রবীন্দ্র-স্মরণে ৭ অগস্ট শ্যামপুর নীলাচল ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অরুণাদয় সাহিত্য পরিষদ ও ভোরের আলো পত্রিকার ওই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি পরিবেশন করেন এলাকার শিল্পীরা। এ ছাড়া যুধিষ্ঠির কয়ালের গল্প সংকলন ‘জীবন প্রবাহ’ এবং ভোরের আলো পত্রিকার শ্রাবণ সংখ্যা প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে হাজির ছিলেন কবি আয়ুব আলি খান, অসিত দলপতি, শিল্পী বসুমতী দাস প্রমুখ।
|
কয়েক দিন ধরে আটকে রেখে বছর চোদ্দোর এক কিশোরীকে এক যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাড়ি ফিরে ‘অপমানে’ আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। মেয়েটির বাড়ি হাওড়া জেলার সাঁকরাইলের নাবঘড়ায়। পাঁচলার পানিয়াড়ায় দিলীপ সর্দার নামে এক ব্যক্তির জরি কারখানায় করত সে। অভিযোগ, গত তিন-চার দিন ধরে মেয়েটিকে কারখানায় আটকে রেখে দিলীপ তার শ্লীলতাহানি করে। বৃহস্পতিবার মেয়েটি বাড়ি ফেরে। তার মায়ের দাবি, ‘অপমানে’ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মেয়ে। তাকে ভর্তি করা হয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে। মেয়েটির মা পাঁচলা থানায় গিয়েছিলেন দিলীপের বিরুদ্ধে অভিযোগ জানাতে। কিন্তু পাঁচলা থানা অভিযোগ নিতে অস্বীকার করে বলে ওই মহিলার দাবি। এরপর তিনি সাঁকরাইল থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। সাঁকরাইল থানার তরফে পাঁচলা থানার সঙ্গে যোগাযোগ করা হয়। হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) ভরতলাল মিনা বলেন, “ঘটনাস্থল ও মেয়েটির বাড়ি পৃথক জায়গায়। সে জন্য কিছুটা বিভ্রান্তি ছিল। পরে পাঁচলা থানাতেই অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে।”
|
গত ১১ অগস্ট শহিদ ক্ষুদিরাম দিবস পালিত হল পানিত্রাস উচ্চবিদ্যালয়ে। তারারানি মজুমদার স্মৃতি শিক্ষা সমিতির ওই দিন কৃতী পড়ুয়াদের পুরস্কৃত করে। |