স্বাধীনতা দিবসে নানা অনুষ্ঠান
হাওড়া ও হুগলি জেলায় আড়ম্বরের সঙ্গে পালিত হল ৬৬ তম স্বাধীনতা দিবস। দু’জেলারই বিভিন্ন স্কুল-কলেজে নানা অনুষ্ঠান হয়েছে। হাওড়ার পাঁচলায় গঙ্গাধরপুর বিএড কলেজে এ দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। পরে এনসিসি-র অন্তত ১৫০ ছাত্রছাত্রী কুচকাওয়াজে সামিল হন। আলোচনাসভায় যোগ দেন শিক্ষকেরা। অন্য দিকে, জগৎবল্লভপুরে স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লকুমার ভট্টাচার্যের ৬০ বছরের পুরনো নাইকুলি সমাজ সেবাকেন্দ্রের উদ্যোগে নানা অনুষ্ঠান হয়েছে। এ দিন প্রভাতফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
আরামবাগে মোহন দাসের তোলা ছবি।
জগৎবল্লভপুর নরেন্দ্রপুর তফসিলি প্রাথমিক বিদ্যালয় এবং নিউ সেট-আপ আপার প্রাইমারি স্কুল যৌথ ভাবে দিনটি পালন করে। জগৎবল্লভপুর, কৃষ্ণনন্দনপুর জওহর শিশু ভবনের উদ্যোগেও এ দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উলুবেড়িয়াতেও বেলকুলাই মা সারদা মাতৃমিলনকেন্দ্রের উদ্যোগে এ দিন একই সঙ্গে স্বাধীনতা দিবস ও স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ পালিত হয়েছে। বেলকুলাই হাইস্কুলের ওই অনুষ্ঠানে এলাকার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়েছে। দাতব্য চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন হয়। হুইল চেয়ার দেওয়া হয় ২০ জনকে।
উলুবেড়িয়ায় নোনা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে মশাল দৌড়। হিলটন ঘোষের ছবি।
স্বাধীনতা দিবস উপলক্ষে গত মঙ্গলবার আরামবাগ মহকুমাশাসকের দফতরে স্কুলভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। যোগ দেয় মহকুমার ১৪টি স্কুল। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে আরামবাগ বয়েজ, পুড়শুড়ার সোদপুর এবং গোঘাটের কুমুরশা শীতলচন্দ্র হাইস্কুল। স্বাধীনতা দিবসে চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা হয়। পুড়শুড়ার আলাঠি গ্রামে একটি ক্লাবের পক্ষ থেকে মাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা এবং প্রতিবন্ধীদের অর্থ সাহায্য করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.