টুকরো খবর
চিটফান্ড এজেন্টের অপমৃত্যু
একটি চিট ফান্ড সংস্থার এজেন্টের অপমৃত্যু হয়েছে। বর্ধমানের মেমারিতে বুধবার বিকেলে ভোলানাথ সেন (৪৪) নামে ওই এজেন্টের ঝুলন্ত দেহ মেলে তাঁর বাড়ির উঠোনের গাছে। বিভিন্ন আমানত প্রকল্পে গ্রাহকদের জমা দেওয়া টাকা সংস্থা ফেরত না দেওয়াতেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ তুলেছেন তাঁর আত্মীয়েরা। বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই সংস্থার বিরুদ্ধে অবশ্য তাঁরা পুলিশে কোনও অভিযোগ করেননি। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জমা রাখা টাকা ফেরত না পেয়ে ভোলানাথবাবুকে অনেক গ্রাহক চাপ দিচ্ছিলেন। তার জেরেই এমন ঘটনা বলে অনুমান করা হচ্ছে।” ভোলানাথবাবু মেমারির বামুনপাড়ার বাসিন্দা। তাঁর আত্মীয় বিপ্লব সরকার, অভিজিৎ মুখোপাধ্যায়রা জানান, গত দেড় বছর একটি চিট ফান্ডের এজেন্ট হিসেবে কাজ করছিলেন ভোলানাথবাবু। তাঁদের অভিযোগ, “বিভিন্ন প্রকল্প বাবদ তিনি গ্রাহকদের কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা তুলে সংস্থায় জমা করেছিলেন। তার মধ্যে প্রায় দেড় লক্ষ টাকা ফেরতও দেওয়া হয়। কিন্তু কিছু দিন আগে সংস্থার প্রধান অফিস বন্ধ করে কর্তারা পালিয়ে যান। ফলে বাকি টাকা তিনি ফেরত দিতে পারেননি। এ জন্য এলাকার মানুষ তাঁকে মারধর, এমনকী হুমকিও দিচ্ছিল।” এ ব্যাপারে মেমারি থানার পুলিশ অভিযোগ নিতে চায়নি বলেও দাবি মৃতের পরিবারের। যদিও পুলিশ সুপার বলেন, “ওই পরিবারের সঙ্গে কথা হয়েছে। ওঁদের অভিযোগ নিয়ে সংস্থাটির বিরুদ্ধে তদন্ত শুরু হবে।”

অস্ত্র রাখার অভিযোগে ধৃত
—নিজস্ব চিত্র।
অস্ত্র ও বোমা রাখার অভিযোগে এক যুবককে বুধবার গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতের নাম সিরাজ-উল-হক ওরফে লম্বু। বাড়ি মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামে। তার কাছ থেকে ৬৯টি তাজা বোমা, ১টি পাইপগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বোমাগুলি তিনটি প্লাস্টিকের জারে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ধৃত ওই যুবককে কালনা মহকুমা আদালতে তোলা হয়। সেখানে তার তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতে সে দাবি করে, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাকে।

সশস্ত্র ধৃত ৩
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগ তুলে বুধবার ভোরে কালনা ধাত্রীগ্রাম এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। তাদের নাম, আকাশ মণ্ডল, সুমন সরকার, মোতাহার শেখ। আকাশের বাড়ি উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। বাকিদের বাড়ি পূর্বস্থলীতে। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে একটি গুলি ভর্তি পাইপগান, ২টি ভোজালি, কয়েকটি ধারালো ব্লেড ও ছোট ছোট শাবল উদ্ধার করা হয়। এ দিন দুপুরে তাদের কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।

কংগ্রেস নেতা প্রয়াত
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার মারা গেলেন পূর্বস্থলী ১ ব্লকের গোয়ালপাড়ার বাসিন্দা কংগ্রেস নেতা শওকত আলি খান। বয়স হয়েছিল ৬০ বছর। তিনি জেলা কমিটি ও রাজ্য কিষাণ সেলের সদস্য ছিলেন। বৃহস্পতিবার সৎকারে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য,দলের জেলা পর্যবেক্ষক ওমপ্রকাশ মিশ্র-সহ বহু নেতা-কর্মী। জেলা কংগ্রেস নেতা কাশীনাথ গঙ্গোপাধ্যায় বলেন, “শওকত আলি খানের মৃত্যুতে আমাদের অনেক ক্ষতি হল।”

ফল প্রকাশ হল বিএ পার্ট ৩-এর
প্রকাশিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট-৩ পাশ পাঠ্যক্রমের পরীক্ষার ফল। এবার ২৫৯৮৬ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণের সংখ্যা ১১৩২১। ১৭ জন পেয়েছেন প্রথম বিভাগে পাশ করেছেন। পার্ট নট ক্লিয়ার্ডের সংখ্যা ১৩৩৮৫। গতবার এই পরীক্ষায় পাশের হার ছিল ৯০.০৪। এ বারে তা দাঁড়িয়েছে ৮৯.৮৬।

চ্যাম্পিয়ন প্রগতি
একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল ডিওয়াইএফয়ের কালনা ১ ব্লকের কৃষ্ণদেবপুর অঞ্চল কমিটির তরফে। ৮ দিনের ওই প্রতিযোগিতায় বুধবার চ্যাম্পিয়ন হল প্রগতি সঙ্ঘ। তারা ১-০ গোলে উদয়ন সঙ্ঘকে হারায়। খেলা শেষে উদ্যোক্তাদের তরফে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন সংগঠনের কালনা জোনাল কমিটির সম্পাদক আলিম শেখ সভাপতি জয়দীপ সেন-সহ সংগঠনের অনেক নেতা-কর্মীরা। আলিম শেখ জানান, তিন বছর ধরে ওই টুর্নামেন্টটি হয়ে আসছে।

জয়ী চৌরঙ্গি
প্রথম ডিভিশন ফুটবল লিগে ২-০ গোলে বিধানপল্লি অ্যাথলেটিক ক্লাবকে হারাল চৌরঙ্গী ক্লাব। গোল দেন রাহুল দাস ও জিয়ারাত আলি মন্ডল। অন্যদিকে দ্বিতীয় ডিভিশন লিগে আমরা সবাই ক্লাব বড় ব্যবধানে জয় পেয়েছে। তারা ৪-১ গোলে হারিয়েছে উদয় সঙ্ঘকে।

কবির জন্মদিবস পালন
বৃহস্পতিবার কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৬তম জন্মদিন পালন করল ডিওয়াইএফয়ের মন্তেশ্বরের তিনটি লোকাল কমিটি। মন্তেশ্বরের বাজারে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা-কর্মীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.