টুকরো খবর
স্বাধীনতার অনুষ্ঠান
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এ বারও সাঁইথিয়া রুপালি ক্লাব একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল। বুধবারের ওই শিবিরে প্রায় শতাধিক রোগীর চিকিৎসা-সহ চক্ষু পরীক্ষাও করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। মোট ৩১ জন রক্ত দিয়েছেন। এ দিনই সাঁইথিয়া পুরসভা, শশিভূষণ দত্ত বালিকা বিদ্যালয়, অভেদানন্দ কলেজ, টাউন হাইস্কুল, সাঁইথিয়া হাইস্কুল, সেন্ট অ্যান্ড্রুজ হাইস্কুল প্রভৃতি স্কুল ও প্রতিষ্ঠানেও যথাযথ মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস পালন করা হয়। এ দিনই ময়ূরেশ্বর ১ ব্লক অফিসের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ময়ূরেশ্বর থানা একাদশ বনাম ময়ূরেশ্বর ১ বিডিও একাদশের একটি ফুটবল ম্যাচ হয়। সেখানে ১-০ গোলে জয়ী হয়েছে ময়ূরেশ্বর থানা একাদশ। অন্য দিকে, জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত পুলিশ সুপার একাদশ বনাম জেলা সাংবাদিক একাদশের ম্যাচে জয়ী হয় পুলিশ দল।

জামিন নামঞ্জুর
জামিন পেলেন না সিপিএম জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায়ের ছেলে অভীক গঙ্গোপাধ্যায়। ৬ দিন জেলহাজতে কাটানোর পর বৃহস্পতিবার ফের তাঁকে ও অন্য তিন ধৃতকে দুবরাজপুর আদালতে হাজির করানো হয়েছিল। সরকার পক্ষের আইনজীবী মণিলাল দে বলেন, “অভিযোগের গুরুত্ব বুঝে বিচারপতি হিমানীল ভট্টাচার্য অভীক-সহ ধৃত ৪ জনকেই ৮ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।” প্রসঙ্গত, গত ৯ অগস্ট দলীয় কর্মীকে ছাড়াতে দলবল নিয়ে থানায় হামলা চালানো ও কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছিল।

অস্বাভাবিক মৃত্যু
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বোলপুর হাটতলার কালীপুকুর লাগোয়া এলাকা থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতের নাম বিষ্ণু রায় (৩৭)। তাঁর বাড়ি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দেহটি ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর পাঠান। পরে পুলিশ এসে বিষ্ণুবাবুর দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পেশায় চা ব্যবসায়ী বিষ্ণুবাবু পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

সম্মানজ্ঞাপন নাতির
তাঁর ঠাকুরদা কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের নেতৃত্বে বীরভূমের নলহাটিতে বিয়াল্লিশের ‘ভারত ছাড়ো’ আন্দোলনে সামিল হয়েছিলেন ১৯ জন ‘স্বাধীনতা সংগ্রামী’। সেই স্বাধীনতা সংগ্রামীরা আজ বেঁচে নেই। কিন্তু তাঁদের আটজনের বিধবা স্ত্রীকে খুঁজে পেয়েছেন কামদাকিঙ্করের নাতি অধুনা নলহাটির কংগ্রেস বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়। এ বার স্বাধীনতা দিবসে সেই আট মহিলাকে মানপত্র, শাড়ি, শাল ইত্যাদি দিয়ে সংবর্ধনা জানিয়েছেন তিনি। বাবা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ‘পরামর্শে’ই তিনি এই সংবর্ধনার আয়োজন করেছিলেন বলে জানিয়েছেন অভিজিৎ।

শাস্তি মকুবের আবেদন
শাস্তি মকুব করার আর্জি নিয়ে বিশ্বভারতীর দ্বারস্থ হলেন বহিষ্কৃত ছাত্র সুদীপ্ত গড়াই। বৃহস্পতিবার তিনি বিশ্বভারতীর ছাত্র পরিচালক তথা ‘স্ট্যান্ডিং ডিসিপ্লিনারি কমিটি’র চেয়্যারম্যান শমিত রায়ের কাছে এ ব্যাপারে আবেদন জানিয়েছেন। অভিযুক্ত ছাত্র বিশ্বভারতীর ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি সুদীপ্ত গড়াই বলেন, “শাস্তি মকুবের জন্য আবেদন করেছি। আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া ও বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি। উপাচার্যকেও বিষয়টি জানিয়েছি।” সুদীপ্ত-র আবেদনের প্রসঙ্গে শমিতবাবু অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। সম্প্রতি এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্বভারতী ওই ছাত্রকে দু’বছরের জন্য বহিষ্কার করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.