টুকরো খবর
হাঁসের দর চড়ছে পুরুলিয়ায়
আজ শুক্রবার মনসা পুজো। মনসাদেবীর নৈবেদ্য হাঁস কিনতে বৃহস্পতিবার
পুরুলিয়ার বাজারে ভিড় ক্রেতাদের। ছবি: সুজিত মাহাতো।
মাঠ ভরা ধান- এ বার হবে কি না বৃষ্টির ঘাটতি সে সংশয় দূর করতে পারছে না। এ বার তাই সংসার সুখে রাখার সঙ্গে গোলাভরা ধান পাওয়ার প্রার্থনা নিয়েই আজ শুক্রবার মনসা পুজোয় মাতছে পুরুলিয়া। বৃহস্পতিবার সকাল থেকে পুরুলিয়া বাসস্ট্যান্ড, আদালত চত্বর, হাটতলা প্রভৃতি এলাকা হাঁস বিক্রেতা ও ক্রেতার দর কষাকষিতে জমে উঠেছিল। সিন্দারপট্টির মালা বাউরি, বাবলি বাউরিদের প্রশ্ন, “গত বছর একটা হাঁসের দাম ছিল ১৭০ টাকা। এ বার ৫০-৬০ টাকা বেশি চাইছে কেন?” পাড়ায় পাড়ায় এ দিন থেকে মাইক, সাউন্ডবক্সে গান-বাজছিল। যেন দুর্গাপুজোর আমেজ। লোক গবেষকরাও জানাচ্ছেন, মনসা পুজো রাঢ়বাংলায় দুর্গাপুজোর থেকে কম কি!

মালগাড়ির ধাক্কায় দু’টি হাতির মৃত্যু
মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল দুটি হাতির। একটি হস্তীশাবক আহত হয়েছে। আজ ভোর রাতে কেওনঝড়ের চম্পুয়া জঙ্গলে দুর্ঘটনাটি ঘটেছে। চম্পুয়া বনবিভাগের রেঞ্জার এস মিশ্র জানিয়েছেন, মালগাড়িটি পারাদ্বীপ থেকে জামশেদপুরে যাচ্ছিল। চম্পুয়া জঙ্গলে হাতির দলটি রেল লাইন পার করার সময়ই তাদের মালগাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। দুটি হাতি মারা যায়। একটি শাবক মালগাড়ির ধাক্কা খেয়ে গর্তে পড়ে গিয়েছে। ট্রেনের চালক গৌতম পটেলকে পুলিশ গ্রেফতার করেছে। একই জায়গায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে এই নিয়ে মোট চারটি হাতি ট্রেনের ধাক্কায় মারা গেল।

হাতির হানা
দুর্গাপুর থেকে ফেরার পথে বড়জোড়ার মাধবপুর, তেঘরিয়া, উপরশোল, মেটালি, ন’পাড়া গ্রামে এক দাঁতাল সম্প্রতি কয়েকটি দোকান ও বাড়ি ভাঙচুর চালায়। বন দফতর অবশ্য ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।

বাঘে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে
সুন্দরবনের নদীতে মাছ ধরার সময়ে বাঘে টেনে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। বুধবার দুপুরে সুন্দরবনের গোসাবার পিরখালি-৭ জঙ্গলের কাছে বিদ্যা নদীতে ওই ঘটনা ঘটে। নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম গুরুপদ মণ্ডল (৫৫)। বাড়ি বাসন্তীর ঝড়খালির ত্রিদিবনগরে।

গন্ডারের গুঁতো
গন্ডারের গুঁতোয় জখম হলেন ভব হাজরিকা নামে এক বনকর্মী। ঘটনাটি ঘটেছে কাজিরাঙা জাতীয় উদ্যানে। রক্ষীরা শূন্যে গুলি চালিয়ে গন্ডারটিকে তাড়ায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.