অবৈধ অভিবাসীদের দু’বছরের জন্য ছাড় দিচ্ছে মার্কিন প্রশাসন। ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন নিয়ে কড়াকড়ি শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর সাফ কথা ছিল, অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফিরে যেতে হবে। সেই প্রক্রিয়া ঠেকাতেই বৈধ অভিবাসনের জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে সতেরো লক্ষ অবৈধ অভিবাসী। যাঁদের মধ্যে ভারতীয় রয়েছেন ৩০ হাজার।
নতুন এই অভিবাসন নিয়ম অনুযায়ী, ৩১ বছরের কম বয়সী অবৈধ অভিবাসীদের আগামী দু’বছরের জন্য দেশে ফেরত যেতে হবে না। জোর করে তাঁদের দেশে পাঠানোর ব্যবস্থাও করবে না মার্কিন প্রশাসন। এই সময়ের মধ্যে যথাযথ ভাবে আবেদন করলে তাঁরা বৈধ অভিবাসীর স্বীকৃতি পেতে পারেন।
শিশু অবস্থায় যাঁরা এ দেশে এসেছিলেন, সেই সব অবৈধ অভিবাসীরা যদিও আরও দু’বছর সময় পাচ্ছেন। দু’বছর পরে তাঁরা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। অভিবাসন আবেদনে খরচ হবে ৪৬৫ ডলার। যাঁরা আবেদন করবেন, তাঁদের ‘বায়োমেট্রিক’ পরীক্ষা-নিরীক্ষাও হবে। আর বৈধতা মেলার পরে তাঁরা এখানে কাজ করার বৈধ অনুমতিও (ওয়ার্ক পারমিট) পেয়ে যাবেন।
ডেমোক্র্যাটিক পার্টির নেতা-নেত্রীরা বিষয়টির প্রশংসা করলেও এ নিয়ে ওবামা প্রশাসনকে এক হাত নিয়েছেন বিরোধী রিপাবলিকানরা। এ বারের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির বক্তব্য, এই রকম অস্থায়ী পদ্ধতির মাধ্যমে অভিবাসন সমস্যার সম্পূর্ণ সমাধান কোনও ভাবেই সম্ভব নয়। |