওই দিন এক তৃণমূল সমর্থক নেশাগ্রস্ত অবস্থায় রাজেনবাবুকে কটূক্তি করেন বলে অভিযোগ। তার পরেই দু’পক্ষের হাতাহাতি হয়। জখমদের ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে গোকুল বিশ্বাস নামে এক জনের অবস্থার অবনতি হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।
গোলমালের দায় দু’টি রাজনৈতিক দলই একে অপরের উপরে চাপিয়েছে। ক্যানিংয়ের কংগ্রেস নেতা অর্ণব রায় বলেন, “তৃণমূলের লোকজন মদ খেয়ে কটূক্তি করছিল। প্রতিবাদ করায় পরিকল্পিত ভাবে ওরা আমাদের ছেলেদের উপরে হামলা করে। আমাদের ৩ জন গুরুতর জখম হন। পঞ্চায়েত ভোটের আগে ওরা এ ভাবে কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে দিতে চাইছে।” অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা তথা তালদি পঞ্চায়েতের প্রধান কিশলয় মণ্ডলের দাবি, “দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। আমাদের এক কর্মী মদ খেয়ে কটূক্তি করেছিল ঠিকই। কিন্তু ওরাই পরিকল্পিত ভাবে আমাদের লোকজনদের মারধর করে। আমাদের এক জন গুরুতর আহত হন। ওরাই এলাকায় গোলমাল করে আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে।” |