শহরে দু’টি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হল। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ব্রেস ব্রিজে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় এক মোটরবাইক আরোহীর। সকালে শিয়ালদহ উড়ালপুলে একটি গাড়ি শ্রীকৃষ্ণ যাদব (৫০) নামে এক ব্যক্তির মোটরবাইকে ধাক্কা মারলে তাঁর মৃত্যু হয়।
|
সাইকেল চেপে যাওয়ার সময়ে গঙ্গায় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার, দক্ষিণ বন্দর থানা এলাকায়। পুলিশ জানায়, মৃত তাপস বড়াল (৫০) বন্দর এলাকার এক ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্মী ছিলেন।
|
নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্লাইউড বোঝাই ট্রাক উল্টে মারা গেলেন এক যুবক। বুধবার, নিউ টাউন রোডে ইকো পার্কের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম চিত্তরঞ্জন গায়েন (২৭)। আহত আর এক যাত্রী নার্সিংহোমে ভর্তি।
|
চালকের তৎপরতায় প্রাণ বাঁচল মেট্রোয় ‘ঝাঁপ’ দেওয়া এক যুবকের। বৃহস্পতিবার, কালীঘাট স্টেশনে। মেট্রো কতৃর্পক্ষ জানান, সকাল ১০টা ১৭ মিনিটে দমদমমুখী ট্রেন ঢুকলে ওই যুবক ‘ঝাঁপ’ দেন। ব্রেক কষে ট্রেন থামান মোটরম্যান দেবব্রত নাথ। ওই যুবককে হাসপাতালে পাঠানো হয়। এর জেরে মিনিট পাঁচেক ট্রেন চলাচল ব্যাহত হয়।
|
সল্টলেকে সাই কমপ্লেক্সের বাইরে ঝোপ থেকে মঙ্গলবার উদ্ধার হওয়া সদ্যোজাতের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও বিপদ কাটেনি বলে খবর। হাসপাতাল সূত্রের খবর, শিশুটি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত। তবে সে চিকিৎসায় সাড়া দিচ্ছে। কে বা কারা তাকে ফেলে যায়, এখনও জানতে পারেনি পুলিশ। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ হতেই শিশুটির দায়িত্ব নিতে অনেকে হাসপাতালে যোগাযোগ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষের আবেদন, শিশুর দায়িত্ব দেওয়া নিয়ে নির্দিষ্ট সরকারি নিয়ম আছে। তা হাসপাতালের এক্তিয়ারভুক্ত নয়।
|
জেলের মধ্যে গুটখা পাচার করতে গিয়ে ধরা পড়লেন খোদ আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের এক কর্মী। জেল সূত্রে খবর, বৃহস্পতিবার বাজারের মালপত্রের সঙ্গে লুকিয়ে গুটখা নিয়ে জেলে ঢোকার সময়ে ওই কর্মী রক্ষীদের হাতে ধরা পড়েন। তাঁর কাছে প্রায় ৫০টি গুটখার প্যাকেট উদ্ধার হয়েছে। এর পরেই তাঁকে আটক করা হয়। |